increased number of Covid cases reported as the new variant of the virus JN.01 is spreading nationwide dgtl
Covid-19 in India
আবার এল করোনা! দেশে বাড়ছে আক্রান্ত, মাস্ক ব্যবহার কি শুরু করে দেওয়া দরকার?
সাধারণ ইনফ্লুয়েঞ্জার লক্ষণের আড়ালেই ধীরে ধীরে বেড়ে চলেছে করোনা ভাইরাসের সংক্রমণ।
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৩ ডিসেম্বর ২০২৩ ১৩:৫০
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১৫
দেশ জুড়ে এখন পারদের খামখেয়ালি ওঠানামা। ঠান্ডা-গরমের থেকে খুসখুসে কাশি, হাল্কা জ্বর লেগেই রয়েছে ঘরে ঘরে। অনেকেই ইনফ্লুয়েঞ্জা বা সাধারণ ভাইরাল জ্বর ভেবে এড়িয়ে যাচ্ছেন। তবে এই ধরণের ইনফ্লুয়েঞ্জার লক্ষণের আড়ালেই ধীরে ধীরে বেড়ে চলেছে করোনা ভাইরাসের সংক্রমণ।
০২১৫
দক্ষিণ ভারতে বিক্ষিপ্ত ভাবে করোনার ঘটনা জানার পরেই কেন্দ্র তৎপরতার সঙ্গে রাজ্যগুলিকে সামলে থাকার আগাম নির্দেশিকা পাঠিয়েছে। এই পরিস্থিতিতে পাল্লা দিয়ে বেড়ে চলেছে কোভিডে আক্রান্তের সংখ্যা।
০৩১৫
গত কয়েক দিনে দেশের নানা প্রান্তে কোভিড গ্রাফ ঊর্ধ্বমুখী। উদ্বেগ বাড়িয়েছে ভাইরাসের নতুন উপরূপ জেএন.১।
০৪১৫
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের শনিবার সকালের পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৭৫২ জন। সেই সঙ্গে মোট করোনা রোগীর সংখ্যা পৌঁছেছে ৩,৪২০-তে।
০৫১৫
গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় চার জনের মৃত্যুও হয়েছে। তাঁদের মধ্যে দু’জন কেরলের বাসিন্দা, এক জন রাজস্থান এবং এক জন কর্নাটকের বাসিন্দা।
০৬১৫
স্বাস্থ্য মন্ত্রক সূত্রে খবর, ২১ ডিসেম্বর পর্যন্ত সারা দেশে মোট ২২ জন করোনা রোগীর শরীরে জেএন.১ উপরূপের অস্তিত্ব জানা গিয়েছে। ভাইরাসের এই উপরূপ নিয়ে সারা বিশ্ব উদ্বিগ্ন।
০৭১৫
চিনে জেএন.১-এ আক্রান্ত রোগীর সংখ্যা উত্তরোত্তর বাড়ছে। ভরে উঠেছে হাসপাতালগুলি।
০৮১৫
তবে এখনও এই উপরূপের প্রভাবে কারও মৃত্যুর খবর জানা যায়নি।
০৯১৫
গত ২৪ ঘণ্টায় করোনা বৃদ্ধি পেয়েছে কেরল, কর্নাটক, মহারাষ্ট্র, তামিলনাড়ু এবং গুজরাতে। করোনার বিষয়ে সতর্ক হতে রাজ্যগুলিকে পরামর্শ দিয়ে কেন্দ্রীয় সরকার।
১০১৫
প্রতি রাজ্যে কেন্দ্রের সতর্কবার্তা পৌঁছেছে। রাজ্য সরকারের তরফেও করোনা ঠেকাতে তোড়জোড় শুরু হয়েছে।
১১১৫
রাজস্থান, কর্নাটক, বিহার এবং অন্ধ্রপ্রদেশে স্বাস্থ্য দফতর করোনা পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠক ডেকেছে। তবে এখনই নতুন করে মাস্ক পরা বাধ্যতামূলক করা বা ঘুরতে যাওয়ায় বিধিনিষেধ আরোপ করার মতো কোনও পরিকল্পনা সরকারের নেই।
১২১৫
কলকাতাতেও করোনা নতুন করে মাথা চাড়া দিয়েছে। শুক্রবার পর্যন্ত শহরে মোট আট জনের দেহে ভাইরাসের খোঁজ পাওয়া গিয়েছে। তাঁদের মধ্যে ছিল ছ’মাসের এক শিশুও।
১৩১৫
কলকাতা আক্রান্তদের কারও দেহে জেএন.১ উপরূপ রয়েছে কি না, তা পরীক্ষা করে দেখা হবে।
১৪১৫
গত সেপ্টেম্বর মাসে আমেরিকায় প্রথম জেএন.১ উপরূপের খোঁজ মেলে। তার পর থেকে একে একে অনেক দেশেই এই উপরূপ ডালপালা মেলেছে।
১৫১৫
ভারতে প্রথম এই উপরূপের সন্ধান মেলে কেরলে। বিশ্ব স্বাস্থ্য সংস্থাও (হু) ভাইরাসের নতুন উপরূপ নিয়ে সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছে।