Lottery winner of China keeps the jackpot wining news secret from his family for some reasons dgtl
lottery
লটারিতে ২৫০ কোটি টাকা জিতেও বৌকে কিছু জানাননি চিনা যুবক! নেপথ্যে অদ্ভুত কারণ
বড়লোক হওয়ার আশায় মাঝেমাঝে লটারিতে নিজের ভাগ্য পরীক্ষা করতেন দক্ষিণ চিনের বাসিন্দা লি। কিন্তু সত্যিই যে এক দিন কপাল খুলে যাবে তা ঘুণাক্ষরেও ভাবতে পারেননি তিনি।
সংবাদ সংস্থা
বেজিংশেষ আপডেট: ০১ নভেম্বর ২০২২ ১৩:৫৩
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১২
আচমকা লটারিতে বিপুল অঙ্কের টাকা পেলে কার না ভাল লাগে। এই আশাতেই লটারি কাটেন অনেকে।
— ফাইল চিত্র।
০২১২
বড়লোক হওয়ার আশায় মাঝেমাঝে লটারিতে নিজের ভাগ্য পরীক্ষা করতেন দক্ষিণ চিনের বাসিন্দা লি।
— নিজস্ব চিত্র
০৩১২
কিন্তু সত্যিই যে এক দিন কপাল খুলে যাবে তা ভাবতেও পারেননি লি।
— ফাইল চিত্র
০৪১২
সম্প্রতি চিন সরকারের একটি লটারিতে বিপুল অঙ্কের টাকা পেয়েছেন লি।
— ফাইল চিত্র
০৫১২
চিনা মুদ্রায় ওই অঙ্কের পরিমাণ প্রায় ২২ কোটি ইউয়ান। অর্থাৎ ভারতীয় মুদ্রায় লটারি জিতে প্রায় ২৪৮ কোটি টাকা পেয়েছেন লি।
— ফাইল চিত্র
০৬১২
লটারিতে কোটিপতি হয়ে গিয়েও বাড়িতে টুঁ শব্দ করেননি লি। পরিবারের সকলের কাছেই তিনি গোপন রেখেছিলেন লটারি জেতার কথা।
— ফাইল চিত্র
০৭১২
খেলাধুলার উন্নয়নের জন্য চিনা সরকার নিয়মিত ভাবে ওই লটারির আয়োজন করে থাকে।
— ফাইল চিত্র
০৮১২
সেই লটারিতে মোটা টাকা জিতেও স্ত্রীর কাছে তা ফাঁস করেননি লি।
— ফাইল চিত্র
০৯১২
সম্প্রতি চিনের গুয়াংশি প্রদেশের নানিংয়ে লটারি আয়োজক সংস্থার দফতরে লটারিতে পাওয়া টাকা নিতে পৌঁছন লি।
— ফাইল চিত্র
১০১২
নানিংয়ে লটারি আয়োজক সংস্থার দফতর থেকে লটারিতে পাওয়া পুরস্কার নেন লি। তার পরই জানাজানি হয়ে যায় লি-র কোটিপতি হওয়ার খবর।
— ফাইল চিত্র
১১১২
কিন্তু, এত বড় খবরটা কেন স্ত্রী এবং সন্তানদের জানাননি লি? পুরস্কার হাতে পেয়ে তার উত্তর দিয়েছেন ওই লটারি বিজেতা।
— ফাইল চিত্র
১২১২
সংবাদমাধ্যমকে লি বলেন, ‘‘আমি লটারি জেতার কথা স্ত্রী এবং সন্তানকে জানাইনি তার কারণ, এই খবর পেয়ে ওরা আত্মতুষ্টিতে ভুগতে পারে। এর ফলে ওরা হয়তো ভবিষ্যতে খাটুনির কথা ভুলে গিয়ে অলস হয়ে যাবে।’’ লটারিতে পাওয়া টাকার একটি বড় অংশ দান করেছেন লি।