Know about career and relationship of Indian former actress Asin Thottumkal dgtl
Asin
সলমনের সঙ্গে ঘনিষ্ঠতায় বলি তারকার সঙ্গে সম্পর্কে ভাঙন! ক্রিকেটারের সঙ্গেও নাম জড়িয়েছিল নায়িকার
চার বছর সম্পর্কে থাকার পর ২০১৬ সালের জানুয়ারি মাসে রাহুলের সঙ্গে গাঁটছড়া বাঁধেন আসিন। তাঁদের বিয়ে উপলক্ষে বরপক্ষ এবং কনেপক্ষ, দু’দিক থেকেই নিমন্ত্রিত ছিলেন অক্ষয় কুমার। বলিপাড়ার সকলেই জানতেন যে, রাহুল এবং আসিনের বিয়েতে ‘ঘটক’ হিসাবে কাজ করেছিলেন অক্ষয়।
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২৫ ১৩:১৮
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১২৮
এক সময় দক্ষিণী ফিল্মজগতের নামকরা অভিনেত্রী ছিলেন। ‘কলিউডের রানি’ হিসাবেও পরিচিতি ছিল তাঁর। কেরিয়ারের প্রথম হিন্দি ছবিতে রাতারাতি জনপ্রিয়তা পেয়েছিলেন তিনি। কিন্তু বলিপাড়ায় সাত বছরের অভিনয়যাত্রার পরেও উধাও হয়ে যান আসিন থোত্তুমকল। এখন কী করছেন তিনি?
০২২৮
১৯৮৫ সালের অক্টোবর মাসে কেরলের কোচিতে জন্ম আসিনের। সেখানেই বাবা-মায়ের সঙ্গে থাকতেন তিনি। তাঁর বাবা সিবিআই আধিকারিক ছিলেন। অবসরের পর শুরু করেন ব্যবসা। আসিনের মা পেশায় চিকিৎসক ছিলেন।
০৩২৮
তিন বছর বয়স থেকে ভরতনাট্যমে প্রশিক্ষণ নিতে শুরু করেন আসিন। তার পাশাপাশি কথাকলি এবং লোকনৃত্যও শিখেছেন তিনি। স্কুলে পড়াকালীন বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিতেন আসিন। পড়াশোনায় ভাল ছিলেন তিনি। তবে অভিনয়ের প্রতিও আগ্রহ ছিল তাঁর।
০৪২৮
১৪ বছর বয়স থেকে মডেলিং করতে শুরু করেন আসিন। একটি মোবাইল সংস্থার বিজ্ঞাপনে প্রথম অভিনয় করতে দেখা যায় আসিনকে। স্কুলের পড়াশোনা শেষ করার পর সরকারি চাকরির প্রস্তুতি নিতে চেয়েছিলেন আসিন। সেই সময় একটি মালয়ালম ছবিতে অভিনয়ের প্রস্তাব পান তিনি।
০৫২৮
কোচি থেকে স্কুল এবং কলেজের পড়াশোনা শেষ করেন আসিন। ইংরেজি সাহিত্য নিয়ে পড়াশোনা করে স্নাতক হন। তার পর পুরোপুরি অভিনয় নিয়েই কেরিয়ার গড়ে তোলেন। মালয়ালম ভাষার ছবির পাশাপাশি তামিল এবং তেলুগু ছবিতেও অভিনয় করতে দেখা গিয়েছে তাঁকে।
০৬২৮
দক্ষিণী ফিল্মজগতে নায়িকা হিসাবে জনপ্রিয়তা অর্জন করার পর বলিউডে পা রাখেন আসিন। কেরিয়ারের প্রথম ছবি আমির খানের সঙ্গে। ২০০৮ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘গজনী’। এই ছবিতে আমিরের বিপরীতে অভিনয় করে বিপুল প্রশংসা অর্জন করেন আসিন।
০৭২৮
২০০৫ সালে মুক্তি পাওয়া তামিল ছবি ‘গজনী’র রিমেক হিসাবে বানানো হয় আমিরের ‘গজনী’। মূল ছবিতেও মুখ্যচরিত্রে অভিনয় করেছিলেন আসিন। বলিউডে পা রাখার পর আর ফিরে তাকাতে হয়নি আসিনকে। একের পর এক হিন্দি ছবিতে অভিনয়ের প্রস্তাব পেতে শুরু করেন তিনি।
০৮২৮
আমির খানের সঙ্গে বলিউডে অভিনয়ের সফর শুরু। অক্ষয় কুমার, সলমন খান, অজয় দেবগণের মতো অভিনেতাদের সঙ্গেও কাজ করেছেন তিনি। অধিকাংশ ছবিই বলিউডে ভাল ব্যবসা করেছিল। কেরিয়ারের পাশাপাশি আসিনের ব্যক্তিগত জীবন নিয়েও চর্চার অন্ত ছিল না। কখনও তাঁর নাম জড়িয়েছিল ভারতীয় ক্রিকেটারের সঙ্গে, কখনও বলি অভিনেতার সঙ্গে।
০৯২৮
কানাঘুষো শোনা যায়, আসিনের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন ক্রিকেটার মহেন্দ্র সিংহ ধোনি। আসিন এবং ধোনি দু’জনেই একটি নামী পোশাক সংস্থার প্রচারের মুখ ছিলেন। কাজের সূত্রেই দু’জনের আলাপ হয়। ক্রমশ সেই আলাপ গড়িয়ে যায় বন্ধুত্বে।
১০২৮
বলিপাড়ার গুঞ্জন, ২০১০ সালে আইপিএল সেমিফাইনাল চলার সময় নাকি আসিনের বাড়িতেও গিয়েছিলেন ধোনি। সেই বছরই সাক্ষীকে বিয়ে করেন ধোনি। ২০১১ সালে আবার আসিনকে দেখা যায় ধোনির সঙ্গে। যদিও নায়িকা এই প্রসঙ্গে জানিয়েছিলেন যে, ধোনিকে শুভেচ্ছা জানাতে গিয়েছিলেন তিনি। কিন্তু বলিপাড়ার একাংশের দাবি, আসিনের সঙ্গে গোপনে সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন ধোনি। পরে তা ভেঙেও যায়।
১১২৮
বলিপাড়ার অন্দরমহলে কান পাতলে শোনা যায়, বলি অভিনেতা নীল নিতিন মুকেশের প্রেমে পড়েছিলেন আসিন। নীলের সঙ্গে আসিনের প্রেমের কাহিনি আলোচিত হয়েছিল বি-টাউনে। কিন্তু সেই সম্পর্ক বেশি দিন টেকেনি। শোনা গিয়েছিল, বলিউডের ‘ভাইজান’ সলমন খানের কারণেই নাকি নীলের সঙ্গে সম্পর্কে দাঁড়ি টানেন আসিন।
১২২৮
২০১১ সালে প্রেক্ষাগৃহে মুক্তিপ্রাপ্ত ‘রেডি’ ছবিতে সলমনের নায়িকা ছিলেন আসিন। বক্স অফিস কাঁপিয়েছিল সলমনের এই ছবি। শোনা যায়, ‘রেডি’র সাফল্যের পর থেকেই নাকি সলমনের নজরে পড়েছিলেন আসিন। সলমনের সঙ্গে আসিনের ঘনিষ্ঠতা বেড়েছিল। সেই সময় আবার নীলের সঙ্গে সম্পর্কে ছিলেন আসিন।
১৩২৮
সলমনের সঙ্গে আসিনের ঘনিষ্ঠতার খবর প্রকাশ্যে আসতে শুরু করে সেই সময়ে। এমনও গুঞ্জন ছড়িয়েছিল যে, আসিন এবং সলমনের মধ্যে নাকি প্রেমের সম্পর্ক রয়েছে। তবে তাতে সিলমোহর পড়েনি। সলমনের সঙ্গে আসিনের এ হেন ‘ঘনিষ্ঠতা’ একেবারেই পছন্দ করেননি নীল। এ কথা আসিনকে জানিয়েছিলেন অভিনেতা।
১৪২৮
বাড়িতে বিভিন্ন সময় পার্টির আয়োজন করতেন সলমন। সেই পার্টিতে আমন্ত্রণ জানানো হত আসিনকে। নিমন্ত্রণ রক্ষার্থে ‘ভাইজানের’ বাড়িতে যেতেন আসিন। কিন্তু তা পছন্দ করতেন না নীল। শোনা যায়, একে অপরকে মাঝেমধ্যেই দামি উপহার দিতেন সলমন এবং আসিন। এমনকি, মুম্বইয়ে ফ্ল্যাট কেনার সময় নাকি আসিনকে সাহায্য করেছিলেন সলমন।
১৫২৮
কানাঘুষো শোনা যেতে থাকে, সলমনের সঙ্গে মেলামেশা করতে আসিনকে বারণ করেছিলেন নীল। এই আপত্তি নাকি ভাল ভাবে গ্রহণ করেননি আসিন। তা নিয়েই আসিনের সঙ্গে মতানৈক্য বাধে নীলের। নীলের কোনও কথাই শুনতে চাননি নায়িকা। তার জেরে দু’জনের সম্পর্কে শৈত্য আসে। ক্রমে দূরত্ব তৈরি হয় দুই তারকার মধ্যে। শোনা গিয়েছিল, মোবাইলে মেসেজ করে রাতারাতি সম্পর্ক শেষের কথা অভিনেতাকে জানিয়ে দিয়েছিলেন আসিন।
১৬২৮
নীলের সঙ্গে বিচ্ছেদের পর জীবনে থিতু হতে চেয়েছিলেন আসিন। সংসার করতে চেয়েছিলেন তিনি। আসিন যে পাত্রের সন্ধান করছেন তা বলি অভিনেতা অক্ষয় কুমারকে এক বার জানিয়েছিলেন নায়িকা।
১৭২৮
২০১২ সালে মুক্তিপ্রাপ্ত ‘খিলাড়ি ৭৮৬’ ছবিতে অক্ষয়ের সঙ্গে অভিনয় করেছিলেন আসিন। শুটিংয়ের ফাঁকে আসিন অভিনেতাকে জানিয়েছিলেন যে, বিয়ে করার চিন্তাভাবনা করছেন তিনি। আসিনের এই কথাটি মনে রেখে দিয়েছিলেন অক্ষয়। একই বছর মুক্তি পায় ‘হাউসফুল ২’ ছবিটি। ছবির প্রচারের জন্য বিমানে চেপে যাচ্ছিলেন অক্ষয় এবং আসিন। সেই সময় রাহুল শর্মা নামের এক ব্যক্তির সঙ্গে আসিনের আলাপ করিয়ে দেন অক্ষয়।
১৮২৮
নিজের বন্ধু বলেই রাহুলের পরিচয় দিয়েছিলেন অক্ষয়। প্রথম আলাপে রাহুলকে দেখে মাটির মানুষ বলে মনে করেছিলেন আসিন। রাহুলের আচরণ পছন্দ হয়েছিল আসিনের। কিন্তু অক্ষয়ের এই বন্ধুর আসল পরিচয় জানতেন না আসিন।
১৯২৮
পরে আসিন জানতে পারেন যে, রাহুল আসলে এক নামী মোবাইল সংস্থার মালিক। তাঁর বিমানে চেপেই ছবির প্রচারে যাচ্ছেন আসিনরা। রাহুলের আসল পরিচয় জেনে অবাক হয়ে যান অভিনেত্রী। এত বড় পদে কর্মরত হয়েও কোনও অহঙ্কার নেই রাহুলের, এই আচরণই আসিনের মনে ধরে।
২০২৮
ছবির প্রচারের অনুষ্ঠান চলাকালীন দু’-তিন বার রাহুলের সঙ্গে আসিনের কথা হয়। তার পর ফোনে কথা বলা শুরু করেন দু’জনে। কয়েক বার কথা বলার পর আসিনকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়ে ফেলেন রাহুল। আসিন এক পুরনো সাক্ষাৎকারে বলেছিলেন, ‘‘রাহুল খুব তাড়াতাড়ি সঠিক সিদ্ধান্ত নিতে পারে। আমার সঙ্গে কথা বলার পরেই ও নিশ্চিত হয়ে গিয়েছিল যে, আমাকেই বিয়ে করবে।’’ আসিনকে মনের কথা জানানোর পর অভিনেত্রীর বাবা-মায়ের সঙ্গে দেখা করেছিলেন রাহুল। দু’পক্ষের পরিবারের মত নিয়ে বিয়ের সিদ্ধান্ত নিয়ে ফেলেন তাঁরা।
২১২৮
অনেকে মনে করেন যে, আসিনের জীবনের প্রেমকাহিনিও অনেকটা ‘গজনী’ ছবির চিত্রনাট্যের মতো। ছবিতেও দেখা গিয়েছে যে, টেলিকম সংস্থার মালিকের সঙ্গে নায়িকা সম্পর্কে জড়িয়েছিল। সেই সম্পর্ক পূর্ণতা পায়নি বড় পর্দায়। কিন্তু আসিনের জীবনে সেই প্রেম পূর্ণতা পেয়ে গড়িয়েছে বিয়ের পিঁড়ি পর্যন্ত।
২২২৮
দিল্লির একটি বিলাসবহুল হোটেলে আসিনকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন রাহুল। বলিপাড়া সূত্রে খবর, নায়িকাকে চমকে দেবেন বলে ‘ট্রেজ়ার হান্ট’ খেলার আয়োজন করেছিলেন রাহুল। আসিন যখন ‘ট্রেজ়ার হান্ট’-এর অন্তিম পর্বে এসে পৌঁছেন, তখন দেখতে পান দক্ষিণী সাজপোশাকে তাঁর সামনে হাঁটু গেড়ে বসে রয়েছেন রাহুল। হাতে ২০ ক্যারাটের হিরের আংটি। সেই আংটি দিয়েই আসিনকে বিয়ের প্রস্তাব দেন তিনি।
২৩২৮
চার বছর সম্পর্কে থাকার পর ২০১৬ সালের জানুয়ারি মাসে রাহুলের সঙ্গে গাঁটছড়া বাঁধেন আসিন। তাঁদের বিয়ে উপলক্ষে বরপক্ষ এবং কনেপক্ষ, দু’দিক থেকেই নিমন্ত্রিত ছিলেন অক্ষয়। বলিপাড়ার সকলেই জানতেন যে, রাহুল এবং আসিনের বিয়েতে ‘ঘটক’ হিসাবে কাজ করেছিলেন অক্ষয়।
২৪২৮
বিয়ের এক বছর পর এক কন্যাসন্তানের জন্ম দেন আসিন। বিয়ের পর অভিনয় থেকে অবসর নিয়ে নেন নায়িকা। কানাঘুষো শোনা যায়, দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে আর কাজ পাচ্ছিলেন না আসিন। বলিউডে বড় মাপের অভিনেতাদের সঙ্গে কাজ করার সুযোগ পেলেও পরের দিকে আর অভিনয়ের প্রস্তাব পেতেন না তিনি।
২৫২৮
বিয়ের পর ব্যক্তিগত জীবনে মন দেন আসিন। যখন তিনি স্বামী-কন্যা-সংসার নিয়ে ব্যস্ত, তখনই ছড়িয়ে পড়ে আসিনের বিয়ে ভাঙার গুঞ্জন। গুঞ্জনের সূত্রপাত অভিনেত্রীর সমাজমাধ্যমের পাতা থেকে। অভিনেত্রী নিজের ইনস্টাগ্রাম থেকে স্বামীর সঙ্গে অধিকাংশ ছবি হঠাৎ সরিয়ে ফেলেছিলেন। এমনকি, বিয়ের ছবিগুলিও মুছে ফেলেছিলেন তিনি। তার পর থেকেই ছড়িয়ে পড়ে বিচ্ছেদের জল্পনা।
২৬২৮
বলিপাড়ার একাংশের দাবি, আসিন আগেও তাঁর ব্যক্তিগত জীবনের ছবি সমাজমাধ্যমের পাতা থেকে মুছে ফেলেছেন। আচমকা এই খবর ছড়িয়ে পড়ায় মুখ খুলেছিলেন আসিনও। তিনি বিবাহবিচ্ছেদের প্রসঙ্গে জানিয়েছিলেন, রাহুলের সঙ্গে সুখে সংসার করছেন তিনি। তাঁদের সম্পর্ক ভাঙা প্রশ্নাতীত।
২৭২৮
২০১৫ সালে শেষ বারের মতো বড় পর্দায় দেখা গিয়েছিল আসিনকে। ছবির নাম ‘অল ইজ় ওয়েল’। বলি অভিনেতা অভিষেক বচ্চনের সঙ্গে এই ছবিতে অভিনয় করেছিলেন তিনি। তার পর আর কোনও ছবিতে অভিনয় করতে দেখা যায়নি আসিনকে।
২৮২৮
অভিনয় থেকে অবসর নিলেও সমাজমাধ্যমে আসিনের অনুগামীর সংখ্যা নজরে পড়ার মতো। ইতিমধ্যেই ইনস্টাগ্রামের পাতায় নায়িকার অনুগামীর সংখ্যা ১০ লক্ষের গণ্ডি পার করে ফেলেছে।