ব্যাঙ্ক লুট করবার পরিকল্পনা করলে অনেক আটঘাট বেঁধে নামে ডাকাতের দল। তবে ব্যাঙ্ক ডাকাতির পরিকল্পনা করলে প্রথমেই এক জনের মাথায় আসবে যে, কী কী নিয়ে তিনি ব্যাঙ্ক লুট করতে যাবেন। তার মধ্যে থাকতে পারে অস্ত্র, মুখোশ, বিশেষ চাবি ইত্যাদি। একই সঙ্গে সিনেমা এবং বিভিন্ন ওয়েব সিরিজের সৌজন্যে সাধারণ মানুষের মনেও সম্যক ধারণা তৈরি হয়েছে যে, এক জন ডাকাত কী নিয়ে ডাকাতি করতে যেতে পারেন। তবে একটা জিনিস যা এক জন মানুষ কল্পনাও করতে পারবেন না, তা হল, এক জন ডাকাত একটি মাত্র ফল নিয়ে ব্যাঙ্ক ডাকাতি করেতে গিয়েছেন এবং সফলও হয়েছেন।