পিঙ্কি হরিয়ান। শৈশবে বাবা-মার সঙ্গে রাস্তায় ঘুরে ঘুরে ভিক্ষা চাইতেন এই তরুণী। হন্যে হয়ে খাবারের সন্ধান করতেন ম্যাকলিয়ডগঞ্জর বিভিন্ন আবর্জনার স্তূপে। ২০ বছর পর সেই পিঙ্কিই এখন চিকিৎসক। চিন থেকে ডাক্তারি পাশ করেছেন তিনি। ভারতেও যাতে খুব শীঘ্রই ডাক্তারি শুরু করতে পারেন, তার জন্য দিন রাত পরিশ্রম করে চলেছেন। কিন্তু কী ভাবে রাস্তায় সেই ভিক্ষুক হয়ে উঠলেন এক জন চিকিৎসক?