Massive drop in box office collection of Pathaan in the second week dgtl
Pathaan Box Office Of Collection
ব্যবসায় বড় পতন! দ্বিতীয় সপ্তাহে বক্স অফিস থেকে কত আয় করল ‘পাঠান’?
প্রথম সপ্তাহে ‘পাঠান’ যে হারে চুটিয়ে ব্যবসা করেছিল, দ্বিতীয় সপ্তাহে সেই ব্যবসায় টান পড়েছে। তবে এখনও আশা ছাড়েননি বক্স অফিস বিশেষজ্ঞরা।
সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০৮ ফেব্রুয়ারি ২০২৩ ১০:৩৮
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১৬
২৫ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘পাঠান’। ইতিমধ্যেই আমির খানের ‘দঙ্গল’, দক্ষিণী ছবি ‘বাহুবলী ২’ এবং ‘কেজিএফ ২’-কে ব্যবসার দিক থেকে পেরিয়ে গিয়েছে বাদশার ‘পাঠান’। ব্যবসা করেছে ৮০০ কোটি টাকার।
—ফাইল চিত্র।
০২১৬
অনেকের অনুমান, হাজার কোটি ক্লাবের দিকে পা বাড়াচ্ছে ‘পাঠান’। কিন্তু মুক্তির দ্বিতীয় সপ্তাহে ব্যবসায় পতন লক্ষ করা গিয়েছে।
ফাইল চিত্র।
০৩১৬
মুক্তির পর দ্বিতীয় রবিবারেও চুটিয়ে ব্যবসা করেছিল ‘পাঠান’। কিন্তু দ্বিতীয় সোমবার থেকে যেন শনির দশা লেগেছে ছবিটিতে।
ফাইল চিত্র।
০৪১৬
প্রথম সোমবার ২৬.৫ কোটি টাকার ব্যবসা করেছিল ‘পাঠান’। বক্স অফিস বিশেষজ্ঞদের অনুমান, সপ্তাহান্তে মাত্র ২৮ কোটি টাকার ব্যবসা করেছে ছবিটি। যদিও এই পরিসংখ্যান সামান্য বাড়তে বা কমতে পারে।
ফাইল চিত্র।
০৫১৬
তবে দিনপ্রতি ‘পাঠানের’ রোজগারের দিকে তাকালেই লাভ-লোকসানের হেরফের নজরে পড়তে বাধ্য। প্রথম বুধবার ‘পাঠান’ ব্যবসা করে ৫৭ কোটি টাকার।
ফাইল চিত্র।
০৬১৬
কিন্তু দ্বিতীয় বুধবারে এই টাকার অঙ্ক এসে দাঁড়ায় মাত্র ১৮.২৫ কোটি টাকায়।
ফাইল চিত্র।
০৭১৬
মুক্তির প্রথম সপ্তাহের বৃহস্পতিবার ‘পাঠান’ ছবির আয় ছিল ৭০.৫ কোটি টাকা।
ফাইল চিত্র।
০৮১৬
দ্বিতীয় বৃহস্পতিবার সেই আয় কমে গিয়ে দাঁড়ায় ১৫.৬৫ কোটি টাকায়।
ফাইল চিত্র।
০৯১৬
প্রথম সপ্তাহের শুক্রবার ‘পাঠানের’ আয় ৩৯.২৫ কোটি টাকা। দ্বিতীয় শুক্রবার তার অর্ধেক পরিমাণেরও কম আয় করে।
ফাইল চিত্র।
১০১৬
দ্বিতীয় সপ্তাহের শুক্রবার ‘পাঠানের’ উপার্জন ১৪ কোটি টাকার ঘরে।
ফাইল চিত্র।
১১১৬
প্রথম সপ্তাহের শেষে শনি এবং রবিবার ‘পাঠান’ উপার্জন করেছিল যথাক্রমে ৫৩.২৫ কোটি টাকা এবং ৬০.৭৫ কোটি টাকা।
—ফাইল চিত্র।
১২১৬
কিন্তু দ্বিতীয় সপ্তাহান্তে ‘পাঠানে’র ব্যবসার দিকে লক্ষ করলে দেখা যায়, শনি এবং রবিবার ছবিটির আয় যথাক্রমে ২৩.২৫ কোটি টাকা এবং ২৮.৫০ কোটি টাকা।
—ফাইল চিত্র।
১৩১৬
‘পাঠান’ মুক্তির প্রথম সোমবার বক্স অফিস থেকে ছবিটি উপার্জন করেছে ২৬.৫ কোটি টাকা।
—ফাইল চিত্র।
১৪১৬
এখনও পর্যন্ত চূড়ান্ত গণনা করা না হলেও বক্স অফিস বিশেষজ্ঞেরা অনুমান করছেন যে, দ্বিতীয় সপ্তাহের সোমবার ‘পাঠান’ মাত্র ৮ কোটি টাকা উপার্জন করেছে।
—ফাইল চিত্র।
১৫১৬
ছবিমুক্তির পর প্রথম মঙ্গলবার ২৩ কোটি টাকা উপার্জন করেছে ‘পাঠান’। কিন্তু দ্বিতীয় মঙ্গলবার ছবিটি কত ব্যবসা করেছে তা এখনও পর্যন্ত জানা যায়নি।
ফাইল চিত্র।
১৬১৬
প্রথম সপ্তাহে ‘পাঠান’ যে হারে চুটিয়ে ব্যবসা করেছিল, দ্বিতীয় সপ্তাহে সেই ব্যবসায় টান পড়েছে। তবে এখনও আশা ছাড়েননি বক্স অফিস বিশেষজ্ঞরা। ভ্যালেন্টাইন সপ্তাহ উপলক্ষে এই ছবি ভাল ব্যবসা করতে পারে কি না, সে দিকে নজর রাখবেন তাঁরা।