IPL 2021: The records and achievements of Virat Kohli dgtl
Virat Kohli
IPL 2021: বিদায় অধিনায়ক কোহলী, রেখে গেলেন অনেক কীর্তি, রেকর্ড
আইপিএল-এ একটি অধ্যায়ের শেষ হল সোমবার। ১১ বছর রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের অধিনায়কত্ব করার পর সরে গেলেন বিরাট কোহলী।
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১২ অক্টোবর ২০২১ ১১:২৮
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১৫
অধিনায়ক হিসেবে আইপিএল-এ শেষ ম্যাচ খেলে ফেললেন বিরাট কোহলী। সোমবার কলকাতা নাইট রাইডার্সের কাছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর হেরে যেতেই অধিনায়ক কোহলীর বিদায় হয়ে যায়।
০২১৫
২০১৩ সালে নিউজিল্যান্ডের প্রাক্তন অধিনায়ক ড্যানিয়েল ভেট্টরির জায়গায় আরসিবি-র অধিনায়ক হন কোহলী। তারপর ১১ বছর বেঙ্গালুরুর অধিনায়কত্ব করেছেন তিনি।
০৩১৫
অধিনায়ক হিসেবে আইপিএল-এ ১৪০টি ম্যাচ খেলেছেন কোহলী। জিতেছেন ৬৬টি, হারতে হয়েছে ৭০টি ম্যাচে। পরিত্যক্ত হয়েছে চারটি ম্যাচ। তাঁর নেতৃত্বে আরসিবি-র জয়ের শতকরা হার ৪৮.৫২ শতাংশ।
০৪১৫
কোহলীর নেতৃত্বে আরসিবি চার বার প্লে-অফে উঠেছে। তবে তারা এক বারও ট্রফি জিততে পারেনি।
০৫১৫
এর মধ্যে সেরা বছর ২০১৬ সাল। সে বার ফাইনালে উঠেছিল বেঙ্গালুরু। সানরাইজার্স হায়দরাবাদের কাছে মাত্র ৮ রানে হেরে স্বপ্নভঙ্গ হয় কোহলীর।
০৬১৫
সেই বছর ৯৭৩ রান করেন কোহলী। এখনও পর্যন্ত একটি আইপিএল-এ সব থেকে বেশি রান করার রেকর্ড এটিই। ২০১৬ সালে ৪টি শতরান করেছিলেন তিনি।
০৭১৫
বাকি তিন বারের মধ্যে ২০১৫ সালে তারা তৃতীয় হয়। এই বছরের মতো গত বছরও তাদের এলিমিনেটরে বিদায় নিতে হয়েছিল।
০৮১৫
এ ছাড়া ২০১৩ সালে বেঙ্গালুরু পঞ্চম, ২০১৪ সালে সপ্তম, ২০১৭ সালে অষ্টম, ২০১৮ সালে ষষ্ঠ এবং ২০১৯ সালে অষ্টম হয়।
০৯১৫
আরসিবি-কে একবারও ট্রফি দিতে না পারলেও আইপিএল-এ ব্যাটার কোহলীর রেকর্ড যথেষ্ট ভাল।
১০১৫
অধিনায়ক হিসেবে আইপিএল-এ সবথেকে বেশি রানের রেকর্ড তাঁরই। ১৪০টি ম্যাচে ৪৪৮১ রান করেছেন তিনি। তাঁর পরে রয়েছেন মহেন্দ্র সিংহ ধোনি (২০৩ ম্যাচে ৪৪৫৬ রান), গৌতম গম্ভীর (১২৯ ম্যাচে ৩৫১৮ রান), রোহিত শর্মা (১২৯ ম্যাচে ৩৪০৬ রান), ডেভিড ওয়ার্নার (৬৯ ম্যাচে ২৮৪০ রান)।
১১১৫
সব মিলিয়ে আইপিএল-এ সবথেকে বেশি রানের মালিকও কোহলীই। সোমবারের পর ২০৭ ম্যাচে তাঁর রান ৬২৮৩। আইপিএল-এ ছয় হাজার রান আর কারোর নেই।
১২১৫
অধিনায়ক হিসেবে মোট শতরানেও কোহলী সবার থেকে এগিয়ে। তাঁর ৫টি শতরান রয়েছে।
১৩১৫
মোট শতরানে কোহলী রয়েছেন দ্বিতীয় স্থানে। তাঁর সামনে শুধু ক্রিস গেল। গেলের ৬টি শতরান রয়েছে।
১৪১৫
আইপিএল-এ মোট ছয় বার এক মরসুমে ৫০০-র বেশি রান করেছেন কোহলী। আর কোনও ভারতীয় ব্যাটারের এই কৃতিত্ব নেই।
১৫১৫
সোমবার কেকেআর-এর বিরুদ্ধে ৩৩ বলে ৩৯ রান করেন কোহলী। অধিনায়ক হিসেবে প্রথম ম্যাচেও একই রান করেছিলেন তিনি। ২০১১ সালে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে সেই ম্যাচে ৩৪ বলে অপরাজিত ৩৯ রান করেছিলেন। ভেট্টরি না খেলায় সেই ম্যাচে কোহলী দলকে নেতৃত্ব দেন।