Advertisement
১৪ জানুয়ারি ২০২৫
Vladimir Putin

গোটা বিশেক প্রাসাদ, ৭০০ গাড়ি, ৫৮ বিমান, ইয়ট! অবাক করবে বিশ্বের ‘সবচেয়ে’ ধনী রাজনীতিবিদের সম্পত্তি

রাশিয়ার এক সূত্রকে উদ্ধৃত করে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন বলছে, পুতিনের ব্যক্তিগত সম্পদের পরিমাণ ২০ হাজার কোটি ডলার।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৫ জানুয়ারি ২০২৪ ১০:৫৬
Share: Save:
০১ ২৫
Is Vladimir Putin richest politician of world

বিশ্বের সবচেয়ে ধনী রাজনৈতিক ব্যক্তি কে? তা নিয়ে জল্পনা এবং গুজব দীর্ঘ দিনের। প্রায়শই অমুক রাজনীতিবিদ সবচেয়ে বিত্তশালী, তমুক রাজনীতিবিদের সম্পত্তির পরিমাণ সবচেয়ে বেশি বলে হিসাব উঠে আসে বিভিন্ন সমীক্ষায়।

০২ ২৫
Is Vladimir Putin richest politician of world

সে রকমই এক সূত্র জানাচ্ছে বিশ্বের ‘সবচেয়ে’ ধনী রাজনীতিবিদ, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

০৩ ২৫
Is Vladimir Putin richest politician of world

সরকারি হিসাব অনুযায়ী, বেতন বাবদ পুতিনের বার্ষিক আয় এক লক্ষ ৪০ হাজার ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ১ কোটি ১৭ লক্ষ টাকা)।

০৪ ২৫
Is Vladimir Putin richest politician of world

খাতায়-কলমে পুতিনের সম্পত্তি বলতে একটি ৮০০ বর্গফুটের অ্যাপার্টমেন্ট, একটি ট্রেলার (বড় ট্রাক) এবং তিনটি গাড়ি।

০৫ ২৫
Is Vladimir Putin richest politician of world

কিন্তু বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী, পুতিনের মোট সম্পত্তির পরিমাণ আকাশছোঁয়া। জীবনযাপনও বিলাসবহুল। পুতিনের সম্পত্তি নিয়ে ছড়িয়ে রয়েছে বহু গুজবও।

০৬ ২৫
Is Vladimir Putin richest politician of world

ফোর্বস-এর ‘মোস্ট পাওয়ারফুল পিপল’-এর তালিকায় নাম রয়েছে পুতিনের। রাজনৈতিক উদ্দেশ্যে নিজের সম্পত্তির পরিমাণ অনেক কমিয়ে জানালেও পানামানিয়ান ব্যাঙ্কে পুতিনের অ্যাকাউন্ট, তাঁর বিলাসী জীবন ও খরচের বহর জানান দেয়, তাঁর সম্পত্তির পরিমাণ প্রচুর।

০৭ ২৫
Is Vladimir Putin richest politician of world

রাশিয়ার এক সূত্রকে উদ্ধৃত করে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন বলছে, পুতিনের ব্যক্তিগত সম্পদের পরিমাণ ২০ হাজার কোটি ডলার।

০৮ ২৫
Is Vladimir Putin richest politician of world

প্রতিবেদন অনুযায়ী, রাশিয়ার ওই সূত্র ১৯৯০-এর দশকের এক জন খ্যাতনামী বিনিয়োগকারী। তাঁর দাবির পরে পুতিনের সম্পত্তি নিয়ে বহু দিন ধরে থাকা রহস্য আরও গভীর হয়েছে।

০৯ ২৫
Is Vladimir Putin richest politician of world

প্রতিবেদন অনুযায়ী, পুতিনের সমস্ত সম্পত্তির মধ্যে সব থেকে মূল্যবান কৃষ্ণসাগরের তটে এবং পাহাড়ের কোলে থাকা একটি প্রাসাদ। সেই প্রাসাদ পরিচিত ‘পুতিন’স কান্ট্রি কটেজ’ নামে।

১০ ২৫
Is Vladimir Putin richest politician of world

১৭ হাজার ৬৯১ বর্গমিটার এলাকা জুড়ে রয়েছে প্রাসাদটি। ক্যাসিনো, আঙুরের ক্ষেত থেকে শুরু করে গির্জা, এমনকি নিজস্ব বন্দরও রয়েছে প্রাসাদে। যেন একটি আলাদা শহর এই প্রাসাদ।

১১ ২৫
Is Vladimir Putin richest politician of world

বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী, গ্রিক দেবতাদের মূর্তিতে সজ্জিত ওই প্রাসাদের অন্দরে একটি মার্বেল সুইমিং পুল, একটি অ্যাম্ফিথিয়েটার, একটি অত্যাধুনিক বরফ-হকি খেলার ময়দান, একটি ক্যাসিনো, এমনকি নৈশক্লাব রয়েছে।

১২ ২৫
Is Vladimir Putin richest politician of world

পুতিনের প্রাসাদের অন্দরে যে আসবাবপত্র রয়েছে, তার মূল্যই নাকি ৫০ লক্ষ ডলার। যার মধ্যে শুধুমাত্র মদ্যপানের জন্য একটি ৫৪ হাজার ডলারের টেবিল রাখা রয়েছে।

১৩ ২৫
Is Vladimir Putin richest politician of world

প্রাসাদের ভিতরে যে শৌচাগারগুলি রয়েছে, সেগুলিও নামীদামি জিনিসপত্রে ভর্তি। শৌচাগার পরিষ্কার রাখার জন্য যে ব্রাশ ব্যবহার করা হয়, সেটির দামই নাকি লাখ টাকার কাছাকাছি।

১৪ ২৫
Is Vladimir Putin richest politician of world

ইটালি থেকে আনানো ওই ব্রাশ ছাড়াও মহার্ঘ সাবান, তেল, শ্যাম্পু, সুগন্ধিও রয়েছে শৌচাগারগুলির ভিতরে।

১৫ ২৫
Is Vladimir Putin richest politician of world

চোখধাঁধানো কারুকার্য এবং আসবাবে ঠাসা ওই রাজকীয় প্রাসাদের মেঝে তৈরি হয়েছে ঝলমলে ইটালীয় মার্বেল দিয়ে।

১৬ ২৫
Is Vladimir Putin richest politician of world

সংবাদমাধ্যম ‘ফরচুন’-এর প্রতিবেদন অনুযায়ী, ওই প্রাসাদের গরিমা বজায় রাখতে নাকি ৪০ জন কর্মী নিয়োগ করা হয়েছে। যাঁদের বার্ষিক বেতন ২০ লক্ষ ডলারের বেশি।

১৭ ২৫
Is Vladimir Putin richest politician of world

তবে ওই প্রাসাদ নিয়ে বিতর্কও রয়েছে বহু। রাশিয়ার বিরোধী নেতা আলেক্সেই নাভালনির দাবি ঘুষের টাকায় তৈরি এই প্রাসাদ তৈরি হয়েছে। তার পরই তেতে উঠেছিল সারা দেশ।

১৮ ২৫
Is Vladimir Putin richest politician of world

নাভালনির দাবি, রাশিয়ার ক্রাসনোদরের কাছে গেলেন্দঝিক নামে শহরে রয়েছে সেই প্রাসাদ। যা তৈরিতে খরচ হয়েছে ১৩৫ কোটি ডলার। তাঁর আরও দাবি, পুতিনের ঘনিষ্ঠ লোকজন ঘুষের টাকা দিয়ে পুতিনের জন্য এই প্রাসাদ বানিয়ে দিয়েছেন। পুতিনই নাকি এই প্রাসাদের একমাত্র মালিক।

১৯ ২৫
Is Vladimir Putin richest politician of world

গত ১৫ বছর ধরে তৈরি হয়েছে প্রাসাদটি। এই প্রাসাদের উপর দিয়ে কোনও বিমান যাতায়াতের অনুমতি নেই। এমনকি যে কোনও জলযানকে নাকি প্রাসাদ থেকে অন্তত ৮ কিলোমিটার দূরে দাঁড়িয়ে পড়তে হবে। এমনটাই দাবি নাভালনির।

২০ ২৫
Is Vladimir Putin richest politician of world

অনেকেই সেই রাজপ্রাসাদ পুতিনের বলে দাবি করলেও, ক্রেমলিনের তরফে সেই দাবির সত্যতা স্বীকার করা হয়নি। ক্রেমলিনের দাবি, পুতিন কেন তাঁর কোনও নিকট বা দূরের আত্মীয়ের সঙ্গেও ওই প্রাসাদের সম্পর্ক নেই।

২১ ২৫
Is Vladimir Putin richest politician of world

শোনা যায়, পুতিনের সম্পত্তির তালিকায় ওই প্রাসাদ ছাড়়া আরও ১৯টি বাড়ি রয়েছে।

২২ ২৫
Is Vladimir Putin richest politician of world

এ ছাড়াও নাকি রয়েছে ৭০০টি গাড়ি, ৫৮টি বিমান ও হেলিকপ্টার এবং প্রায় ৭২ কোটি টাকা মূল্যের একটি বিলাসবহুল বিমান। জল্পনা রয়েছে, ওই বিমানটি ‘দ্য ফ্লাইং ক্রেমলিন’ নামেও পরিচিত।

২৩ ২৫
Is Vladimir Putin richest politician of world

পুতিনের কাছে একটি বিলাসবহুল জলযান রয়েছে বলেও শোনা যায়। ‘দ্য শেহরাজাদে’ নামে পুতিনের ওই বিলাসবহুল ইয়টের দাম নাকি ৭০ কোটি টাকা।

২৪ ২৫
Is Vladimir Putin richest politician of world

পুতিনের ঘড়ির সংগ্রহও নজর কাড়ার মতো। পুতিনের ঘড়ির সংগ্রহশালায় ৫০ লক্ষ ডলারের একটি ঘড়ি রয়েছে বলেও শোনা যায়। হিসাব বলছে, শুধু সেই ঘড়িটির দামই পুতিনের বার্ষিক বেতনের কয়েক গুণ।

২৫ ২৫
Is Vladimir Putin richest politician of world

কিন্তু সত্যিই কি পুতিনের এত সম্পত্তি রয়েছে? থাকলেও তা কোথা থেকে এল? রাশিয়ার একনায়ককে নিয়ে থাকা বহু ধোঁয়াশার মতো এ-ও এক রহস্য।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy