Meet Bollywood actress Eisha Chopra, got popularity for web-series dgtl
Eisha Chopra
লেখিকা, নিউ ইয়র্ক থেকে পড়াশোনা করা এই বলি অভিনেত্রীর ডেবিউ ছবিই পায় জাতীয় পুরস্কার
আজকাল তাঁকে লোকজন অনিতা নামেই বেশি চেনে। নিজের নামের বদলে অন্য নামেই বেশি পরিচিত বলিউডের এই অভিনেত্রী।
নিজস্ব প্রতিবেদন
কলকাতাশেষ আপডেট: ১০ এপ্রিল ২০১৯ ১৫:১৮
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১২
আজকাল তাঁকে লোকজন অনিতা নামেই বেশি চেনে। নিজের নামের বদলে অন্য নামেই বেশি পরিচিত বলিউডের এই অভিনেত্রী।
০২১২
বহুমুখী প্রতিভাসম্পন্ন এই অভিনেত্রী একটি ওয়েব সিরিজের মাধ্যমে সম্প্রতি নেট দুনিয়ার সেনসেশন হয়ে গিয়েছেন।
০৩১২
ঈশা চোপড়া নামের এই তরুণী ২০১৪ সালে একটি শর্ট ফিল্ম দিয়ে অভিনয়ের কাজ শুরু করেন।
০৪১২
বলিউড ছবি ‘নীরজা’ দিয়ে বড় পর্দায় ডেবিউ হয় তাঁর। প্রথম ছবিই জাতীয় পুরস্কার পাওয়ায় শিরোনামে আসেন অভিনেত্রী।
০৫১২
দিল্লির বসন্ত বিহারের মডার্ন স্কুলে পড়াশোনা করেছেন তিনি। পরবর্তীতে তিনি পাড়ি দেন নিউ ইয়র্ক।
০৬১২
নিউ ইয়র্কের পার্সনস স্কুল অব ডিজাইন থেকে কমিউনিকেশন ডিজাইন পাস করেন তিনি।
০৭১২
পরিবারে বাবা ও দিদি দু’জনেই চিকিৎসক। পড়াশোনাই করতে চেয়েছিলেন ঈশা। তবে ছোটবেলা থেকেই অভিনয়ে আকৃষ্ট ছিলেন।
০৮১২
বাড়ির উৎসাহে ছয় বছর বয়স থেকে মঞ্চে অভিনয় শুরু করেন।
০৯১২
‘বেওয়াফা সি ওয়াফা’, ‘হোয়াট দ্য ফোকস’ ওয়েব সিরিজে তুমুল জনপ্রিয়তা পান ঈশা।
১০১২
হিন্দি ধারাবাহিক ও বিজ্ঞাপনী ছবিতেও দেখা গিয়েছে তাঁকে। ঈশার উপস্থিতি বেশ অভিজাত, এমনটাই বলছেন দর্শক।
১১১২
তবে ঈশার পরিচয়টা একটু অন্য রকমও। তিনি নিয়মিত লেখালেখি করেন। নানা জায়গায় তাঁর লেখা বেরিয়েছে। তিনি বেশ কিছু চিত্রনাট্য লিখেছেন ওয়েবসিরিজের জন্য।
১২১২
সম্প্রতি ছবি পরিচালনার কাজেও হাত দিয়েছেন ঈশা। মিটু আন্দোলন নিয়েও মুখ খুলেছেন তিনি। বলেছেন, এই ধরনের প্রতিবাদ হলে মেয়েদের জন্য কাজের জায়গা আরও সুরক্ষিত হবে।