Advertisement
০৮ জানুয়ারি ২০২৫
Celebrity Life

না হওয়া ছবির চিত্রনাট্যকে বইয়ের আকার দেবেন প্রভাত রায়, বইমেলায় বিশেষ পরিকল্পনা

প্রথম আত্মজীবনী ‘ক্ল্যাপস্টিক’ হইহই করে পড়ছেন পাঠক। প্রভাত রায়ের প্রথম বইয়ের তৃতীয় সংস্করণ প্রকাশিত হতে চলেছে। আগামী দিনে আর কী পরিকল্পনা তাঁর?

আত্মজীবনী ‘ক্ল্যাপস্টিক’-এর সঙ্গে প্রভাত রায়।

আত্মজীবনী ‘ক্ল্যাপস্টিক’-এর সঙ্গে প্রভাত রায়। নিজস্ব চিত্র।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ০৭ জানুয়ারি ২০২৫ ২০:৪৫
Share: Save:

শুটিংয়ে যত বার ক্ল্যাপস্টিক দিয়েছেন প্রত্যেকটি স্মরণীয়। স্মরণীয় ছবির জনপ্রিয়তার কারণে। জীবনের দ্বিতীয় ইনিংসেও নতুন করে জনপ্রিয়তার জোয়ারে ভাসছেন প্রভাত রায়। যেন নবজন্ম রুপোলি পর্দার পরিচালকের। এক দিকে নিয়মিত ডায়ালিসিস চলেছে তাঁর। সেই তিনিই মেয়ে একতা ভট্টাচার্যের সহযোগিতায় আত্মজীবনী লিখেছেন, ‘ক্ল্যাপস্টিক’। পাঠকের চাহিদায় যার তৃতীয় সংস্করণ চলতি মাসেই প্রকাশিত হবে।

প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, প্রভাত রায়।

প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, প্রভাত রায়।

শীতের আবহে কেমন আছেন বর্ষীয়ান পরিচালক? ঠান্ডায় কাবু? আনন্দবাজার অনলাইনের প্রশ্নে জানালেন, ভাল আছেন। তরতাজা ভাব তাঁর কণ্ঠে, প্রতি কথায়। তবে শীত এ বার যেন একটু বেশিই লাগছে তাঁর! পর ক্ষণেই দাবি, ভাল লাগছে, উপভোগ করছেন। ঠিক যেমন জীবনের দ্বিতীয় ইনিংস? খুশি গলায় বললেন, “বলতে পারেন। এত পাঠক আমার বই পড়ছেন। প্রশংসা করছেন। কার না ভাল লাগে?”

টলিউড প্রভাত রায়ের পাশে।

টলিউড প্রভাত রায়ের পাশে।

খবর, বইয়ের পাতায় পাতায় বাংলা ছায়াছবির অসংখ্য ছবি। উত্তমকুমারের সঙ্গে প্রভাত রায়, অমিতাভ বচ্চনের সঙ্গেও। তেমনই ছত্রে ছত্রে, স্মৃতিকথা, অভিজ্ঞতার হাত ধরে তৎকালীন সময়ের বিনোদন দুনিয়া, বলিউড এবং টলিউডের নেপথ্য গল্প। এগুলোই কি পাঠক টানছে? “একদম”, স্বীকার করে নিয়েছেন তিনি। বলেছেন, “সকলে বাইরে থেকে ইন্ডাস্ট্রিকে দেখেন। অন্দরে কী? কেউ জানতে পারেন না। কিন্তু জানার ইচ্ছে অদম্য। আমার বই সেই গল্পই তুলে ধরেছে।” আরও আগে যদি কলম ধরতেন... পরিচালকের কিন্তু কোনও আফসোস নেই। উল্টে জানিয়েছেন, সময়ে ফল ফললে সেটাই মিষ্টি।

প্রথম বই যাঁর এত জনপ্রিয়, তাঁর তো আরও বই থাকা উচিত! এর জবাব এল প্রভাত রায়ের কন্যা একতার থেকে। তিনি বললেন, “বলে বলে বাবিকে নিয়ে লিখেছি। মনে হয়েছিল, এত বড় মাপের এক পরিচালকের আত্মজীবনী থাকবে না! কেউ জানবে না তাঁর ছবি তৈরির নেপথ্য গল্প?” তাঁর ‘বাবি’ এই ক্ষেত্রেও জনপ্রিয় দেখে তাই মহাখুশি তিনিও। তার পরেই ফাঁস করলেন আগামী পরিকল্পনা। “বাবির বাড়িতে লিফট বসেছে। তাই অনেকগুলো দিন তিনি অন্যত্র বাস করছিলেন। এ বার নিজের বাড়ি ফিরবেন। সঙ্গে থাকবে মুম্বই থেকে আনা ম্যাজিক টেবিল।” এই টেবিলে বসেই প্রভাত রায় ‘অমানুষ’, ‘লাঠি’, ‘প্রতিকার’-এর মতো সফল ছবির চিত্রনাট্য লিখেছেন। এই টেবিলে না বসলে বাবা-মেয়ের লেখা বেরোয় না! এখানে বসে আগামী বইমেলার জন্য নতুন বইয়ের পরিকল্পনা সারবেন। ইচ্ছে, পরিচালকের না হওয়া পাঁচটি ছবির মধ্যে একটি চিত্রনাট্য বাছাই করে বইয়ের আকার দেবেন। পাশাপাশি, নতুন ছবির চিত্রনাট্যও লেখা শুরু করবেন তিনি। এ ছাড়া, বিজ্ঞাপনী ছবি তৈরি তো রয়েছেই।

অন্য বিষয়গুলি:

Prabhat Roy Clapstick Ekta Bhattacharya
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy