কণ্ঠে তখন প্রেমের গান। গান শুনতে ভিড় জমিয়েছেন শ্রোতারা। কিন্তু গায়ক-নায়ক তখন আলোর সব রোশনাই এনে ফেললেন তরুণীর উপর। শ্রোতার আসন থেকে মঞ্চে উঠে গেলেন তরুণী। তখনই তরুণীর উদ্দেশে গেয়ে উঠলেন দিলজিৎ দোশাঞ্জ — ‘তেরা নি মে লাভার’। লন্ডনে দিলজিতের কনসার্টের পরেই চর্চা শুরু হয়েছে সেই তরুণীকে নিয়ে। নাম হানিয়া আমির।