How much Virat Kohli spend on hair cutting and who does it dgtl
Virat Kohli
চুল কাটাতে ‘বিরাট’ খরচ কোহলির! তাঁর কেশসজ্জাশিল্পীর কাঁচি চলে হার্দিক, শুভমনদের মাথাতেও
বিরাট যে টাকায় চুল-দাড়ি কাটান, তাতে অনায়াসে কেনা যেতে পারে একটি বিলাসবহুল ফোন বা ল্যাপটপ। মাঝেমধ্যে আবার তিনি যে টাকায় চুল-দাড়ি কাটান, তাতে একটা ভাল বাইকও কেনা যেতে পারে।
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৬ নভেম্বর ২০২৩ ১২:৪৩
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১৭
সময় খুবই ভাল যাচ্ছে বিরাট কোহলির। বিশ্বকাপের প্রায় প্রতিটি ম্যাচেই রান আসছে ভারতীয় ব্যাটারের ব্যাটে। তিনি এখন কেরিয়ারের অন্যতম সেরা ফর্মে আছেন বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞেরা।
০২১৭
রবিবার ইডেনের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শতরান করেছেন বিরাট কোহলি। এক দিনের ক্রিকেটে ৪৯তম শতরান করে ছুঁয়ে ফেলেছেন সচিন তেন্ডুলকরকে।
০৩১৭
রবিবার বিরাটের জন্মদিনও ছিল। সেই দিনই ৪৯তম শতরানের রেকর্ড গড়েন তিনি। আর পর থেকেই কোহলিকে নিয়ে বিরাট মাতামাতি এবং উচ্ছ্বাস ভক্তকুলে। সমাজমাধ্যমের পাতা জুড়ে শুধুই তিনি।
০৪১৭
তবে শুধু বিশ্বের অন্যতম সেরা ব্যাটার হিসাবেই নয়, ‘স্টাইল আইকন’ হিসাবেও নাম রয়েছে বিরাটের। বার বার চুল-দাড়ির ছাঁট বদলান তিনি। আর সেগুলি দেখে চুলের ছাঁট বদলে যায় বিগলিত ভক্তকুলেরও।
০৫১৭
কিন্তু জানা আছে কি বার বার চুল-দাড়ি-গোঁফের স্টাইল বদলানোর জন্য কত টাকা খরচ করতে হয় কোহলিকে?
০৬১৭
ভারতে চুল কাটাতে ন্যূনতম কত টাকা লাগতে পারে? ‘ইটালিয়ান’ সেলুনে (রাস্তার ধারে ইট পেতে চুল কাটা হয় যে জায়গাগুলিতে, সেগুলিকেই রসিকতার ছলে এই নামে ডাকা হয়।) চুল কাটাতে খরচ হয় ৫০ টাকার কম। পাড়ার মোড়ে যে দোকানগুলি থাকে, সেগুলিতে গেলে খরচ করতে হয় ১০০-২০০ টাকা। আরও ভাল জায়গায় খরচ হয় আরও বেশি।
০৭১৭
কিন্তু বিরাট যে টাকায় চুল-দাড়ি কাটান, তাতে অনায়াসে কেনা যেতে পারে একটি ভাল ফোন বা ল্যাপটপ। মাঝেমধ্যে আবার তিনি যে টাকায় চুল-দাড়ি কাটান, তাতে একটা ভাল বাইকও কেনা যেতে পারে।
০৮১৭
বিরাট সাধারণত চুল-দাড়ি কাটাতে যান দিল্লির অশোক বিহারে। অশোক বিহারে ‘স্টুডিয়ো ১৭’ নামে একটি নামীদামি স্যালোঁতে চুল কাটাতে যান কোহলি।