Advertisement
৩০ অক্টোবর ২০২৪
Bollywood News

বাঁচাতে পারেননি ‘প্রেমিকা’, পাশ থেকে সরে যান নায়িকাও! এটাই কি শাহরুখের কেরিয়ারের সবচেয়ে ফ্লপ ছবি?

এক দশক আগে ছবি তৈরিতে কোটি কোটি টাকা খরচ হলেও মুক্তির পর বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে। শুধু তাই নয়, শাহরুখের কেরিয়ারের অন্যতম ব্যর্থ ছবি হিসাবে ধরা হয় এই ছবিটিকে।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ৩০ অক্টোবর ২০২৪ ১৫:৩৪
Share: Save:
০১ ১৬
Know about Shah Rukh Khan’s one of the flop film, Priyanka Chopra made cameo, lead actress didn’t work with him

এক দশক আগেকার ঘটনা। সেই সময় দাঁড়িয়ে বড় পর্দায় উচ্চ মানের প্রযুক্তির ব্যবহার থেকে ছিল নজরকাড়া ভিএফএক্স-ও। মুখ্যচরিত্রে অভিনয় করেছি‌লেন বলিউডের ‘বাদশা’ শাহরুখ খান। ক্যামিয়ো চরিত্রে দেখা গিয়েছিল শাহরুখের ‘চর্চিত’ প্রেমিকা প্রিয়ঙ্কা চোপড়া জোনাসকে। তবুও বক্স অফিসে লক্ষ্মীলাভ করেনি সেই ছবি। তার পর আর শাহরুখের সঙ্গে অন্য কোনও ছবিতে অভিনয় করতে দেখা যায়নি ওই ছবির নায়িকাকে।

০২ ১৬
Know about Shah Rukh Khan’s one of the flop film, Priyanka Chopra made cameo, lead actress didn’t work with him

২০১১ সালে অনুভব সিংহের পরিচালনায় প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘রা.ওয়ান’। এই ছবিতে শাহরুখের বিপরীতে অভিনয় করতে দেখা যায় করিনা কপূর খানকে।

০৩ ১৬
Know about Shah Rukh Khan’s one of the flop film, Priyanka Chopra made cameo, lead actress didn’t work with him

‘রা.ওয়ান’-ও অভিনয়ের আগেও শাহরুখ-করিনার জুটি নজর কেড়েছিল ‘অশোকা’ ছবিতে। তা ছাড়া ‘কভি খুশি কভি গম’ এবং ‘ডন’-এর মতো একাধিক হিন্দি ছবিতে দুই তারকা একসঙ্গে অভিনয় করেছেন।

০৪ ১৬
Know about Shah Rukh Khan’s one of the flop film, Priyanka Chopra made cameo, lead actress didn’t work with him

‘রা.ওয়ান’-এর পর আর শাহরুখের সঙ্গে কোনও ছবিতে অভিনয় করতে দেখা যায়নি করিনাকে। অনেকে বলাবলি করেন, ছবিটি ব্যবসা করতে পারেনি বলেই নাকি করিনা আর শাহরুখের সঙ্গে কোনও ছবিতে অভিনয় করেননি।

০৫ ১৬
Know about Shah Rukh Khan’s one of the flop film, Priyanka Chopra made cameo, lead actress didn’t work with him

বলিপাড়া সূত্রে খবর, ২০১১ সালে ভিএফএক্স প্রযুক্তির উচ্চ মানের ব্যবহার দেখা যায় ‘রা.ওয়ান’ ছবিতে। এই ছবি তৈরি করতে খরচ হয়েছিল ১৩০ কোটি টাকা।

০৬ ১৬
Know about Shah Rukh Khan’s one of the flop film, Priyanka Chopra made cameo, lead actress didn’t work with him

এক দশক আগে ‘রা.ওয়ান’ ছবি তৈরিতে এত খরচ হলেও মুক্তির পর বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে সেই ছবি। শুধু তাই নয়, শাহরুখের কেরিয়ারের অন্যতম ব্যর্থ ছবি হিসাবে ধরা হয় এই ছবিটিকে।

০৭ ১৬
Know about Shah Rukh Khan’s one of the flop film, Priyanka Chopra made cameo, lead actress didn’t work with him

বলিপাড়া সূত্রে খবর, ‘রা.ওয়ান’ ছবি মুক্তি পাওয়ার পর বক্স অফিসে ১১৪ কোটি টাকার ব্যবসা করে।

