Advertisement
১০ জানুয়ারি ২০২৫
Love Relationship

সৎবাবাকে বিয়ে! সিদ্ধান্ত নিয়ে ভুল করেননি, দাবি ‘কন্যা’র

ক্রিস্টির বয়স ২৬ বছর। লাস ভেগাসের বাসিন্দা তিনি। ২৭ ফেব্রুয়ারি নিজের টিকটক অ্যাকাউন্ট থেকে ৬ সেকেন্ড দৈর্ঘ্যের একটি ভিডিয়ো পোস্ট করেছেন ক্রিস্টি।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১২ মার্চ ২০২৩ ১০:৫০
Share: Save:
০১ ১৫
Florida woman

ভালবাসার মানুষের সঙ্গে সারা জীবন কাটানোর স্বপ্ন সকলেই দেখেন। সেই স্বপ্নপূরণ হওয়ার আনন্দও পরিমাপ করা যায় না। বিয়ের দিনটিও ভালবাসাময়, স্মরণীয় দিন হয়ে রয়ে যায় জীবনে। ২৭ ফেব্রুয়ারি তারিখটিও স্মরণীয় হয়ে থাকবে ক্রিস্টির জীবনে। লাস ভেগাসে মনের মানুষের সঙ্গে চারহাত এক করেছেন তিনি। একে অপরের ঠোঁটে ভালবাসা এঁকে দিচ্ছেন ক্রিস্টি এবং তাঁর সঙ্গী। সমাজমাধ্যমে সেই মুহূর্তের ছবিও দিয়েছেন তিনি। কিন্তু সঙ্গীর পরিচয় জানাতেই গোল বাধল। এ কাকে বিয়ে করেছেন তিনি! এ-ও কি সম্ভব!

ছবি: সংগৃহীত

০২ ১৫
ক্রিস্টির বয়স ২৬ বছর। লাস ভেগাসের বাসিন্দা তিনি। ২৭ ফেব্রুয়ারি নিজের টিকটক অ্যাকাউন্ট থেকে ৬ সেকেন্ডের একটি ভিডিয়ো পোস্ট করেছেন ক্রিস্টি। ভিডিয়ো পোস্ট করে তিনি জানান যে, ‘নিজের সৎবাবাকে বিয়ে করে আমি জীবনে সবচেয়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছি।’ এমনকি ভিডিয়োটি পোস্ট করে নীচে সে রকম হ্যাশটাগও ব্যবহার করেছেন ক্রিস্টি।

ক্রিস্টির বয়স ২৬ বছর। লাস ভেগাসের বাসিন্দা তিনি। ২৭ ফেব্রুয়ারি নিজের টিকটক অ্যাকাউন্ট থেকে ৬ সেকেন্ডের একটি ভিডিয়ো পোস্ট করেছেন ক্রিস্টি। ভিডিয়ো পোস্ট করে তিনি জানান যে, ‘নিজের সৎবাবাকে বিয়ে করে আমি জীবনে সবচেয়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছি।’ এমনকি ভিডিয়োটি পোস্ট করে নীচে সে রকম হ্যাশটাগও ব্যবহার করেছেন ক্রিস্টি।

ছবি: সংগৃহীত

০৩ ১৫
স্বল্পদৈর্ঘ্যের ভিডিয়োটি সমাজমাধ্যমে ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছে। এক লক্ষেরও বেশি সমাজমাধ্যম ব্যবহারকারী এই ভিডিয়োতে মন্তব্য করেছেন। ২৩ লক্ষের বেশি লোক ভিডিয়োটি দেখেছেন।

স্বল্পদৈর্ঘ্যের ভিডিয়োটি সমাজমাধ্যমে ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছে। এক লক্ষেরও বেশি সমাজমাধ্যম ব্যবহারকারী এই ভিডিয়োতে মন্তব্য করেছেন। ২৩ লক্ষের বেশি লোক ভিডিয়োটি দেখেছেন।

প্রতীকী ছবি

০৪ ১৫
কেউ কেউ মন্তব্য করেছেন যে, ভালবাসলে বয়সের পার্থক্য কত বেশি তা নিয়ে কিছু যায়-আসে না। দু’জন মানুষ একে অপরের সঙ্গে সুখেশান্তিতে থাকাটাই আসল বলে মনে করেন তাঁরা। মন ভরে ক্রিস্টিকে নতুন জীবনের জন্য আশীর্বাদ করেছেন তাঁরা।

কেউ কেউ মন্তব্য করেছেন যে, ভালবাসলে বয়সের পার্থক্য কত বেশি তা নিয়ে কিছু যায়-আসে না। দু’জন মানুষ একে অপরের সঙ্গে সুখেশান্তিতে থাকাটাই আসল বলে মনে করেন তাঁরা। মন ভরে ক্রিস্টিকে নতুন জীবনের জন্য আশীর্বাদ করেছেন তাঁরা।

প্রতীকী ছবি

০৫ ১৫
আবার ক্রিস্টির এই সিদ্ধান্তকে অধিকাংশই মেনে নেননি। কন্যাসম হয়ে নিজের ‘সৎবাবা’কে কী করে ক্রিস্টি বিয়ে করতে পারলেন তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই।

আবার ক্রিস্টির এই সিদ্ধান্তকে অধিকাংশই মেনে নেননি। কন্যাসম হয়ে নিজের ‘সৎবাবা’কে কী করে ক্রিস্টি বিয়ে করতে পারলেন তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই।

ছবি: সংগৃহীত

০৬ ১৫
কেউ কেউ মনে করেছেন যে, ক্রিস্টি তৃতীয় ব্যক্তি হয়ে তাঁর মায়ের সম্পর্কে ঢুকে পড়েছিল বলে তাঁদের সম্পর্ক ভেঙে গিয়েছে। ক্রিস্টির সঙ্গে তাঁর মায়ের কোনও সম্পর্ক নেই বলেই তিনি এই সিদ্ধান্ত নিতে পেরেছেন বলে অনুমান করেছেন সমাজমাধ্যম ব্যবহারকারীদের একাংশ।

কেউ কেউ মনে করেছেন যে, ক্রিস্টি তৃতীয় ব্যক্তি হয়ে তাঁর মায়ের সম্পর্কে ঢুকে পড়েছিল বলে তাঁদের সম্পর্ক ভেঙে গিয়েছে। ক্রিস্টির সঙ্গে তাঁর মায়ের কোনও সম্পর্ক নেই বলেই তিনি এই সিদ্ধান্ত নিতে পেরেছেন বলে অনুমান করেছেন সমাজমাধ্যম ব্যবহারকারীদের একাংশ।

প্রতীকী ছবি

০৭ ১৫
কেউ কেউ ক্রিস্টি এবং তাঁর সঙ্গীর সম্পর্ক নিয়ে কুরুচিকর মন্তব্যও করেছেন। অবশেষে ক্রিস্টি তাঁর নীরবতা ভেঙে তাঁর সম্পর্ক নিয়ে মুখ খোলেন। নিজের সঙ্গীর ছবি দিয়ে তাঁর আসল পরিচয়ও জানান ক্রিস্টি।

কেউ কেউ ক্রিস্টি এবং তাঁর সঙ্গীর সম্পর্ক নিয়ে কুরুচিকর মন্তব্যও করেছেন। অবশেষে ক্রিস্টি তাঁর নীরবতা ভেঙে তাঁর সম্পর্ক নিয়ে মুখ খোলেন। নিজের সঙ্গীর ছবি দিয়ে তাঁর আসল পরিচয়ও জানান ক্রিস্টি।

ছবি: সংগৃহীত

০৮ ১৫
ক্রিস্টি বলেন, ‘‘প্রথমেই আমি কিছু কথা স্পষ্ট করে বলতে চাই। আমি আমার সৎবাবাকে বিয়ে করিনি। পুরোটাই রসিকতা ছিল। আপনারা যতটা আগ্রহ দেখিয়েছেন, আমাদের প্রেমকাহিনি ততটাও রসালো নয়।’’

ক্রিস্টি বলেন, ‘‘প্রথমেই আমি কিছু কথা স্পষ্ট করে বলতে চাই। আমি আমার সৎবাবাকে বিয়ে করিনি। পুরোটাই রসিকতা ছিল। আপনারা যতটা আগ্রহ দেখিয়েছেন, আমাদের প্রেমকাহিনি ততটাও রসালো নয়।’’

ছবি: সংগৃহীত

০৯ ১৫
অনেকেই ক্রিস্টিকে জিজ্ঞাসা করেছেন যে, তাঁর সঙ্গে ‘সৎবাবা’র বয়সের পার্থক্য কত? তাঁর ‘সৎবাবা’র কাছে কি তিনি মানুষ হয়েছেন? ক্রিস্টির মা এবং তাঁর ‘সৎবাবা’র কি কোনও সন্তান রয়েছে? সব প্রশ্নের উত্তর দিয়েছেন ক্রিস্টি।

অনেকেই ক্রিস্টিকে জিজ্ঞাসা করেছেন যে, তাঁর সঙ্গে ‘সৎবাবা’র বয়সের পার্থক্য কত? তাঁর ‘সৎবাবা’র কাছে কি তিনি মানুষ হয়েছেন? ক্রিস্টির মা এবং তাঁর ‘সৎবাবা’র কি কোনও সন্তান রয়েছে? সব প্রশ্নের উত্তর দিয়েছেন ক্রিস্টি।

প্রতীকী ছবি

১০ ১৫
ক্রিস্টি তাঁর ভাই শন, ক্রিস্টোফার হ্যারিসের সঙ্গে ভাল বন্ধুর মতো মিশত বলে জানিয়েছেন ক্রিস্টি। ভাইয়ের সূত্রে তাঁর স্বামীর সঙ্গে আলাপ হয় ক্রিস্টির।

ক্রিস্টি তাঁর ভাই শন, ক্রিস্টোফার হ্যারিসের সঙ্গে ভাল বন্ধুর মতো মিশত বলে জানিয়েছেন ক্রিস্টি। ভাইয়ের সূত্রে তাঁর স্বামীর সঙ্গে আলাপ হয় ক্রিস্টির।

ছবি: সংগৃহীত

১১ ১৫
ক্রিস্টি বলেন, ‘‘আমার স্বামী এবং শন সারা দিন একসঙ্গে থাকত। শনের পাশাপাশি আমারও ভাল বন্ধু হয়ে গিয়েছিল ও। বাইক দুর্ঘটনায় শন মারা যাওয়ায় আমরা দু’জনেই খুব ভেঙে পড়ি।’’

ক্রিস্টি বলেন, ‘‘আমার স্বামী এবং শন সারা দিন একসঙ্গে থাকত। শনের পাশাপাশি আমারও ভাল বন্ধু হয়ে গিয়েছিল ও। বাইক দুর্ঘটনায় শন মারা যাওয়ায় আমরা দু’জনেই খুব ভেঙে পড়ি।’’

প্রতীকী ছবি

১২ ১৫
শনের মৃত্যুর পর তাঁর বন্ধু এক মুহূর্তের জন্যও ক্রিস্টিকে একা থাকতে দেননি। ক্রিস্টি বলেন, ‘‘বাবার মতো আমায় আগলে রাখত ও। আমি তখন বুঝতে পেরেছিলাম যে, ও-ই আমার জীবনসঙ্গী। কখন যে ভালবেসে ফেললাম বুঝতেই পারিনি।’’

শনের মৃত্যুর পর তাঁর বন্ধু এক মুহূর্তের জন্যও ক্রিস্টিকে একা থাকতে দেননি। ক্রিস্টি বলেন, ‘‘বাবার মতো আমায় আগলে রাখত ও। আমি তখন বুঝতে পেরেছিলাম যে, ও-ই আমার জীবনসঙ্গী। কখন যে ভালবেসে ফেললাম বুঝতেই পারিনি।’’

প্রতীকী ছবি

১৩ ১৫
দু’জনে সম্পর্কে আসার কিছু দিন পর এক কন্যাসন্তান জন্ম দেন ক্রিস্টি। তার কয়েক বছর পর পুত্রসন্তানের জন্ম দেন তিনি। প্রথম দুই সন্তানের নাম নিজের ভাইয়ের নামে রাখেন ক্রিস্টি।

দু’জনে সম্পর্কে আসার কিছু দিন পর এক কন্যাসন্তান জন্ম দেন ক্রিস্টি। তার কয়েক বছর পর পুত্রসন্তানের জন্ম দেন তিনি। প্রথম দুই সন্তানের নাম নিজের ভাইয়ের নামে রাখেন ক্রিস্টি।

প্রতীকী ছবি

১৪ ১৫
এর পর দ্বিতীয় কন্যাসন্তান ক্রু রেইনের জন্ম দেন ক্রিস্টি। তিনি জানান, লাস ভেগাসে বিয়ে হওয়ার পরের দিন ক্রিস্টি জানতে পারেন যে তিনি তৃতীয় সন্তান গর্ভে ধারণ করেছেন।

এর পর দ্বিতীয় কন্যাসন্তান ক্রু রেইনের জন্ম দেন ক্রিস্টি। তিনি জানান, লাস ভেগাসে বিয়ে হওয়ার পরের দিন ক্রিস্টি জানতে পারেন যে তিনি তৃতীয় সন্তান গর্ভে ধারণ করেছেন।

প্রতীকী ছবি

১৫ ১৫
অর্থাৎ ২৭ ফেব্রুয়ারি বিবাহবার্ষিকীর দিন ক্রিস্টি তাঁর সঙ্গীর সঙ্গে ভিডিয়োটি পোস্ট করেছিলেন। তিনি জানান, এখন তিন সন্তান এবং স্বামী নিয়ে সুখে সংসার করছেন। তিনি যে ভাবে মজা করেছেন, তার জন্য চর্চা হওয়া স্বাভাবিক বলেও স্বীকার করেছেন ক্রিস্টি।

অর্থাৎ ২৭ ফেব্রুয়ারি বিবাহবার্ষিকীর দিন ক্রিস্টি তাঁর সঙ্গীর সঙ্গে ভিডিয়োটি পোস্ট করেছিলেন। তিনি জানান, এখন তিন সন্তান এবং স্বামী নিয়ে সুখে সংসার করছেন। তিনি যে ভাবে মজা করেছেন, তার জন্য চর্চা হওয়া স্বাভাবিক বলেও স্বীকার করেছেন ক্রিস্টি।

ছবি: সংগৃহীত

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy