উচ্ছ্বাস, উল্লাস, কানফাটানো চিৎকার, চোখের জল, অবিশ্বাস, অবশেষে বিশ্বাস। পেরেছেন, মেসিরা পেরেছেন। গঞ্জালো মন্টিয়েলের ডান পায়ের শটটা হুগো লরিসকে ঠকিয়ে গোলপোস্টে ঢুকতেই মধ্যরাতের কলকাতা মিশে গেল বুয়েনস আইরেসের ফ্যাকাসে নীল-সাদা রঙে। শুধু কি তিলোত্তমার মেসি-ভক্তেরা, রবিবার লিয়োনেল মেসিদের সঙ্গে বিশ্বকাপ জয়ের আবেগে ভাসল বেঙ্গালুরু থেকে বার্সেলোনা, কোচি থেকে কেপটাউন, কোপাকাবানা থেকে হাইতি।
কাতারের লুসাইল স্টেডিয়ামে ফ্রান্সের গাঢ় নীল-সাদা রং ছাপিয়ে মেসিদের রং ফুটে উঠতেই বেঙ্গালুরুর বহু রাস্তায় রাজত্ব করেছে আর্জেন্টিনা। মেসির কাটআউট, হাতে পোস্টার। বেঙ্গালুরুর মৃদু শীত উপেক্ষা করে এ ভাবেই ভিড় বাড়িয়েছেন মেসি-ভক্তেরা। তুমুল চিৎকারে অনেকের রাতের ঘুম উড়িয়েছেন তাঁরা। তবে এমন দিন তো বার বার আসে না!