India's biggest flop was made in Rs 45 crore, earned less than Rs 1 lakh, released incomplete dgtl
Bollywood News
৪৫ কোটিতে তৈরি ছবি আয় করেছিল এক লাখ! বলিউডের ‘ব্যর্থতম’ ছবিতে অভিনয় করেছিলেন তারকা-পুত্র
কানাঘুষো শোনা যায়, বক্স অফিসে ছবিটি ভাল ব্যবসা করেনি দেখে আর ওটিটির পর্দায় মুক্তির ঝুঁকি নেননি নির্মাতারা। ফলে ছবিটি ওটিটি প্ল্যাটফর্মের দর্শকের কাছেও পৌঁছতে পারেনি।
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতাশেষ আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০২৪ ১০:৫২
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১৩
ছবি নির্মাণে খরচ হয়েছিল কোটি কোটি টাকা। কিন্তু মুক্তির পর এক লক্ষ টাকারও কম ব্যবসা করেছিল হিন্দি ছবিটি। তাড়াহুড়ো থাকার কারণে অসম্পূর্ণ ভাবেই মুক্তি পেয়েছিল তারকা-পুত্র অভিনীত বলিউডের অন্যতম ব্যর্থ ছবি।
০২১৩
২০১২ সালে ‘ইশকজ়াদে’ ছবির হাত ধরে কেরিয়ার শুরু করেন বলিউডের প্রযোজক বনি কপূরের পুত্র অর্জুন কপূর। তাঁর কেরিয়ারের ঝুলিতে এমন একটি ব্যর্থ ছবি রয়েছে, যা অসম্পূর্ণ অবস্থায় মুক্তি পেয়েছে।
০৩১৩
২০২৩ সালের নভেম্বর মাসে অজয় বহলের পরিচালনায় মুক্তি পায় ‘দ্য লেডি কিলার’। এই ছবিতে অর্জুনের বিপরীতে অভিনয় করতে দেখা যায় ভূমি পেডনেকরকে।
০৪১৩
বলিপাড়া সূত্রে খবর, ‘দ্য লেডি কিলার’ ছবির শুটিং চলাকালীন প্রযোজনা সংক্রান্ত নানা রকম সমস্যার মুখে পড়েন ছবিনির্মাতারা। ফলে, ছবিমুক্তিতে দেরি হয়।
০৫১৩
বলিপাড়ায় গুঞ্জন, ‘দ্য লেডি কিলার’ ছবির ওটিটি স্বত্বও নাকি নেওয়া হয়েছিল। কিন্তু শর্ত ছিল, ২০২৩ সালের ডিসেম্বর মাসের মধ্যে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে সেই ছবি।
০৬১৩
বলিপাড়ার অধিকাংশের দাবি, ওটিটি প্ল্যাটফর্মে যেন সঠিক সময়ে মুক্তি পেতে পারে, সে কারণে তাড়াহুড়ো করছিলেন ‘দ্য লেডি কিলার’ ছবির নির্মাতারা।
০৭১৩
বলিপাড়়া সূত্রে খবর, তাড়াতাড়ি প্রেক্ষাগৃহে মুক্তির জন্য ‘দ্য লেডি কিলার’ ছবির নির্মাতারা অসম্পূর্ণ অবস্থায় ছবির মুক্তির সিদ্ধান্ত নেন। ২০২৩ সালের নভেম্বর মাসে প্রেক্ষাগৃহে মুক্তি পায় সে ছবি।
০৮১৩
কানাঘুষো শোনা যায়, ‘দ্য লেডি কিলার’ ছবিটি অসম্পূর্ণ অবস্থায় মুক্তি পেয়েছিল বলে অসন্তোষ প্রকাশ করেছিলেন অর্জুন এবং ভূমি। সে কারণে নাকি ছবির কোনও প্রচারে দেখা যায়নি তাঁদের। এমনকি মুক্তির সময় কোনও প্রচারও হয়নি ছবিটির।
০৯১৩
বলিপাড়ায় জনশ্রুতি, ‘দ্য লেডি কিলার’ ছবিটি মুক্তির পর ছবি সংক্রান্ত কোনও সাক্ষাৎকার দিতে দেখা যায়নি অর্জুন এবং ভূমিকে। বলিপাড়া সূত্রে খবর, ছবিমুক্তির প্রথম দিন মাত্র ২৯৩টি টিকিট বিক্রি হয়েছিল।
১০১৩
বলিপাড়া সূত্রে জানা যায়, ‘দ্য লেডি কিলার’ ছবিটি প্রথম দিনে বক্স অফিসে মাত্র ৩৮ হাজার টাকার ব্যবসা করে। খুব বেশি দিন প্রেক্ষাগৃহে চলেনি ছবিটি।
১১১৩
বলিপাড়ার অন্দরমহল সূত্রে জানা যায়, ‘দ্য লেডি কিলার’ ছবিটি তৈরি করতে ৪৫ কোটি টাকা খরচ হয়েছিল ছবিনির্মাতাদের। কিন্তু ছবিটি মুক্তির পর বক্স অফিস থেকে এক লক্ষ টাকারও কম ব্যবসা করেছিল। বক্স অফিসে অন্যতম ব্যর্থ ছবির তালিকায় নাম লিখিয়ে ফেলে এই ছবি।
১২১৩
প্রেক্ষাগৃহে মুক্তির সাধারণত এক থেকে দেড় সপ্তাহের মধ্যে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাওয়ার কথা ছিল ‘দ্য লেডি কিলার’ ছবিটির। কিন্তু ওটিটির পর্দায় ছবিটি মুক্তি পায়নি।
১৩১৩
কানাঘুষো শোনা যায়, বক্স অফিসে ‘দ্য লেডি কিলার’ ছবিটি ভাল ব্যবসা করেনি দেখে আর ওটিটির পর্দায় মুক্তির ঝুঁকি নেননি নির্মাতারা। ফলে ছবিটি ওটিটি প্ল্যাটফর্মের দর্শকের কাছেও পৌঁছতে পারেনি।