Indian Budget 2023-24: Budget at a glance which told by Finance Minister Nirmala Sitharaman in Parliament dgtl
Union Budget 2023-24
২০২৪ লোকসভা ভোটের আগে মোদী সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট! এক নজরে নির্মলার ঘোষণা এবং প্রকল্প
কেন্দ্রীয় অর্থমন্ত্রীর মুখে ঘুরেফিরে এসেছে মধ্যবিত্তের সুবিধার কথা। দেশের যুব সমাজের শিক্ষা, কর্মসংস্থান এবং কৃষকদের নিয়ে সরকারি উদ্যোগের প্রসঙ্গ। যদিও বিরোধীদের দাবি, এই বাজেট দিশাহীন।
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০১ ফেব্রুয়ারি ২০২৩ ১৬:৩৬
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১৫
সামনে ২০২৪ সালের লোকসভা ভোট। তার আগে পেশ হল দ্বিতীয় মোদী সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট। এতে কী কী সুবিধা পাচ্ছেন আমজনতা? শিল্প এবং কৃষিক্ষেত্রের জন্য কী কী ঘোষণা করলেন নির্মলা? দেখে নিন এক নজরে ২০২৩-’২৪ অর্থবর্ষের বাজেট।
গ্রাফিক: শৌভিক দেবনাথ।
০২১৫
2) গত পাঁচ বারের মধ্যে এ বারই সংক্ষিপ্ততম বাজেট পেশ করলেন নির্মলা। কেন্দ্রীয় অর্থমন্ত্রীর মুখে ঘুরেফিরে এসেছে মধ্যবিত্তের সুবিধার কথা। দেশের যুব সমাজের শিক্ষা, কর্মসংস্থান এবং কৃষকদের নিয়ে সরকারি উদ্যোগের প্রসঙ্গ।
—ফাইল চিত্র।
০৩১৫
চাকরি ক্ষেত্রে একলব্য মডেল আবাসিক স্কুলের কথা ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। নির্মলা জানান, আগামী তিন বছরে সাড়ে ৩ লক্ষ আদিবাসী ছাত্রছাত্রীর জন্য ৩৮,৮০০ শিক্ষক নিয়োগ করা হবে।
—ফাইল চিত্র।
০৪১৫
কৃষিক্ষেত্রে উন্নতির জন্য ৬৩ হাজার প্রাথমিক কৃষি ক্রেডিট সোসাইটিকে কম্পিউটারাইজ়ড করার কথা ঘোষণা করা হয়েছে। এতে কৃষকরা উৎপাদনের সঠিক দাম পাবেন। তাতে নজর রাখবে সরকারের।
—ফাইল চিত্র।
০৫১৫
চলতি অর্থবর্ষে পশুপালন এবং মৎস্যচাষে ৬ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। আখচাষীদের জন্য বড় ঘোষণা করেছেন নির্মলা। চিনি শিল্পে সহায়তাকারী সমবায়গুলিকে ১ হাজার কোটি টাকা সুবিধা দেওয়ার কথা বলা হয়েছে এই বাজেটে।
—ফাইল চিত্র।
০৬১৫
গরিবদের মাথার উপর ছাদের জন্য ‘প্রধানমন্ত্রী আবাস যোজনা’র বরাদ্দ বাড়িয়ে করা হয়েছে ৭৯ হাজার কোটি টাকা।
—ফাইল চিত্র।
০৭১৫
মধ্যবিত্ত চাকরিজীবীদের জন্য বড় ঘোষণা করেছে কেন্দ্র। ৭ লক্ষ টাকা পর্যন্ত বছরে রোজগার করেন যাঁরা, তাঁদের আয়করে ছাড় ঘোষণা করেছে কেন্দ্র। পাশাপাশি, কারও বছরে ৯ লক্ষ টাকা পর্যন্ত আয় হলে ৪৫ হাজার টাকা আয়কর দিতে হবে। যা আগের তুলনায় ২৫ শতাংশ কম। যাঁর ১৫ লক্ষ টাকা বাৎসরিক আয় তাঁকে দেড় লক্ষ টাকা কর দিতে হবে। আগে দিতে হত ১ লক্ষ ৮৭ হাজার টাকা। সর্বোচ্চ সারচার্জ রেট ২৫ শতাংশ থেকে সর্বোচ্চ ৩৭ শতাংশ করার প্রস্তাব দেওয়া হয়েছে।
—ফাইল চিত্র।
০৮১৫
মহিলাদের জন্য আনা হয়েছে স্বল্পসঞ্চয়ী প্রকল্প। তাতে ২ বছরের জন্য সর্বোচ্চ ২ লক্ষ টাকা জমা রাখতে পারবেন মহিলারা। সুদের হার ৭.৫ শতাংশ। সংশ্লিষ্ট প্রকল্পের নাম দেওয়া হযেছে ‘মহিলা সম্মানপত্র’। ৩১ মার্চ ২০২৫ সাল পর্যন্ত এই টাকা রাখা যাবে। ৩০ লক্ষ টাকা পর্যন্ত সঞ্চয়ে আয়কর ছাড় পাবেন বয়স্করা। প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে আয়কর ছাড় ছিল ১৫ লক্ষ টাকা। সেটা করা হল ৩০ লক্ষ টাকা। এ ছাড়া পোস্ট অফিসে টাকা রাখার ক্ষেত্রেও বিশেষ ছাড়।
—ফাইল চিত্র।
০৯১৫
ব্যাঙ্কিং সেক্টরে নিয়মাবলী বদলের প্রস্তাব ঘোষণা করেছেন নির্মলা। ব্যাঙ্কিং আইনে আনা হবে সংস্কার।
—ফাইল চিত্র।
১০১৫
মোবাইলের যন্ত্রাংশ, ক্যামেরার লেন্সে শুল্ক কমানো হয়েছে। অন্য দিকে, কম্পিউটার রবারে শুল্ক বেড়েছে। ধূমপায়ীদের জন্য ‘খারাপ খবর’ শুনিয়েছে কেন্দ্র। সিগারেটের উপর চলতি অর্থবর্ষে শুল্ক বেড়েছে ১৬ শতাংশ। অন্য দিকে, ব্যাটারিতে ব্যবহৃত লিথিয়ামের মতো জিনিসের শুল্ক কমানো হয়েছে।
—ফাইল চিত্র।
১১১৫
গাড়ি শিল্পের ক্ষেত্রে বেশ কিছু ঘোষণা হয়েছে। এক দিকে যেমন দূষণ নিয়ন্ত্রণের জন্য ১৫ বছরের পুরনো গাড়ি সরিয়ে ফেলার প্রস্তাব এসেছে। তাতে গাড়িবাজারে লাভ হবে বলে আশাবাদী কেন্দ্রীয় সরকার।
—ফাইল চিত্র।
১২১৫
তেমনই ইলেকট্রিক যানবাহনের ব্যবহার বাড়ানোর জন্য দাম কমানো হচ্ছে। কেন্দ্রের ‘গ্রিন হাইড্রোজেন মিশন’-এ ২০৩০ সালের মধ্যে যানবাহন দূষণ পর্যায়ক্রমে কমিয়ে আনার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।
—ফাইল চিত্র।
১৩১৫
পাশাপাশি জলপথে পণ্য পরিবহণে সুবিধা বাড়ানোর ব্যাপারে বাড়তি উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন নির্মলা। এ ছাড়া, বিদ্যুৎশক্তির নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে সাড়ে তিন হাজার কোটি টাকা বিনিয়োগের পরিকল্পনার কথা ঘোষণা করেছে কেন্দ্র।
—ফাইল চিত্র।
১৪১৫
এ বারের বাজেটকে ‘ঐতিহাসিক’ বলছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর কথায়, ‘‘ব়ঞ্চিতদের প্রাধান্য দেওয়া হয়েছে। মধ্যবিত্তদের মনস্কামনা পূর্ণ হয়েছে।’’
—ফাইল চিত্র।
১৫১৫
গরিব, মধ্যবিত্ত শ্রেণি এই বাজেট থেকে কিছুই পেল না বলে অভিযোগ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কটাক্ষ, ‘‘শুধু টিভিতে বক্তৃতা আছে। জিডিপি বাড়ানোর লক্ষ্য নেই।’’ পাশাপাশি জ্বালানির অগ্নিমূল্য কমানোর ব্যাপারে কেন্দ্র কোনও পদক্ষেপ করেনি বলে অভিযোগ করেছেন মমতা।