Advertisement
২৩ ডিসেম্বর ২০২৪
Bollywood

Social Media: ‘গেহরাইয়াঁ’ উদ্‌যাপন কেন? কটাক্ষের শিকার দীপিকা! জামার চেন খুলে ‘অভিযুক্ত’ পুনম

নেটমাধ্যমে বলি-তারকাদের নিয়ে কত কথাই না চালাচালি হয়। উপরি হিসাবে জ্ঞানগর্ভ বাণীও শোনা যায়।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ০১ মার্চ ২০২২ ০৯:১৩
Share: Save:
০১ ১৯
পান থেকে চুন খসলেও নাকি তারকারদের দিকে ধেয়ে আসে ঝাঁকে ঝাঁকে কটাক্ষের তির। কখন কী পোশাকে বাইরে বেরোলেন, কার সঙ্গে ওঠাবসা করলেন— সব কিছুই নাকি আতশকাচের তলায় ফেলে দেখা হয়। নেটমাধ্যমে তা নিয়ে বিস্তর কথা চালাচালিও হয়। উপরি হিসাবে জ্ঞানগর্ভ বাণীও শোনা যায়। এর আঁচ থেকে বাঁচতে পারেননি বলিউডের তাবড় তারকারা। তা সে শাহরুখ খান হন অথবা দীপিকা পাড়ুকোন!

পান থেকে চুন খসলেও নাকি তারকারদের দিকে ধেয়ে আসে ঝাঁকে ঝাঁকে কটাক্ষের তির। কখন কী পোশাকে বাইরে বেরোলেন, কার সঙ্গে ওঠাবসা করলেন— সব কিছুই নাকি আতশকাচের তলায় ফেলে দেখা হয়। নেটমাধ্যমে তা নিয়ে বিস্তর কথা চালাচালিও হয়। উপরি হিসাবে জ্ঞানগর্ভ বাণীও শোনা যায়। এর আঁচ থেকে বাঁচতে পারেননি বলিউডের তাবড় তারকারা। তা সে শাহরুখ খান হন অথবা দীপিকা পাড়ুকোন!

ছবি: সংগৃহীত।

০২ ১৯
পুনম পাণ্ডের কথাই ধরুন না! হামেশাই সাহসী অবতারে প্রকাশ্যে ধরা পড়েন। এ হেন পুনম এক বার একটু খোলামেলা পোশাকে জামার চেন খুলে কী ট্রোলড-ই না হলেন!

পুনম পাণ্ডের কথাই ধরুন না! হামেশাই সাহসী অবতারে প্রকাশ্যে ধরা পড়েন। এ হেন পুনম এক বার একটু খোলামেলা পোশাকে জামার চেন খুলে কী ট্রোলড-ই না হলেন!

ছবি: সংগৃহীত।

০৩ ১৯
কী করেছেন পুনম? বিশেষ কিছু করতে হয়নি তাঁকে। শুধু গোলাপি রঙের টিউব বিকিনি টপের সঙ্গে মানানসই একটা নীল স্পোর্টি পোশাকে বাইরে বেরিয়েছিলেন। ব্যস্‌! সঙ্গে সঙ্গে তাঁকে ঘিরে মন্তব্যের বন্যা বইতে শুরু করেছে। এত খোলামেলা পোশাক কেন পরেছেন পুনম? তা নিয়েও আপত্তি ছিল অনেকের।

কী করেছেন পুনম? বিশেষ কিছু করতে হয়নি তাঁকে। শুধু গোলাপি রঙের টিউব বিকিনি টপের সঙ্গে মানানসই একটা নীল স্পোর্টি পোশাকে বাইরে বেরিয়েছিলেন। ব্যস্‌! সঙ্গে সঙ্গে তাঁকে ঘিরে মন্তব্যের বন্যা বইতে শুরু করেছে। এত খোলামেলা পোশাক কেন পরেছেন পুনম? তা নিয়েও আপত্তি ছিল অনেকের।

ছবি: সংগৃহীত।

০৪ ১৯
পুনমের মতোই নোরা ফতেহিকেও রেয়াত করেননি নেটমাধ্যমের লোকজন। এক বার বিমানবন্দরে দামি গাড়ি থেকে নামতে দেখা গিয়েছিল। সঙ্গে সঙ্গে প্রশ্ন— গাড়িটা কি সুকেশ চন্দ্রশেখরের উপহার?

পুনমের মতোই নোরা ফতেহিকেও রেয়াত করেননি নেটমাধ্যমের লোকজন। এক বার বিমানবন্দরে দামি গাড়ি থেকে নামতে দেখা গিয়েছিল। সঙ্গে সঙ্গে প্রশ্ন— গাড়িটা কি সুকেশ চন্দ্রশেখরের উপহার?

ছবি: সংগৃহীত।

০৫ ১৯
একে তো ২০০ কোটি টাকা প্রতারণার মামলায় অভিযুক্ত সুকেশ। তা নিয়ে কম ঝামেলা পোহাতে হয়নি ‘আইটেম গার্ল’ নোরাকে। ইডি-র দাবি, জ্যাকলিন ফার্নান্ডেজের পাশাপাশি নোরাকেও বিএমডব্লিউ-সহ দামি উপহার দিয়েছেন সুকেশ। ইডি-র নজরের উপর এই ট্রোল হওয়ার জ্বালা!

একে তো ২০০ কোটি টাকা প্রতারণার মামলায় অভিযুক্ত সুকেশ। তা নিয়ে কম ঝামেলা পোহাতে হয়নি ‘আইটেম গার্ল’ নোরাকে। ইডি-র দাবি, জ্যাকলিন ফার্নান্ডেজের পাশাপাশি নোরাকেও বিএমডব্লিউ-সহ দামি উপহার দিয়েছেন সুকেশ। ইডি-র নজরের উপর এই ট্রোল হওয়ার জ্বালা!

ছবি: সংগৃহীত।

০৬ ১৯
কারও প্রশংসা করলেও ট্রোলড হতে হবে, তা বোধ হয় ভাবতেও পারেননি অভিষেক বচ্চন। শনিবার মালয়ালম ছবি ‘বাসি’-র প্রশংসা করে টুইট করেছিলেন তিনি। তা নিয়েও অভিষেককে খোঁচা দিয়েছেন কমল খান।

কারও প্রশংসা করলেও ট্রোলড হতে হবে, তা বোধ হয় ভাবতেও পারেননি অভিষেক বচ্চন। শনিবার মালয়ালম ছবি ‘বাসি’-র প্রশংসা করে টুইট করেছিলেন তিনি। তা নিয়েও অভিষেককে খোঁচা দিয়েছেন কমল খান।

ছবি: সংগৃহীত।

০৭ ১৯
কী ‘দোষ’ করেছেন অভিষেক? তাঁর মতে, মালয়ালম ইন্ডাস্ট্রি আরও একটি আসাধারণ ছবি উপহার দিয়েছে। সঙ্গে সঙ্গে তা রি-টুইট করে কমলের খোঁচা, ‘আপনার মতো বলিউডের লোকজন কখনও অসাধারণ ছবি তৈরি করুন না!’ এ বার চুপ থাকেননি অভিষেক। পাল্টা হিসাবে তাঁর টুইট, ‘চেষ্টা করব। আপনি একটা (ছবি) তৈরি করেছিলেন না... দেশদ্রোহী!’

কী ‘দোষ’ করেছেন অভিষেক? তাঁর মতে, মালয়ালম ইন্ডাস্ট্রি আরও একটি আসাধারণ ছবি উপহার দিয়েছে। সঙ্গে সঙ্গে তা রি-টুইট করে কমলের খোঁচা, ‘আপনার মতো বলিউডের লোকজন কখনও অসাধারণ ছবি তৈরি করুন না!’ এ বার চুপ থাকেননি অভিষেক। পাল্টা হিসাবে তাঁর টুইট, ‘চেষ্টা করব। আপনি একটা (ছবি) তৈরি করেছিলেন না... দেশদ্রোহী!’

ছবি: সংগৃহীত।

০৮ ১৯
আলিয়া ভট্ট যা কিছুই করুন না কেন, হামেশাই নাকি নেটমাধ্যমের শিকার হন। এই তো সম্প্রতি ‘গঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি’ নিয়ে বেশ কটূক্তি শুনতে হয়েছে আলিয়াকে। ওই ছবি মুক্তির আগেই তা নিয়ে কম বিতর্ক হয়নি। গঙ্গুবাঈয়ের ভাবমূর্তি কলুষিত করার অভিযোগও তুলেছেন অনেকে। তবে সম্প্রতি আলিয়া ‘বিব্রত’ হয়েছেন অন্য কারণে।

আলিয়া ভট্ট যা কিছুই করুন না কেন, হামেশাই নাকি নেটমাধ্যমের শিকার হন। এই তো সম্প্রতি ‘গঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি’ নিয়ে বেশ কটূক্তি শুনতে হয়েছে আলিয়াকে। ওই ছবি মুক্তির আগেই তা নিয়ে কম বিতর্ক হয়নি। গঙ্গুবাঈয়ের ভাবমূর্তি কলুষিত করার অভিযোগও তুলেছেন অনেকে। তবে সম্প্রতি আলিয়া ‘বিব্রত’ হয়েছেন অন্য কারণে।

ছবি: সংগৃহীত।

০৯ ১৯
‘গঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি’-র প্রোমোশনের সময়কার একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। ওই ভিডিয়োর সত্যতা আনন্দবাজার অনলাইন যাচাই করেনি। তবে ভিডিয়োতে দেখা গিয়েছে, লিফ্টে করে ওই ছবির প্রোমোশনে আসছেন আলিয়া। মাথা নাড়তে নাড়তে কোনও একটি গান গুনগুন করছেন। মাঝে মাঝে বলে উঠছেন, ‘ওহ্‌ ইয়া!’ অনেকের দাবি, আলিয়া তো জানতেন যে তিনি ক্যামেরার নজরে রয়েছেন। ইচ্ছে করে এমন ভাবভঙ্গি করেছেন তিনি।

‘গঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি’-র প্রোমোশনের সময়কার একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। ওই ভিডিয়োর সত্যতা আনন্দবাজার অনলাইন যাচাই করেনি। তবে ভিডিয়োতে দেখা গিয়েছে, লিফ্টে করে ওই ছবির প্রোমোশনে আসছেন আলিয়া। মাথা নাড়তে নাড়তে কোনও একটি গান গুনগুন করছেন। মাঝে মাঝে বলে উঠছেন, ‘ওহ্‌ ইয়া!’ অনেকের দাবি, আলিয়া তো জানতেন যে তিনি ক্যামেরার নজরে রয়েছেন। ইচ্ছে করে এমন ভাবভঙ্গি করেছেন তিনি।

ছবি: সংগৃহীত।

১০ ১৯
সম্প্রতি ক্যাটরিনা কইফের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন ভিকি কