স্টিভ জবস, স্টিভ ওজনিয়াক এবং রোনাল্ড ওয়েন মিলে ১৯৭৬ সালে তৈরি করেছিলেন তথ্যপ্রযুক্তির অন্যতম সংস্থা অ্যাপ্ল। ১৯৭৬ সালে আকারে ছোট, কম জটিল এবং সস্তা কম্পিউটার তৈরির লক্ষ্য নিয়ে বাজারে নামে অ্যাপ্ল। মাত্র চার বছর, অর্থাৎ ১৯৮০ সালের মধ্যে এই সংস্থা বিশ্বের অন্যতম পরিচিত সংস্থা হিসাবে আত্মপ্রকাশ করে।
চলতি বছরের জুনে বৃহত্তম ব্যবসায়িক প্রতিষ্ঠান হিসাবে এনভিডিয়া আত্মপ্রকাশ করেছিল। ১৯৯৩ সালে পথচলা শুরু করে এই সংস্থাটি। বর্তমানে ইকমার্স সংস্থা অ্যামাজ়ন এবং বহুজাতিক তথ্যপ্রযুক্তি সংস্থা মেটার মোট বাজারি মূলধনের চেয়ে বেশি সম্পত্তি রয়েছে এনভিডিয়ার কাছে। এরা প্রধানত গ্রাফিক্স প্রসেসিং ইউনিট (জিপিইউ) এবং মোবাইলের জন্যে চিপ তৈরি করে।
২০২০ সালে এই সাতটি সংস্থার মধ্যে বেশ কয়েকটি বিশ্বব্যাপী অতিমারির টানাপড়েনের মধ্যেও বাজার স্থিতিশীতা বজায় রাখতে পেরেছে। কোভিডকালে ও পরবর্তী কালে ওয়ার্ক ফ্রম হোম, হট ডেস্কিং বা অনলাইন পরিষেবাগুলির চাহিদা বৃদ্ধি পাওয়ায় অ্যামাজ়ন, মাইক্রোসফ্ট এবং অ্যাপ্লের মতো সংস্থাগুলির আয় এবং স্টকের দাম বেড়েছে। এই প্রবণতা ২০২২ পর্যন্ত অব্যাহত ছিল।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy