মাহিষ্মতি রাজ্য, যুদ্ধ, প্রেম, গোপন শত্রুতা, প্রেমের জন্য সিংহাসন ছেড়ে দেওয়া, প্রজা ও রাজার সম্পর্ক— কী নেই এই ছবিতে। চোখ ধাঁধানো পোশাক, আর্ট ডিজাইন ও গ্রাফিক্সে বলিউডকে নতুন করে ‘ব্লকবাস্টার’-এর সংজ্ঞা শিখিয়েছিল এই ছবি। ‘বাহুবলী দ্য বিগিনিং’ ও তার সিকোয়েল ‘বাহুবলী দ্য কনক্লিউশন’। সমান হিট সিকোয়েলটিও।