Advertisement
২৩ ডিসেম্বর ২০২৪
Acid Attack Survivor

কেউ ‘প্রেমে’, কেউ লালসায়, অ্যাসিড ছুড়েছিলেন দাদা, মামা, কাকারাই! মেলাল আগরার ক্যাফে

ওঁরা সবাই অ্যাসিড আক্রান্ত। কারও মুখের এক পাশ পুরো ঝলসে গিয়েছে, কারও নষ্ট হয়েছে চোখ। কিন্তু ওঁরা সকলেই স্বপ্ন দেখেন। বাঁচার। লড়াই করার।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ১৩ জানুয়ারি ২০২৩ ১৮:৩৪
Share: Save:
০১ ১৫
ওঁরা সবাই অ্যাসিড আক্রান্ত। কারও মুখের এক পাশ পুরো ঝলসে গিয়েছে, কারও নষ্ট হয়েছে চোখ। কিন্তু ওঁরা সকলেই স্বপ্ন দেখেন। বাঁচার। লড়াই করার। তাই তো ওঁরা একজোট হয়ে একটি ক্যাফেতে কাজ করা শুরু করেছেন। এটি এমন এক ক্যাফে যেখানে সকল কর্মীই অ্যাসিড আক্রান্ত!

ওঁরা সবাই অ্যাসিড আক্রান্ত। কারও মুখের এক পাশ পুরো ঝলসে গিয়েছে, কারও নষ্ট হয়েছে চোখ। কিন্তু ওঁরা সকলেই স্বপ্ন দেখেন। বাঁচার। লড়াই করার। তাই তো ওঁরা একজোট হয়ে একটি ক্যাফেতে কাজ করা শুরু করেছেন। এটি এমন এক ক্যাফে যেখানে সকল কর্মীই অ্যাসিড আক্রান্ত!

ছবি: সংগৃহীত।

০২ ১৫
নাম ‘শেরোজ ক্যাফে’। উত্তরপ্রদেশের আগরার সেই ক্যাফেতে কর্মরত বেশির ভাগ মহিলাই অ্যাসিড হামলার জন্য কাঠগড়ায় দাঁড় করিয়েছেন তাঁদের আত্মীয় এবং পরিচিতদের বিরুদ্ধে। অ্যাসিড আক্রান্ত ওই মহিলাদের অনেকের কাছেই এই ক্যাফে জীবন এবং লড়াইয়ের ঠিকানা।

নাম ‘শেরোজ ক্যাফে’। উত্তরপ্রদেশের আগরার সেই ক্যাফেতে কর্মরত বেশির ভাগ মহিলাই অ্যাসিড হামলার জন্য কাঠগড়ায় দাঁড় করিয়েছেন তাঁদের আত্মীয় এবং পরিচিতদের বিরুদ্ধে। অ্যাসিড আক্রান্ত ওই মহিলাদের অনেকের কাছেই এই ক্যাফে জীবন এবং লড়াইয়ের ঠিকানা।

ছবি: সংগৃহীত।

০৩ ১৫
এই ক্যাফেতে কর্মরত মহিলাদের কেউ প্রেম প্রস্তাব প্রত্যাখ্যান করায়, কেউ বিয়ে করতে রাজি না হওয়ায়, কেউ আবার কুপ্রস্তাবে সায় না দেওয়ায় অ্যাসিড হামলার শিকার হয়েছেন।

এই ক্যাফেতে কর্মরত মহিলাদের কেউ প্রেম প্রস্তাব প্রত্যাখ্যান করায়, কেউ বিয়ে করতে রাজি না হওয়ায়, কেউ আবার কুপ্রস্তাবে সায় না দেওয়ায় অ্যাসিড হামলার শিকার হয়েছেন।

