Advertisement
০৫ নভেম্বর ২০২৪
Pathaan

বেশরম রং থেকে ঝুমে জো, শিল্পা থেকে অরিজিৎ… নেপথ্যের পাঠানদের চেনেন?

‘বেশরম রং’ এবং ‘ঝুমে জো পাঠান’— শিল্পা রাও এবং অরিজিৎ সিংহের কণ্ঠে এই গান দু’টি শ্রোতাদের কাছে প্রিয় হয়ে উঠেছে।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ২৯ জানুয়ারি ২০২৩ ১৭:০৪
Share: Save:
০১ ১৮
‘পাঠান’ ছবির ট্রেলার মুক্তির পর চারিদিকে হইহট্টগোল। ৪ বছর পর শাহরুখ খান বড় পর্দায় আসছেন বলে সমাজমাধ্যমে শাহরুখ অনুরাগীদের উচ্ছ্বাসের বহিঃপ্রকাশের অন্ত ছিল না। কিন্তু ছবির একটি গান মুক্তি পেতেই সেই উচ্ছ্বাসের রংবদল হতে থাকে।

‘পাঠান’ ছবির ট্রেলার মুক্তির পর চারিদিকে হইহট্টগোল। ৪ বছর পর শাহরুখ খান বড় পর্দায় আসছেন বলে সমাজমাধ্যমে শাহরুখ অনুরাগীদের উচ্ছ্বাসের বহিঃপ্রকাশের অন্ত ছিল না। কিন্তু ছবির একটি গান মুক্তি পেতেই সেই উচ্ছ্বাসের রংবদল হতে থাকে।

০২ ১৮
ট্রেলার মুক্তি পাওয়ার কিছু দিন পর ‘বেশরম রং’ গানটি মুক্তি পায়। ‘পাঠান’ ছবির এই গানটি প্রথম মুক্তি পাওয়ার পর শোরগোল পড়ে যায়। ছবি বয়কট করার রব তোলে একাংশ। কিন্তু গান নিয়ে কোনও সমস্যা তৈরি হয়নি। সমস্যার সূত্রপাত নাচের দৃশ্যে। অভিনেত্রীর পোশাকে।

ট্রেলার মুক্তি পাওয়ার কিছু দিন পর ‘বেশরম রং’ গানটি মুক্তি পায়। ‘পাঠান’ ছবির এই গানটি প্রথম মুক্তি পাওয়ার পর শোরগোল পড়ে যায়। ছবি বয়কট করার রব তোলে একাংশ। কিন্তু গান নিয়ে কোনও সমস্যা তৈরি হয়নি। সমস্যার সূত্রপাত নাচের দৃশ্যে। অভিনেত্রীর পোশাকে।

০৩ ১৮
গেরুয়া রঙের মনোকিনি পোশাক পরে এমন লাস্যময়ী ভঙ্গিতে নাচ করেছেন বলে বিতর্কে জড়িয়েছিলেন দীপিকা পাড়ুকোন। প্রতিবাদ এমন পর্যায়ে পৌঁছয় যে শাহরুখের পরলৌকিক ক্রিয়াও করা হয়। কিন্তু বয়কট এবং বিতর্ক পার করেও প্রতি দিন নজির গড়ে চলেছে ‘পাঠান’।

গেরুয়া রঙের মনোকিনি পোশাক পরে এমন লাস্যময়ী ভঙ্গিতে নাচ করেছেন বলে বিতর্কে জড়িয়েছিলেন দীপিকা পাড়ুকোন। প্রতিবাদ এমন পর্যায়ে পৌঁছয় যে শাহরুখের পরলৌকিক ক্রিয়াও করা হয়। কিন্তু বয়কট এবং বিতর্ক পার করেও প্রতি দিন নজির গড়ে চলেছে ‘পাঠান’।

০৪ ১৮
যে গান নিয়েও এত বিতর্ক, তা-ও লোকের মুখে মুখে ফিরছে। ‘বেশরম রং’ গানের দৃশ্যে অবশ্য সামান্য বদল হয়েছে। দীপিকা তাঁর মনোকিনি পোশাকের উপর একটি স্যারং চাপিয়ে নাচের বাকি দৃশ্যটুকু শুট করেন।

যে গান নিয়েও এত বিতর্ক, তা-ও লোকের মুখে মুখে ফিরছে। ‘বেশরম রং’ গানের দৃশ্যে অবশ্য সামান্য বদল হয়েছে। দীপিকা তাঁর মনোকিনি পোশাকের উপর একটি স্যারং চাপিয়ে নাচের বাকি দৃশ্যটুকু শুট করেন।

০৫ ১৮
শিল্পা রাওয়ের কণ্ঠে ‘বেশরম রং’ গানটি ছবিতে বেশ সুন্দর ব্যবহার করা হয়েছে।

শিল্পা রাওয়ের কণ্ঠে ‘বেশরম রং’ গানটি ছবিতে বেশ সুন্দর ব্যবহার করা হয়েছে।

০৬ ১৮
‘বেশরম রং’ গানটির সঙ্গীত পরিচালনার দায়িত্বে ছিলেন বিশাল-শেখর। তবে, এই গানের কথা লিখেছেন কুমার।

‘বেশরম রং’ গানটির সঙ্গীত পরিচালনার দায়িত্বে ছিলেন বিশাল-শেখর। তবে, এই গানের কথা লিখেছেন কুমার।

০৭ ১৮
এই গান কোরিয়োগ্রাফের দায়িত্বে ছিলেন বৈভবী মার্চেন্ট।

এই গান কোরিয়োগ্রাফের দায়িত্বে ছিলেন বৈভবী মার্চেন্ট।

০৮ ১৮
‘বেশরম রং’ গানের প্রথম দু’কলি স্প্যানিশ ভাষায় গাওয়া। ছবির প্রয়োজনেই এই ভাষা গানটিতে ব্যবহার করা হয়েছে।

‘বেশরম রং’ গানের প্রথম দু’কলি স্প্যানিশ ভাষায় গাওয়া। ছবির প্রয়োজনেই এই ভাষা গানটিতে ব্যবহার করা হয়েছে।

০৯ ১৮
স্প্যানিশ ভাষায় গানের কথা লিখেছিলেন বিশাল দাদলানি।

স্প্যানিশ ভাষায় গানের কথা লিখেছিলেন বিশাল দাদলানি।

১০ ১৮
স্প্যানিশ ভাষায় গানের ওইটুকু অংশ গেয়েছেন ক্যারালিসা মন্তেয়িরো।

স্প্যানিশ ভাষায় গানের ওইটুকু অংশ গেয়েছেন ক্যারালিসা মন্তেয়িরো।

১১ ১৮
দু’দশক ধরে বলিউডের সঙ্গীতজগতের সঙ্গে যুক্ত রয়েছেন ক্যারালিসা। এখনও পর্যন্ত প্রায় ৭ হাজার জিঙ্গলে সুর দিয়েছেন তিনি।

দু’দশক ধরে বলিউডের সঙ্গীতজগতের সঙ্গে যুক্ত রয়েছেন ক্যারালিসা। এখনও পর্যন্ত প্রায় ৭ হাজার জিঙ্গলে সুর দিয়েছেন তিনি।

১২ ১৮
২০০১ সালে ‘দিল চাহতা হ্যায়’ ছবিতে প্রথম কাজ করেছিলেন ক্যারালিসা। ‘জানে কিঁউ’ গানটিতে কোরাস গেয়েছিলেন তিনি।

২০০১ সালে ‘দিল চাহতা হ্যায়’ ছবিতে প্রথম কাজ করেছিলেন ক্যারালিসা। ‘জানে কিঁউ’ গানটিতে কোরাস গেয়েছিলেন তিনি।

১৩ ১৮
তার পর ‘ওম শান্তি ওম’, ‘নিউ ইয়র্ক’, ‘ব্রেক কে বাদ’, ‘আনজানা আনজানি’ ছবিতে গান গেয়েছেন ক্যারালিসা। ‘বেফিকরে’ ছবির একটি গানে ফরাসি ভাষায় সামান্য অংশ গেয়েছিলেন তিনি।

তার পর ‘ওম শান্তি ওম’, ‘নিউ ইয়র্ক’, ‘ব্রেক কে বাদ’, ‘আনজানা আনজানি’ ছবিতে গান গেয়েছেন ক্যারালিসা। ‘বেফিকরে’ ছবির একটি গানে ফরাসি ভাষায় সামান্য অংশ গেয়েছিলেন তিনি।

১৪ ১৮
‘পাঠান’ ছবির আরও একটি সুপারহিট গান ‘ঝুমে জো পাঠান’। সিনেমার শেষ দৃশ্যে এই গানের ব্যবহার বেশ মনোরঞ্জক।

‘পাঠান’ ছবির আরও একটি সুপারহিট গান ‘ঝুমে জো পাঠান’। সিনেমার শেষ দৃশ্যে এই গানের ব্যবহার বেশ মনোরঞ্জক।

১৫ ১৮
‘ঝুমে জো পাঠান’ গানটির কথা লিখেছেন কুমার এবং সঙ্গীত পরিচালনার দায়িত্বে ছিলেন বিশাল-শেখর।

‘ঝুমে জো পাঠান’ গানটির কথা লিখেছেন কুমার এবং সঙ্গীত পরিচালনার দায়িত্বে ছিলেন বিশাল-শেখর।

১৬ ১৮
এই গানে সুকৃতী কক্করের সঙ্গে গলা মেলাতেও দেখা গিয়েছে বিশাল-শেখরকে।

এই গানে সুকৃতী কক্করের সঙ্গে গলা মেলাতেও দেখা গিয়েছে বিশাল-শেখরকে।

১৭ ১৮
তবে, যাঁর কথা না বললেই নয়, তিনি হলেন ‘ঝুমে জো পাঠান’ গানের মূল গায়ক অরিজিৎ সিংহ।

তবে, যাঁর কথা না বললেই নয়, তিনি হলেন ‘ঝুমে জো পাঠান’ গানের মূল গায়ক অরিজিৎ সিংহ।

১৮ ১৮
‘ব্রহ্মাস্ত্র’ ছবির দ্বিতীয় পর্বে ‘ডান্স কা ভূত’ গানটির পর আবার একটি জাঁকজমকপূর্ণ গান নিয়ে ‘পাঠান’ ছবিতে ফিরেছেন অরিজিৎ। এই গানটিও ‘বেশরম রং’-এর মতোই শ্রোতাদের মনে জায়গা করে নিয়েছে।

‘ব্রহ্মাস্ত্র’ ছবির দ্বিতীয় পর্বে ‘ডান্স কা ভূত’ গানটির পর আবার একটি জাঁকজমকপূর্ণ গান নিয়ে ‘পাঠান’ ছবিতে ফিরেছেন অরিজিৎ। এই গানটিও ‘বেশরম রং’-এর মতোই শ্রোতাদের মনে জায়গা করে নিয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE