Know the prize money amount of Bigg Boss winner’s dgtl
Entertainment News
‘বিগ বস’ জেতার পর চ্যাম্পিয়নরা কত টাকা পেয়েছিলেন জানেন?
২০০৬ সালে ভারতে শুরু হয়েছিল ‘বিগ বস’। টেলিভিশনের সবচেয়ে বিতর্কিত শো’গুলির মধ্যে অন্যতম এই রিয়েলিটি শো। মার্কিন শো ‘বিগ ব্রাদার’ থেকে অনুপ্রাণিত হয়ে এই গেম শো চালু হয়েছিল। এখনও পর্যন্ত বিগ বসে ১১ জন চ্যাম্পিয়নকে পেয়েছি আমরা। জয়ের পর তাঁরা কত টাকা করে পেয়েছিলেন জানেন?
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২১ জানুয়ারি ২০১৮ ১৫:২৯
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১২
২০০৬ সালে ভারতে শুরু হয়েছিল ‘বিগ বস’। টেলিভিশনের সবচেয়ে বিতর্কিত শো’গুলির মধ্যে অন্যতম এই রিয়েলিটি শো। মার্কিন শো ‘বিগ ব্রাদার’ থেকে অনুপ্রেরিত হয়ে এই গেম শো চালু হয়েছিল। এখনও পর্যন্ত বিগ বসে ১১ জন চ্যাম্পিয়নকে পেয়েছি আমরা। জয়ের পর তাঁরা কত টাকা করে পেয়েছিলেন জানেন?
০২১২
‘বিগ বস’-এর প্রথম সিজনে চ্যাম্পিয়ন হয়েছিলেন রাহুল রায়। বলিউডের অভিনেতা রাহুল বিগ বসের ঘরে সব বিতর্ক থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেই শেষ পর্যন্ত জয়ী হয়েছিলেন। সেই সময় ‘বিগ বস’-এর সঞ্চালক ছিলেন আরশাদ ওয়ারসি। রাহুল চ্যাম্পিয়ন হওয়ার পর পেয়েছিলেন ১ কোটি টাকা।
০৩১২
‘বিগ বস টু’-এর চ্যাম্পিয়ন ছিলেন আশুতোষ কৌশিক। সে বার শো-এর সঞ্চালক ছিলেন শিল্পা শেট্টি। সিজন টু-এর চ্যাম্পিয়ন আশুতোষও প্রাইজ মানিতে পেয়েছিলেন ১ কোটি টাকা।
০৪১২
সিজন থ্রি-তে শো-এর সঞ্চালনা করেছিলেন অমিতাভ বচ্চন। চ্যাম্পিয়ন হয়েছিলেন বিন্দু দারা সিংহ। ২০০৯-এর এই শো-তে চ্যাম্পিয়ন হয়ে বিন্দু দারা সিংহও পেয়েছিলেন ১ কোটি টাকা।
০৫১২
বিগ বস ফোর-এর চ্যাম্পিয়ন হয়েছিলেন শ্বেতা তিওয়ারি। সেবারই প্রথম কোনও মহিলা প্রতিযোগী জয় পেয়েছিলেন এই শো-তে। এ বছরই প্রথম ‘বিগ বস’-এর সঞ্চালক হয়েছিলেন সলমন খান। টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী শ্বেতা চ্যাম্পিয়ন হওয়ার পর পেয়েছিলেন ১ কোটি টাকা।
০৬১২
‘বিগ বস’ সিজন ফাইভেও বিজয়ী হয়েছিলেন টেলিভিশনের আরেক জনপ্রিয় অভিনেত্রী জুহি পারমার। সে বছর সলমন খান ও সঞ্জয় দত্ত দু’জনে মিলে শো সঞ্চালনা করেছিলেন। জুহিও জয়ের পর পেয়েছিলেন ১ কোটি টাকা।
০৭১২
ষষ্ঠ সিজনেও বিজয়ী হয়েছিলেন আরেক টেলিভিশন-খ্যাত অভিনেত্রী ঊর্বশী ঢোলাকিয়া। এ বছর থেকেই প্রাইজমানির পরিমাণ কমিয়ে দেওয়া হয়েছিল। ঊর্বশী পেয়েছিলেন ৫০ লক্ষ টাকা।
০৮১২
বিগ বস সেভেনের চ্যাম্পিয়ন হয়েছিলেন অভিনেত্রী গওহর খান। সলমনের হাত থেকে গওহর পেয়েছিলেন ৫০ লক্ষ টাকা।
০৯১২
মডেল-অভিনেতা গৌতম গুলাটি জয়ী হয়েছিলেন বিগ বস আট-এ। সে বছর শো-এর সঞ্চালনা করেছিলেন ফারহা খান। বিশেষ অতিথি হিসেবে ছিলেন সলমন খান। চ্যাম্পিয়ন হয়ে গৌতম পেয়েছিলেন ৫০ লক্ষ টাকা।
১০১২
সিজন নয়-এ চ্যাম্পিয়ন হয়েছিলেন প্রিন্স নারুলা। এর আগে রোডিজ এক্স টু এবং স্প্লিট্সভিলা সিজন আটেরও চ্যাম্পিয়ন হয়েছিলেন প্রিন্স। বিগ বস ৯-জয়ের পর সলমনের হাত থেকে পেয়েছিলেন ৫০ লক্ষ টাকা।
১১১২
গত বছর, অর্থাত্ সিজন দশ-এ জয় পেয়েছিলেন একজন অনামী প্রতিযোগী। মনভীর গুর্জর প্রাইজমানিতে পেয়েছিলেন ৪০ লক্ষ টাকা।
১২১২
এ বছর বিগ বস ১১-র চ্যাম্পিয়ন হয়েছেন শিল্পা শিন্ডে। জনপ্রিয় ধারাবাহিক ‘ভাবিজি ঘর পর হ্যায়’ খ্যাত শিল্পা প্রাইজমানিতে পেয়েছেন ৪৪ লক্ষ টাকা।