ছবি: সংগৃহীত।

০৪ ১৫
এক সংবাদমাধ্যমের প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, এই ক্যাফেরই এক কর্মী রুকেয়া। এখন তাঁর বয়স ৩৪। কুড়ি বছর আগে ওঁর উপর অ্যাসিড হামলা হয়েছিল। বিচারের আশায় এ দিক-ও দিক ঘুরে বেড়িয়েছেন। কিন্তু তাৎক্ষণিক বিচার মেলেনি। ২০ বছর পেরিয়ে গিয়েছে, আজও রুকেয়ার বিশ্বাস, তিনি সুবিচার পাবেনই।

এক সংবাদমাধ্যমের প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, এই ক্যাফেরই এক কর্মী রুকেয়া। এখন তাঁর বয়স ৩৪। কুড়ি বছর আগে ওঁর উপর অ্যাসিড হামলা হয়েছিল। বিচারের আশায় এ দিক-ও দিক ঘুরে বেড়িয়েছেন। কিন্তু তাৎক্ষণিক বিচার মেলেনি। ২০ বছর পেরিয়ে গিয়েছে, আজও রুকেয়ার বিশ্বাস, তিনি সুবিচার পাবেনই।

ছবি: সংগৃহীত।

০৫ ১৫
২০২২ সালের ৬ ডিসেম্বর। আগরা পুলিশের এডিজি রাজীব কৃষ্ণ ‘শেরোজ ক্যাফে’তে গিয়েছিলেন। কথায় কথায় তিনি জানতে পারেন, ওই ক্যাফেতে রুকেয়া, মধুর মতো এমন অনেক তরুণী এবং মহিলা আছেন, যাঁরা অ্যাসিড হামলার শিকার। বছরের পর বছর কেটে গিয়েছে, কিন্তু তাঁরা কোনও বিচার পাননি।

২০২২ সালের ৬ ডিসেম্বর। আগরা পুলিশের এডিজি রাজীব কৃষ্ণ ‘শেরোজ ক্যাফে’তে গিয়েছিলেন। কথায় কথায় তিনি জানতে পারেন, ওই ক্যাফেতে রুকেয়া, মধুর মতো এমন অনেক তরুণী এবং মহিলা আছেন, যাঁরা অ্যাসিড হামলার শিকার। বছরের পর বছর কেটে গিয়েছে, কিন্তু তাঁরা কোনও বিচার পাননি।

ছবি: সংগৃহীত।

০৬ ১৫
ওঁরা অ্যাসিড হামলার শিকার হয়েও পরিবার কিংবা অন্য কোনও চাপের কাছে মাথা নত করতে বাধ্য হয়েছেন। ফলে অনেকেই পুলিশের কাছে অভিযোগ জানানোর সাহসটুকুও জোটাতে পারেননি। ওঁদের কাহিনি শুনে খোদ এডিজি বিচারের ব্যবস্থা করতে তৎপর হয়েছেন।

ওঁরা অ্যাসিড হামলার শিকার হয়েও পরিবার কিংবা অন্য কোনও চাপের কাছে মাথা নত করতে বাধ্য হয়েছেন। ফলে অনেকেই পুলিশের কাছে অভিযোগ জানানোর সাহসটুকুও জোটাতে পারেননি। ওঁদের কাহিনি শুনে খোদ এডিজি বিচারের ব্যবস্থা করতে তৎপর হয়েছেন।

ছবি: সংগৃহীত।

০৭ ১৫
রুকেয়ার কাহিনি শীর্ষ পুলিশ কর্তাদেরও স্তম্ভিত করে দিয়েছে। রুকেয়া বলেন, “২০০২ সালে ৭ ডিসেম্বর। এই দিনটাকে কী ভাবে ভুলতে পারি! এই দিনটাই আমার জীবনের সব কিছু ওলটপালট করে দিয়েছিল।”

রুকেয়ার কাহিনি শীর্ষ পুলিশ কর্তাদেরও স্তম্ভিত করে দিয়েছে। রুকেয়া বলেন, “২০০২ সালে ৭ ডিসেম্বর। এই দিনটাকে কী ভাবে ভুলতে পারি! এই দিনটাই আমার জীবনের সব কিছু ওলটপালট করে দিয়েছিল।”

ছবি: সংগৃহীত।

০৮ ১৫
রুকেয়া বলেন, “৭ ডিসেম্বর দিদির দেওর আমার মুখে অ্যাসিড ছুড়ে মেরেছিল। ও বিয়ের প্রস্তাব দিয়েছিল। তখন আমার বয়স মাত্র ১৪। বাড়ির লোকেরা ওর প্রস্তাবে রাজি হয়নি। কিন্তু দিদির দেওর জেদ ধরে বসে ছিল। এর মধ্যে দিদির গর্ভপাতের খবর আসে। মায়ের সঙ্গে দিদির শ্বশুরবাড়িতে গিয়ে আমিও কয়েক দিন ছিলাম ওকে দেখাশোনা করার জন্য। সেই সময় দিদির দেওর আমাকে বিয়ের প্রস্তাব দেয়। কিন্তু মা বারণ করেছিল।”

রুকেয়া বলেন, “৭ ডিসেম্বর দিদির দেওর আমার মুখে অ্যাসিড ছুড়ে মেরেছিল। ও বিয়ের প্রস্তাব দিয়েছিল। তখন আমার বয়স মাত্র ১৪। বাড়ির লোকেরা ওর প্রস্তাবে রাজি হয়নি। কিন্তু দিদির দেওর জেদ ধরে বসে ছিল। এর মধ্যে দিদির গর্ভপাতের খবর আসে। মায়ের সঙ্গে দিদির শ্বশুরবাড়িতে গিয়ে আমিও কয়েক দিন ছিলাম ওকে দেখাশোনা করার জন্য। সেই সময় দিদির দেওর আমাকে বিয়ের প্রস্তাব দেয়। কিন্তু মা বারণ করেছিল।”

ছবি: সংগৃহীত।

০৯ ১৫
“এক দিন দিদির শ্বশুরবাড়ির উঠোনে বসেছিলাম। হঠাৎ মুখের উপর গরম চায়ের মতো কিছু এসে পড়ল। প্রথমে ঝুঝে উঠতে পারিনি। কয়েক সেকেন্ডের মধ্যেই মুখের চামড়া গলে গলে পড়তে লাগল। জ্ঞান হারিয়েছিলাম ওই দৃশ্য দেখে,’’— বলছেন রুকেয়া। তাঁর কথায়, ‘‘মৃত্যুর সঙ্গে লড়াই করছিলাম। এক মাস চিকিৎসায় একাধিক অস্ত্রোপচারের পর বাড়ি ফিরি। পুলিশের কাছে অভিযোগ জানানোর কথা ভেবেছিলাম। কিন্তু দিদির শ্বশুরবাড়ি থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছিল, পুলিশে অভিযোগ জানালে দিদিকে ‘হামেশা’র জন্য বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হবে। দিদির কথা ভেবেই আর অভিযোগ জানাইনি।”

“এক দিন দিদির শ্বশুরবাড়ির উঠোনে বসেছিলাম। হঠাৎ মুখের উপর গরম চায়ের মতো কিছু এসে পড়ল। প্রথমে ঝুঝে উঠতে পারিনি। কয়েক সেকেন্ডের মধ্যেই মুখের চামড়া গলে গলে পড়তে লাগল। জ্ঞান হারিয়েছিলাম ওই দৃশ্য দেখে,’’— বলছেন রুকেয়া। তাঁর কথায়, ‘‘মৃত্যুর সঙ্গে লড়াই করছিলাম। এক মাস চিকিৎসায় একাধিক অস্ত্রোপচারের পর বাড়ি ফিরি। পুলিশের কাছে অভিযোগ জানানোর কথা ভেবেছিলাম। কিন্তু দিদির শ্বশুরবাড়ি থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছিল, পুলিশে অভিযোগ জানালে দিদিকে ‘হামেশা’র জন্য বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হবে। দিদির কথা ভেবেই আর অভিযোগ জানাইনি।”

ছবি: সংগৃহীত।

১০ ১৫
কিন্তু রুকেয়ার একটাই আফসোস। গত ২০ বছর ধরে যা বয়ে নিয়ে বেড়াচ্ছেন তিনি। তাঁর কথায়, “এত বছর কেটে গেল, কিন্তু আমার এই হাল যে করেছে, তাকে শাস্তি দিতে পারলাম না। শাস্তি দেওয়া তো দূর, পুলিশের কাছে অভিযোগও জানাতে পারিনি।” রুকেয়ার বিয়ে হয়েছে। তাঁর একটি পুত্রসন্তানও রয়েছে। গত কয়েক বছর ধরে ‘অ্যাসিড অ্যাটাক সার্ভাইভার ক্যাফে’তে কাজ করছেন তিনি। বিয়ে হয়েছে রুকেয়ার দিদির সেই দেওরেরও। বহাল তবিয়তে গাজিয়াবাদে রয়েছেন তিনি। তাঁরও বিয়ে হয়েছে। তিন সন্তানও আছে।

কিন্তু রুকেয়ার একটাই আফসোস। গত ২০ বছর ধরে যা বয়ে নিয়ে বেড়াচ্ছেন তিনি। তাঁর কথায়, “এত বছর কেটে গেল, কিন্তু আমার এই হাল যে করেছে, তাকে শাস্তি দিতে পারলাম না। শাস্তি দেওয়া তো দূর, পুলিশের কাছে অভিযোগও জানাতে পারিনি।” রুকেয়ার বিয়ে হয়েছে। তাঁর একটি পুত্রসন্তানও রয়েছে। গত কয়েক বছর ধরে ‘অ্যাসিড অ্যাটাক সার্ভাইভার ক্যাফে’তে কাজ করছেন তিনি। বিয়ে হয়েছে রুকেয়ার দিদির সেই দেওরেরও। বহাল তবিয়তে গাজিয়াবাদে রয়েছেন তিনি। তাঁরও বিয়ে হয়েছে। তিন সন্তানও আছে।

ছবি: সংগৃহীত।

১১ ১৫
রুকেয়ার মতো মধুর জীবনও বিষময় হয়ে উঠেছিল। আগরার বাসিন্দা মধু। ২২ বছর আগে আগরার তাজগঞ্জের রাস্তা দিয়ে যাচ্ছিলেন তিনি। সেই সময় কয়েক জন তাঁর মুখে অ্যাসিড হামলা করে। সদ্য বিয়ে হয়েছিল মধুর। নতুন জীবনকে ঘিরে সবে স্বপ্ন দেখা শুরু করেছিলেন। ঠিক তখনই তাঁর চোখে নেমে এল অন্ধকার।

রুকেয়ার মতো মধুর জীবনও বিষময় হয়ে উঠেছিল। আগরার বাসিন্দা মধু। ২২ বছর আগে আগরার তাজগঞ্জের রাস্তা দিয়ে যাচ্ছিলেন তিনি। সেই সময় কয়েক জন তাঁর মুখে অ্যাসিড হামলা করে। সদ্য বিয়ে হয়েছিল মধুর। নতুন জীবনকে ঘিরে সবে স্বপ্ন দেখা শুরু করেছিলেন। ঠিক তখনই তাঁর চোখে নেমে এল অন্ধকার।

ছবি: সংগৃহীত।

১২ ১৫
কিন্তু দুষ্কৃতীরা মধু এবং তাঁর পরিবারকে প্রতি দিন শাসাতে থাকে। পুলিশের কাছে অভিযোগ জানালে তাঁদের প্রাণসংশয়েরও হুমকি দেয় তারা। মধু বলেন, “আমাদের মনে এতটাই আতঙ্ক তৈরি হয়েছিল যে, পুলিশের কাছে অভিযোগ জানানোর সাহসই পাইনি। তাই ২২ বছর ধরে সেই যন্ত্রণা বয়ে নিয়ে চলেছি।”

কিন্তু দুষ্কৃতীরা মধু এবং তাঁর পরিবারকে প্রতি দিন শাসাতে থাকে। পুলিশের কাছে অভিযোগ জানালে তাঁদের প্রাণসংশয়েরও হুমকি দেয় তারা। মধু বলেন, “আমাদের মনে এতটাই আতঙ্ক তৈরি হয়েছিল যে, পুলিশের কাছে অভিযোগ জানানোর সাহসই পাইনি। তাই ২২ বছর ধরে সেই যন্ত্রণা বয়ে নিয়ে চলেছি।”

ছবি: সংগৃহীত।

১৩ ১৫
আগে অ্যাসিড হামলার ঘটনায় ভারতীয় দণ্ডবিধির ৩২৬ ধারায় গুরুতর জখম হওয়ার মামলা দায়ের হত। কিন্তু পরে ওই ধারার সঙ্গে ৩২৬-এ এবং বি জুড়ে দেওয়া হয়। আর ওই ধারায় অ্যাসিড হামলার ঘটনাকে জামিন অযোগ্য বলে উল্লেখ করা হয়। শুধু তাই-ই নয়, অভিযুক্তের কমপক্ষে দশ বছর সাজা অথবা আজীবন কারাদণ্ডের বিষয়টি যোগ করা হয়।

আগে অ্যাসিড হামলার ঘটনায় ভারতীয় দণ্ডবিধির ৩২৬ ধারায় গুরুতর জখম হওয়ার মামলা দায়ের হত। কিন্তু পরে ওই ধারার সঙ্গে ৩২৬-এ এবং বি জুড়ে দেওয়া হয়। আর ওই ধারায় অ্যাসিড হামলার ঘটনাকে জামিন অযোগ্য বলে উল্লেখ করা হয়। শুধু তাই-ই নয়, অভিযুক্তের কমপক্ষে দশ বছর সাজা অথবা আজীবন কারাদণ্ডের বিষয়টি যোগ করা হয়।

ছবি: সংগৃহীত।

১৪ ১৫
যদি কেউ অ্যাসিড হামলার চেষ্টায় দোষী প্রমাণিত হন, তা হলে ৩২৬-বি ধারায় অভিযুক্তের বিরুদ্ধে জামিন অযোগ্য মামলা দায়ের করে আইনি প্রক্রিয়া শুরু করা হয়। হামলার চেষ্টার অভিযোগে সংশ্লিষ্ট ব্যক্তির পাঁচ বছরের কারাদণ্ড এবং জরিমানারও উল্লেখ রয়েছে এই ধারায়।

যদি কেউ অ্যাসিড হামলার চেষ্টায় দোষী প্রমাণিত হন, তা হলে ৩২৬-বি ধারায় অভিযুক্তের বিরুদ্ধে জামিন অযোগ্য মামলা দায়ের করে আইনি প্রক্রিয়া শুরু করা হয়। হামলার চেষ্টার অভিযোগে সংশ্লিষ্ট ব্যক্তির পাঁচ বছরের কারাদণ্ড এবং জরিমানারও উল্লেখ রয়েছে এই ধারায়।

ছবি: সংগৃহীত।

১৫ ১৫
দেশে অ্যাসিড হামলা সংক্রান্ত একটি তথ্য বলছে, ২০১৪ সালে হামলার সংখ্যা ছিল ২০৩, ২০১৫-য় ২২২, ২০১৬ সালে ২৮৩, ২০১৭ সালে ২৫২, ২০১৮ সালে ২২৮, ২০১৯ সালে ২৪৯, ২০২০ সালে ১৮২টি অ্যাসিড হামলার মামলা দায়ের হয়েছে দেশ জুড়ে।

দেশে অ্যাসিড হামলা সংক্রান্ত একটি তথ্য বলছে, ২০১৪ সালে হামলার সংখ্যা ছিল ২০৩, ২০১৫-য় ২২২, ২০১৬ সালে ২৮৩, ২০১৭ সালে ২৫২, ২০১৮ সালে ২২৮, ২০১৯ সালে ২৪৯, ২০২০ সালে ১৮২টি অ্যাসিড হামলার মামলা দায়ের হয়েছে দেশ জুড়ে।

প্রতীকী ছবি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy