১৯৮৭ সালের ৩ এপ্রিল মহারাষ্ট্রের মুম্বইয়ের এক মধ্যবিত্ত পরিবারে জন্ম হয় বিক্রান্তের। বাবা-মা এবং ভাইয়ের সঙ্গে থাকতেন তিনি। তবে খুব এক সচ্ছল ছিল না তাঁর পরিবার। মাসের মাঝামাঝি সময় থেকে সংসারে চলত টানাটানি। সংসারের হাল ধরতে স্থানীয় এক কফি শপে চাকরি নেন বিক্রান্ত। সেখানে তিনি কফি তৈরি, কফি পরিবেশন করা থেকে শুরু করে টেবিল পরিষ্কারও করতেন।
বিক্রান্তের পরিবারের চার জন ছিলেন চার ভিন্ন ধর্মের। এক পুরনো সাক্ষাৎকারে বিক্রান্ত জানিয়েছিলেন, তাঁর পরিবারে চার জন বিভিন্ন ধর্মে বিশ্বাসী। বিক্রান্তের বাবা খ্রিস্টান, নিষ্ঠাভরে সেই ধর্মের আচার, রীতি পালন করেন। মা শিখ এবং ভাই মুসলিম। মাত্র ১৭ বছর বয়সে ধর্ম পরিবর্তন করেন তাঁর ভাই, নাম বদলে রাখেন মইন। তবে বিক্রান্ত নিজে হিন্দু ধর্মের রীতিনীতি মানেন।
অভিনেতা হিসাবে টেলিভিশনের পর্দায় আত্মপ্রকাশ করেন বিক্রান্ত। ২০০৪ সালে ‘কহাঁ হুঁ ম্যায়ঁ’ হিন্দি ধারাবাহিকে প্রথম অভিনয়ের সুযোগ পান তিনি। কিন্তু এই ধারাবাহিক কোনও দিন টিভিতে সম্প্রচারিতই হয়নি। মাঝপথেই তার কাজ বন্ধ হয়ে যায়। আবার বন্ধ হয়ে যায় উপার্জনের পথ। বিক্রান্ত এর পর ওই প্রযোজনা সংস্থার কাছেই কাজ চান।
অভিনেত্রীদের তুলনায় তারকা অভিনেতাদের পারিশ্রমিক বেশি— এই বৈষম্যের প্রসঙ্গ তুলে বলিউডে সরব হয়েছেন বহু অভিনেত্রীই। তবে এই বিষয়ে বিক্রান্তের অভিজ্ঞতা ভিন্ন। এক পুরনো সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ‘‘অধিকাংশ ক্ষেত্রেই আপনারা দেখেন, মহিলাদের তুলনায় পুরুষ অভিনেতারা বেশি টাকা পান। আমরা দেখেছি, প্রথম সারির অভিনেত্রীরা এগিয়ে এসে এটা নিয়ে সরবও হয়েছেন। তবে আমার ক্ষেত্রে অন্য রকম দেখলাম। আমি এর বাস্তবতাটা বুঝি। যতই কাজ করি, দীপিকা পাডুকোনের মতো টাকা আমি পাইনি। আমি জানি, হলে আমার একার সিনেমা বেশি চলে না। বিশেষ করে যখন আমি প্রধান চরিত্র করি। জানি, আমায় অনেকটা পথ যেতে হবে। তবে যে ধরনের চিত্রনাট্য বাছছি এবং যে ভাবে চলছি, তাতে আমি খুশি।’’
‘ব্রোকেন বাট বিউটিফুল’ ওয়েব সিরিজ়ের সেটে শীতলের সঙ্গে প্রথম আলাপ বিক্রান্তের। শুটিংয়ের সেটেই বন্ধুত্ব, সেখান থেকে প্রেম। ২০১৯ সালের নভেম্বর মাসে আংটিবদল সারেন যুগল। তার পরে ২০২২ সালে ব্যক্তিগত পরিসরে বিয়ে। বলিপাড়ার গুঞ্জন, ২০২১ সালেই বিয়ের পরিকল্পনা ছিল বিক্রান্তের। কিন্তু অতিমারির প্রকোপে বিয়ে পিছিয়ে দিতে বাধ্য হয়েছিলেন বিক্রান্ত এবং শীতল।
বর্তমান সামাজিক পরিস্থিতিতে সন্তানকে একজন ভাল মনের মানুষ হিসাবে গড়ে তুলতে চান বিক্রান্ত। কিন্তু কোন পথে এগোবেন তা নিয়ে চিন্তাও করছেন তিনি। অভিনেতার মনে দানা বেঁধেছে শঙ্কাও। চারদিকের পরিস্থিতির যে ভাবে দ্রুত পরিবর্তন হচ্ছে সেখানে পুত্রকে নিয়ে নাকি সব সময় চিন্তা হয় তাঁর। এই প্রসঙ্গে এক সাক্ষাৎকারে বিক্রান্ত বলেছিলেন, ‘‘প্রথমত আমি চাই, আমার ছেলে শারীরিক ভাবে সুস্থ থাকুক। তার পর তো ওর বেড়ে ওঠা রয়েছেই। মানুষ হিসাবে সৎ হওয়া অত্যন্ত জরুরি। সততা না থাকলে ও ভাল কাজ করতে পারবে না।’’
বিক্রান্ত সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেন, “কাজের সূত্রে দেশের নানা ধরনের মানুষের সঙ্গে মেলামেশার সৌভাগ্য হয়েছে। হাজার হাজার মানুষের সঙ্গে দেখা হয়েছে। নিজেরও চোখ-কান রয়েছে। অতীতে কিছু বিষয়কে ভুল ভাবতাম। কিন্তু আজ ভাবি মোটেই সেগুলি ভুল ছিল না। উত্তরপ্রদেশ, বিহারের কম বাজেটের ছবিতে কাজ করেছি। গ্রাম্য এলাকায় শুটিং করেছি। আমি নিজের চোখে অনেক কিছু দেখেছি। যতটা খারাপ ভাবতাম, তা কিন্তু নয়। নিজেকেও কিছুটা শান্ত করে সমস্ত দৃষ্টিকোণ থেকে একটা বিষয় দেখা উচিত। কারও দ্বারা প্রভাবিত হয়ে কিছু দেখা উচিত নয়।” এই মন্তব্য শুনে একাংশের মত রাজনীতি নিয়েই নাকি ভাবনাচিন্তায় বদল এসেছে অভিনেতার। আগে বিজেপি শিবিরের প্রকাশ্যে সমালোচনা করলেও বর্তমানে নাকি খানিকটা দক্ষিণপন্থী মনোভাবের সমর্থক হয়ে উঠছেন তিনি।
বছর দুয়েক আগে বিক্রান্তকে সমাজমাধ্যমের পাতায় ‘আরশোলা’ বলে উল্লেখ করেছিলেন বলি অভিনেত্রী কঙ্গনা রানাউত। এমনকি, তাঁকে চটি দিয়ে মারবেন বলেও দাবি করেছিলেন তিনি। বছর দুয়েকের মধ্যেই মত পরিবর্তন হয়ে যায় নায়িকার। ২০২৩ সালের অক্টোবর মাসে প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘টুয়েলফ্থ ফেল’। বিধু বিনোদ চোপড়া পরিচালিত এই ছবিতে মুখ্যচরিত্রে অভিনয় করতে দেখা যায় বিক্রান্তকে। বিক্রান্তের অভিনয় দেখে নাকি হাপুস নয়নে কেঁদেছিলেন কঙ্গনা। সমাজমাধ্যমে পোস্ট করে তিনি জানিয়েছিলেন, প্রয়াত অভিনেতা ইরফান খানের শূন্যস্থান নাকি আগামী দিনে পূরণ করতে চলেছেন বিক্রান্তই।
‘টুয়েলফ্থ ফেল’-এ অভিনয়ের পরেই বিক্রান্ত তাঁর পেশাগত জীবন নিয়ে আরও ব্যস্ত হয়ে পড়েন। কানাঘুষো শোনা যায়, অভিনেতা নাকি ছবিতে অভিনয় করার অসংখ্য প্রস্তাব পেতে শুরু করেছিলেন। ইতিমধ্যে ইনস্টাগ্রামের পাতায় ২৫ লক্ষের বেশি অনুগামী তাঁর। কেরিয়ারে সাফল্যের চূড়ায় পৌঁছে কেন তিনি স্বেচ্ছাবসর নিলেন তা নিয়ে শুরু হয়েছে জল্পনা।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy