From Bhuvan Bam to Ajey Nagar, net worth of richest YouTubers in India dgtl
Richest YouTubers
কারও ৫০ কোটি তো কারও ৩৫৬ কোটি! সম্পত্তির নিরিখে ভারতের ধনীতম ইউটিউবার কে?
ইউটিউব মাধ্যমে ভিডিয়ো পোস্ট করে জনপ্রিয় হয়ে উঠেছেন অনেকেই। ভারতের ধনী ইউটিউবারদের তালিকায় কে এগিয়ে? তাঁদের সম্পত্তির পরিমাণই বা কত?
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতাশেষ আপডেট: ১৯ মার্চ ২০২৪ ১৭:০২
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১৩
মজার ভিডিয়ো হোক অথবা শিক্ষামূলক ভিডিয়ো— ইউটিউব মাধ্যমে ভিডিয়ো পোস্ট করে জনপ্রিয় হয়ে উঠেছেন অনেকেই। চ্যানেলের নির্মাতারা কোটি কোটি টাকা উপার্জনও করছেন। ভারতের ধনী ইউটিউবারদের তালিকায় কে এগিয়ে? তাঁদের সম্পত্তির পরিমাণই বা কত?
০২১৩
মজাদার ভিডিয়ো তৈরি করে ইউটিউবে পোস্ট করে উপার্জন করেন অজয় নাগের। ইউটিউব চ্যানেলে মজাদার ভিডিয়ো তৈরি করে পোস্ট করে উপার্জন করেন অজয়।
০৩১৩
ভারতের ধনী ইউটিউবারদের তালিকায় নাম লিখিয়েছেন অজয়। সূত্রের খবর, তাঁর মোট সম্পত্তির পরিমাণ ৫০ কোটি টাকা।
০৪১৩
অজয়ের পাশাপাশি মজার ভিডিয়ো তৈরি করে ইউটিউব মাধ্যমে খ্যাতি রয়েছে ভুবন বামেরও।
০৫১৩
শুধুমাত্র ইউটিউবের পরিসরেই আটকে থাকেননি ভুবন। তাঁকে দেখা গিয়েছে ওটিটি প্ল্যাটফর্মেও। ‘তাজা খবর’ নামে একটি ওয়েব সিরিজ়ে অভিনয় করেন তিনি। এই সিরিজ়ের প্রযোজকও তিনি। ভুবনের মোট সম্পত্তির পরিমাণ প্রায় ১২২ কোটি টাকা।
০৬১৩
আইফোন হোক বা অ্যান্ড্রয়েড— কোন ধরনের ফোনে কী কী বৈশিষ্ট্য রয়েছে, এমনকি প্রযুক্তিগত কোনও সমস্যায় পড়লে তা থেকে কী করে রেহাই পাওয়া যাবে, সেই সংক্রান্ত ভিডিয়ো তৈরি করে ইউটিউবে পোস্ট করেন গৌরব চৌধরি।
০৭১৩
সূত্রের খবর, গৌরবের মোট সম্পত্তির পরিমাণ ৩৫৬ কোটি টাকা।
০৮১৩
অনুপ্রেরণামূলক ভিডিয়ো তৈরি করে ইউটিউব মাধ্যমে জনপ্রিয় সন্দীপ মাহেশ্বরী। দেশের ধনী ইউটিউবারের তালিকায় নাম রয়েছে তাঁরও। সূত্রের খবর, সন্দীপের মোট সম্পত্তির পরিমাণ ৪১ কোটি টাকা।
০৯১৩
ফিটনেস থেকে জীবন দর্শন, নানা ধরনের বিষয় নিয়ে বিশিষ্ট লোকজনের সাক্ষাৎকার নিয়ে ভিডিয়ো তৈরি করেন রণবীর আল্লাহবাদিয়া। ইউটিউব মাধ্যমে জনপ্রিয়তা রয়েছে তাঁরও।
১০১৩
সূত্রের খবর, রণবীরের মোট সম্পত্তির পরিমাণ ৫৮ কোটি টাকা।
১১১৩
ইউটিউবে নানা ধরনের ভ্লগ এবং বিনোদনমূলক ভিডিয়ো তৈরি করেন এলভিস যাদব। ‘বিগ বস্ ওটিটি ২’ রিয়্যালিটি শোয়ে বিজয়ী হন তিনি। এলভিসের মোট সম্পত্তির পরিমাণ নাকি ৫০ কোটি টাকা।
১২১৩
বিলাসবহুল গাড়ি এবং বাইক নিয়ে ভিডিয়ো তৈরি করেন অনুরাগ ডোভাল। ‘বিগ বস্’-এর ১৭তম সিজ়নে প্রতিযোগী হিসাবে অংশগ্রহণ করেন অনুরাগ। যদিও চূড়ান্ত পর্বের আগেই বিদায় নেন।
১৩১৩
এলভিসের সঙ্গে হাত মিলিয়েও ভিডিয়ো শুট করেছেন অনুরাগ। ভারতের ধনী ইউটিউবারের তালিকায় নাম রয়েছে অনুরাগের। অনুরাগের মোট সম্পত্তির পরিমাণ প্রায় ২৫ কোটি টাকা।