০৮ ১৬
Know about Shah Rukh Khan’s one of the flop film, Priyanka Chopra made cameo, lead actress didn’t work with him

‘রা.ওয়ান’ ছবিতে ক্যামিয়ো চরিত্রে অভিনয় করতে দেখা যায় শাহরুখের ‘চর্চিত’ প্রেমিকা প্রিয়ঙ্কা চোপড়া জোনাসকে।

০৯ ১৬
Know about Shah Rukh Khan’s one of the flop film, Priyanka Chopra made cameo, lead actress didn’t work with him

ছবি ব্যর্থ হওয়ার পর বলিপাড়ার একাংশ কটাক্ষ করে মন্তব্য করেছিলেন, ‘‘শাহরুখের প্রেমিকাও ছবিটিকে ফ্লপ হওয়ার হাত থেকে বাঁচাতে পারলেন না।’’

১০ ১৬
Know about Shah Rukh Khan’s one of the flop film, Priyanka Chopra made cameo, lead actress didn’t work with him

তবে বলিপাড়ার অধিকাংশের দাবি, ‘রা.ওয়ান’ ছবিটি যদি ১৩ বছর আগে মুক্তি না পেয়ে এই সময় মুক্তি পেত, তা হলে ভাল ব্যবসা করত। ঠিক সময় মুক্তি পায়নি বলেই ছবিটির এই দুর্দশা।

১১ ১৬
Know about Shah Rukh Khan’s one of the flop film, Priyanka Chopra made cameo, lead actress didn’t work with him

এক পুরনো সাক্ষাৎকারে ছবির পরিচালক অনুভবকে ‘রা.ওয়ান’ ছবির প্রসঙ্গে জিজ্ঞাসা করা হলে তিনি বলেছিলেন, ‘‘আমি শাহরুখকে হতাশ করেছি বলে আমার মনে হয়। আমার কাছে সুযোগ ছিল। কিন্তু আমি ভাল ছবি বানাতে পারিনি।’’

১২ ১৬
Know about Shah Rukh Khan’s one of the flop film, Priyanka Chopra made cameo, lead actress didn’t work with him

‘রা.ওয়ান’-এর সিকুয়েল বানানো হবে কি না তা নিয়ে প্রশ্ন করতে অনুভব বলেছিলেন, ‘‘এই ধরনের ছবি হঠাৎ করেই বানানো হয়। অত ভাবনাচিন্তা করে বানাতে পারি না। কিন্তু আমি তো আমার কেরিয়ারের ব্যর্থ ছবি তৈরি করে ফেললাম।’’

১৩ ১৬
Know about Shah Rukh Khan’s one of the flop film, Priyanka Chopra made cameo, lead actress didn’t work with him

‘রা.ওয়ান’ ছবিতে দ্বৈতচরিত্রে অভিনয় করেছিলেন শাহরুখ। এই ছবির প্রযোজনার দায়িত্বে ছিলেন শাহরুখের স্ত্রী গৌরী খান।

১৪ ১৬
Know about Shah Rukh Khan’s one of the flop film, Priyanka Chopra made cameo, lead actress didn’t work with him

ইতিমধ্যেই বলিউডে তিন দশক কাটিয়ে ফেলেছেন শাহরুখ। কেরিয়ারের ঝুলিতে ভরে ফেলেছেন ৮০টিরও বেশি ছবি।

১৫ ১৬
Know about Shah Rukh Khan’s one of the flop film, Priyanka Chopra made cameo, lead actress didn’t work with him

চার বছরের সাময়িক বিরতির পর ২০২৩ সালে পর পর ‘পাঠান’, ‘জওয়ান’ এবং ‘ডাংকি’— তিনটি ছবি মুক্তি পায় শাহরুখের। তবে চলতি বছরে শাহরুখের কোনও ছবি মুক্তি পায়নি।

১৬ ১৬
Know about Shah Rukh Khan’s one of the flop film, Priyanka Chopra made cameo, lead actress didn’t work with him

বলিপাড়া সূত্রে খবর, ২০২৬ সালের মাঝামাঝি সময়ে ‘কিং’ নামের একটি হিন্দি ছবিতে অভিনয় করতে দেখা যাবে শাহরুখকে। এই ছবির মাধ্যমে বড় পর্দায় পা রাখবেন শাহরুখ-কন্যা সুহানা খান।

সব ছবি: সংগৃহীত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE