From Akshay Kumar to Shahid Kapoor, bollywood celebrities who had successful jobs before acting in films dgtl
Bollywood Stars
অক্ষয়, জন থেকে শাহিদ, চাকরি ছেড়ে অভিনয়ে নেমেছিলেন বলিউডের কোন তারকারা?
বলিপাড়ায় এমন বহু তারকা রয়েছেন যাঁরা অভিনয়জগতে নিজেদের কেরিয়ার শুরুর আগে চাকুরিজীবী ছিলেন। চাকরি ছেড়ে অভিনয়ে নেমেছিলেন তাঁরা। এই তালিকায় আর কোন কোন তারকার নাম রয়েছে জানেন?
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতাশেষ আপডেট: ১৫ জানুয়ারি ২০২৪ ২১:০৪
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১৯
অক্ষয় কুমার থেকে জন আব্রাহম, তাপসী পান্নু থেকে শাহিদ কপূর— বলিপাড়ায় এমন বহু তারকা রয়েছেন যাঁরা অভিনয়জগতে নিজেদের কেরিয়ার শুরুর আগে চাকুরিজীবী ছিলেন। চাকরি ছেড়ে অভিনয়ে নেমেছিলেন তাঁরা। এই তালিকায় আর কোন কোন তারকার নাম রয়েছে জানেন?
০২১৯
বলিপাড়া সূত্রে খবর, মার্শাল আর্টসের প্রশিক্ষণ নিতে ব্যাঙ্ককে গিয়েছিলেন বলি অভিনেতা অক্ষয় কুমার। সেখানে ‘ব্ল্যাক বেল্ট’ও পান তিনি। ব্যাঙ্ককে থাকাকালীন সেখানকার হোটেলে কাজ করতেন অক্ষয়।
০৩১৯
এক পুরনো সাক্ষাৎকারে অক্ষয় জানিয়েছিলেন, ব্যাঙ্ককের কোনও হোটেলে খাবার সরবরাহকারী আবার কোনও হোটেলে শেফ হিসাবেও কাজ করেছিলেন তিনি।
০৪১৯
বলিপাড়া সূত্রে খবর, ব্যাঙ্কক থেকে দেশে ফিরে এসে মার্শাল আর্টসের প্রশিক্ষণ দেওয়া শুরু করেন অক্ষয়। সেখানে তাঁর এক ছাত্র একটি ছোটখাটো সংস্থার তরফে মডেলিংয়ের প্রস্তাব দেন অক্ষয়কে। তার পর মডেলিং থেকে অভিনয়ে যাত্রাশুরু হয় বলিউডের ‘খিলাড়ি’র।
০৫১৯
চলতি বছরের ২২ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে ‘ডাঙ্কি’। রাজকুমার হিরানি প্রযোজিত এই ছবিতে মুখ্যচরিত্রে অভিনয় করতে দেখা যাবে শাহরুখ খান এবং ভিকি কৌশলের মতো বলি তারকাকে। থাকবেন বলি অভিনেত্রী তাপসী পান্নুও।
০৬১৯
২০১০ সালে তেলুগু ছবির মাধ্যমে বড় পর্দায় অভিনয় শুরু করেন তাপসী। তার পর একাধিক তামিল, তেলুগু এবং মালয়ালম ছবিতে অভিনয়ের সুযোগ পান তিনি। ২০১৩ সালে ‘চশমে বদ্দুর’ ছবির মাধ্যমে হিন্দি ফিল্মজগতে আত্মপ্রকাশ করেন তাপসী। বর্তমানে বলিউডের জনপ্রিয় অভিনেত্রীদের তালিকায় নাম লিখিয়ে ফেলেছেন তিনি।
০৭১৯
বলিপাড়া সূত্রে খবর, অভিনয়ে নামার আগে চাকরিকরতেন তাপসী। কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং নিয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন তিনি। তার পর সফ্টওয়্যার ইঞ্জিনিয়ার হিসাবে চাকরি শুরু করেন তাপসী।
০৮১৯
বলিপাড়া সূত্রে খবর, চাকরির সূত্রে আইফোনের জন্য একটি অ্যাপ বানিয়েছিলেন তাপসী। চাকরি করাকালীন মডেলিংজগতের সঙ্গে যুক্ত হন তিনি। তার পর নিজের পরিচিতি ধীরে ধীরে গড়ে উঠলে চাকরি ছেড়ে প্রথমে মডেলিং এবং তার পর অভিনয়ে নামেন তাপসী।
০৯১৯
২০০৩ সালে ‘মুন্নাভাই এমবিবিএস’ ছবির মাধ্যমে বলিপাড়ায় আত্মপ্রকাশ করেন বোমান ইরানি। তার আগে অবশ্য ‘ডরনা মানা হ্যায়’ ছবিতে ছোটখাটো চরিত্রে অভিনয়ের পাশাপাশি বিভিন্ন নামী সংস্থার বিজ্ঞাপন এবং থিয়েটারে অভিনয় করেছিলেন বোমান।
১০১৯
বলিপাড়া সূত্রে খবর, অভিনয়ে নামার আগে মায়ের বেকারির দোকানে বসতেন বোমান। সেখানে চা এবং আলুর চিপ্স বিক্রি করতেন তিনি। ৩২ বছর বয়স পর্যন্ত দোকানে বসার পর মুম্বইয়ের একটি বিলাসবহুল হোটেলে চাকরি পান বোমান।
১১১৯
হোটেলে কাজ করে যে পরিমাণ বা়ড়তি টাকা (টিপ সস) পেতেন তা জমিয়ে একটি ক্যামেরা কিনেছিলেন বোমান। বলিপাড়া সূত্রে খবর, স্কুলস্তরের ফুটবল ম্যাচ থেকে শুরু করে ক্রিকেট ম্যাচে গিয়ে ছবি তুলতেন তিনি। সেই ছবিগুলি বিক্রি করে উপরি রোজগার হত তাঁর।
১২১৯
ফোটোগ্রাফির নেশা পেয়ে বসেছিল বোমানকে। নামী আলোকচিত্রশিল্পীর সহকারী হিসাবে কাজও করেছিলেন কিছু দিন। তার পর জাতীয় থেকে আন্তর্জাতিক স্তরের খেলার ছবি তুলতে শুরু করেন তিনি। ফোটোগ্রাফি ছেড়ে থিয়েটার এবং থিয়েটার ছেড়ে পরে অভিনয়ে নামেন বোমান।
১৩১৯
মডেলিংজগতে জনপ্রিয় হয়ে ওঠার পর অভিনয়জগতে পা রাখেন বলি অভিনেতা জন আব্রাহম। অভিনয়ে নামার আগে একটি বিজ্ঞাপনী সংস্থায় কর্মরত ছিলেন জন।
১৪১৯
অভিনয়ে নামার আগে পেশায় চাকুরিজীবী ছিলেন বলি অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকি। একটি পেট্রোকেমিক্যাল সংস্থায় কাজ করতেন তিনি।
১৫১৯
অভিনয়ে নামার আগে নৃত্যশিল্পী হিসাবে বহু দিন কাজ করেছিলেন শাহিদ কপূর। একাধিক হিন্দি ছবিতে ‘ব্যাকগ্রাউন্ড ডান্সার’ হিসাবেও দেখা গিয়েছে তাঁকে।
১৬১৯
১৯৯৭ সালে মুক্তিপ্রাপ্ত ‘দিল তো পাগল হ্যায়’ এবং ১৯৯৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘তাল’ ছবিতে ‘ব্যাকগ্রাউন্ড ডান্সার’ হিসাবে অভিনয় করেন শাহিদ।
১৭১৯
বিভিন্ন খ্যাতনামী সংস্থার বিজ্ঞাপন এবং মিউজ়িক ভিডিয়োতেও অভিনয় করেছিলেন শাহিদ। ২০০৩ সালে ‘ইশক ভিশক’ ছবির মাধ্যমে বলিপাড়ায় অভিনেতা হিসাবে আত্মপ্রকাশ করেন তিনি।
১৮১৯
বলিপাড়া সূত্রে খবর, অভিনেতা হিসাবে কেরিয়ার শুরুর আগে একটি বিজ্ঞাপনী সংস্থায় ‘কপিরাইটার’-এর পদে কর্মরত ছিলেন বলি অভিনেতা রণবীর সিংহ।
১৯১৯
বলিপাড়া সূত্রে খবর, অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ হিন্দি ফিল্মজগতে নামার আগে শ্রীলঙ্কার একটি চ্যানেলের হয়ে সাংবাদিকতা করতেন।