Fast Radio Burst scientists detect mysterious radio signal from space dgtl
Radio
Fast Radio Burst: মহাকাশে এ কিসের ইঙ্গিত! রহস্যময় রেডিয়ো সঙ্কেত ঘুম কাড়ছে বিজ্ঞানীদের
মহাকাশ থেকে একটি রহস্যময় রেডিয়ো সঙ্কেত মিলেছে। এই রেডিয়ো সঙ্কেতটির নাম রাখা হয়েছে এফআরবি ‘২০১৯০৫২০বি’।
শেষ আপডেট: ১২ জুন ২০২২ ১৩:০০
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১২
মহাকাশে না জানি লুকিয়ে রয়েছে কত রহস্য! এ বার তেমনই এক নতুন রহস্যের সঙ্কেত পেলেন জ্যোতির্বিজ্ঞানীরা। মহাকাশ থেকে একটি রহস্যময় রেডিয়ো সঙ্কেত মিলেছে। আর তা নিয়েই শুরু হয়েছে চর্চা।
০২১২
প্রায় ৩০০ কোটি আলোকবর্ষ দূরের অন্য একটি নক্ষত্রমণ্ডল থেকে ওই রেডিয়ো সঙ্কেতটির হদিস মিলেছে।
০৩১২
এই রেডিয়ো সঙ্কেতটির নাম রাখা হয়েছে এফআরবি ‘২০১৯০৫২০বি’।
০৪১২
রহস্যময় সঙ্কেত নিয়ে গবেষণা সংক্রান্ত তথ্য বিজ্ঞান জার্নাল ‘নেচার’-এ প্রকাশ করা হয়েছে।
০৫১২
এই নিয়ে দ্বিতীয় বার এই ধরনের রেডিয়ো সঙ্কেত মিলল মহাকাশ থেকে।
০৬১২
২০০৭ সালে প্রথম বার এমনই একটি রেডিয়ো সঙ্কেতের হদিস পান বিজ্ঞানীরা।
০৭১২
‘স্পেস ডট কম’-এর খবর অনুযায়ী, প্রথম বার রহস্যময় রেডিয়ো সঙ্কেতের হদিস পাওয়ার কৃতিত্ব রয়েছে স্নাতক পড়ুয়া ডেভিড নারকেভিক ও তাঁর সুপারভাইজার ডানকান লোরিমারের ঝুলিতে।
০৮১২
এই ধরনের রেডিয়ো সঙ্কেত সম্পর্কে কোনও স্বচ্ছ ধারণা পাননি বিজ্ঞানীরা। সে কারণে এ নিয়ে আরও গবেষণা চালাচ্ছেন তাঁরা।
০৯১২
২০১৯ সালের মে মাসে চিনের গুইঝোতে ৫০০ মিটার অ্যাপারচার স্ফেরিক্যাল রেডিয়ো টেলিস্কোপের সাহায্যে রেডিয়ো সঙ্কেতের হদিস পাওয়া গিয়েছিল।
১০১২
২০২০ সালের এপ্রিল মাস থেকে সেপ্টেম্বরের মধ্যে প্রায় ৭৫টি রেডিয়ো সঙ্কেত পাওয়া যায়।
১১১২
মহাজাগতিক বস্তু থেকে একাধিক বিস্ফোরণের জেরে এই ধরনের রেডিয়ো সঙ্কেত পাওয়া যায় বলে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে।
১২১২
এফআরবি হল তীব্র সঙ্কেত। যার স্থায়িত্ব কয়েক মিলিসেকেন্ড হয়। তবে এই সঙ্কেতগুলি বার বার ফিরে আসে।