From 350 pairs of shoes to 11 stylists Akshay Kumar net worth dgtl
Akshay Kumar
Akshay Kumar: তাঁকে কেতাদুরস্ত করতেই রয়েছে ১১ জনের দল, রয়েছে ৩৫০ জোড়া জুতো! অক্ষয় সত্যিই ‘খিলাড়ি’
বিলাসবহুল গাড়ি ও আবাসন ছাড়াও রয়েছে প্রাইভেট জেটও। উপার্জনের শীর্ষে থাকা বলিউডের ‘খিলাড়ি’ আজ ৫০০ কোটি টাকা সম্পত্তির মালিক।
নিজস্ব প্রতিবেদন
কলকাতাশেষ আপডেট: ৩০ জুলাই ২০২২ ১০:৫৯
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১৫
‘ভারতের নয়, তিনি নাকি এখন কানাডার নাগরিক’— এ রকম বহু কটাক্ষের শিকার হয়েছেন অভিনেতা। তবুও, তাঁকে দমানো যায়নি কোনও ভাবেই। কারণ, দিনের শেষে ‘খিলাড়ি’ খিলাড়িই থাকেন, থাকবেনও।
০২১৫
নিজেকে কঠোর নিয়মের মধ্যে বেঁধে ফেলা ‘ফিটনেস ফ্রিক’ অভিনেতা অক্ষয় কুমার উপার্জনের শীর্ষে থাকা অভিনেতাদের মধ্যে এক জন। তিন দশক ধরে বড়পর্দায় একের পর এক হিট ছবি উপহার দিয়ে গিয়েছেন রাজীব হরি ওম ভাটিয়া ওরফে অক্ষয়।
০৩১৫
১৯৯১ সালে ‘সৌগন্ধ’ ছবির মাধ্যমে বলিউডে প্রথম পা রাখেন তিনি। তার পর অক্ষয়ের কেরিয়ারের রেখচিত্র ক্রমশ উপরের দিকে উঠতে থাকে। বলিউড জগতের সঙ্গে কোনও রকম যোগসূ্ত্র না থাকলেও নিজের অভিনয় দক্ষতার মাধ্যমে খান-কপূরদের এখনও টেক্কা দিয়ে যাচ্ছেন তিনি।
০৪১৫
ফোর্বসের তথ্য অনুযায়ী, ২০১৫ এবং ২০১৯ সালে বিশ্বের বিত্তশালী ব্যক্তিদের মধ্যে উপার্জনের নিরিখে তিনি ৫২তম স্থানে ছিলেন। চার কোটি ৮৫ লক্ষ ডলার (ভারতীয় মুদ্রায় ৩৮৭ কোটি ৫৮ লক্ষ টাকার কাছাকাছি) মূল্যের সম্পত্তির অধিকারী ছিলেন অক্ষয়।
০৫১৫
বর্তমানে, অক্ষয় ৫০০ কোটি টাকার সম্পত্তির মালিক। এমনকি, গত পাঁচ বছর ধরে ভারতের সর্বোচ্চ করদাতা হিসাবে এসেছে অক্ষয় কুমারের নাম।
০৬১৫
সরকারি প্রতিবেদন অনুযায়ী, বিনোদন জগতে সবচেয়ে বেশি টাকা কর দিয়েছেন অক্ষয় কুমার। আয়কর দফতর তাই বলিউড অভিনেতাকে বিশেষ সম্মানফলক এবং একটি শংসাপত্রও পাঠিয়েছে।
০৭১৫
সংবাদ সংস্থার খবর অনুযায়ী, ছবি প্রতি আনুমানিক ৭০ কোটি টাকা থেকে ১১৫ কোটি টাকা পর্যন্ত পারিশ্রমিক নেন অভিনেতা। বিজ্ঞাপনেও কাজ করতে দেখা যায় অক্ষয়কে। বিজ্ঞাপন পিছু দুই থেকে তিন কোটি টাকা ধার্য করেন তিনি।
০৮১৫
জানা যায়, মুম্বইয়ে জুহু সমুদ্রসৈকতের মুখোমুখি একটি বিলাসবহুল বাংলোয় স্ত্রী-সহ দুই সন্তানকে নিয়ে থাকেন তিনি। এই বাংলোর লাগোয়া একটি বাগানও রয়েছে।
০৯১৫
তাঁর বাড়ি থেকে আরব সাগরের অপূর্ব দৃশ্য দেখা যায়। তথ্য অনুযায়ী, এই বাংলোর মূল্য আনুমানিক ৮০ কোটি টাকা।
১০১৫
এ ছাড়াও, গোয়ায় তিনি পাঁচ কোটি টাকা মূল্যের একটি হলিডে হোমও কিনে রেখেছেন। আন্ধেরির ট্রান্সকন ট্রায়াম্ফ বিল্ডিং-এ আরও চারটি ফ্ল্যাট রয়েছে অক্ষয়ের। প্রতিটি ফ্ল্যাটের মূল্য চার কোটি পঞ্চাশ লক্ষ টাকা।
১১১৫
অভিনেতার শখ বিলাসবহুল গাড়ি সংগ্রহ করা। তাঁর বাড়ির গ্যারাজে সারি দিয়ে দাঁড়িয়ে রয়েছে বহুমূল্য সব গাড়ি। আট থেকে নয় কোটি টাকা মূল্যের রোলস রয়েস ফ্যান্টম থেকে শুরু করে মার্সিডিজ, পোর্সের মতো নামী ব্র্যান্ডের গাড়ি রয়েছে তাঁর সংগ্রহে।
১২১৫
অক্ষয়ের কাছে বেন্টলি কন্টিনেন্টাল জিটি রয়েছে যার মূল্য তিন কোটি ৫৭ লক্ষ টাকা। তাঁর কাছে পোর্সে গাড়ির যে মডেলটি রয়েছে তার মূল্য এক কোটি ২০ লক্ষ টাকা। এ ছাড়াও আড়াই কোটি টাকা মূল্যের একটি রেঞ্জ রোভার গাড়ি কিনেছেন তিনি।
১৩১৫
কোটি টাকা মূল্যের গাড়ি ছাড়া অক্ষয় আকাশপথে যাতায়াতের জন্য একটি প্রাইভেট জেটও কিনেছেন। ভারতীয় মুদ্রায় এই বিমানের মূল্য আনুমানিক ২৬০ কোটি টাকা।
১৪১৫
এক সাক্ষাৎকারে অক্ষয়-পত্নী জানিয়েছিলেন, অক্ষয়কে সাজানোর জন্যই ১১ জন ব্যক্তি রয়েছেন। জামাকাপড় রাখার জন্যে একটি আলাদা ঘরই আছে অভিনেতার। সংবাদ সংস্থার খবর অনুযায়ী, তাঁর কাছে ৩৫০ জোড়া জুতো রয়েছে।
১৫১৫
শরীরচর্চায় পারদর্শী অক্ষয় নিয়মিত সময় মেনে দৌড়ান। তাঁর সংগ্রহে ‘পুমা’, ‘নাইকি’, ‘অ্যাডিডাস’-সহ নামী ব্র্যান্ডের ‘রানিং শ্যু’ রয়েছে। শুধু তাই নয়, ফর্ম্যাল থেকে ক্যাজুয়াল— সব ধরনের জুতোই নিজের সংগ্রহ রেখেছেন অক্ষয়। জানা যায়, তাঁর কাছে এক কোটি টাকা মূল্যের জুতো রয়েছে।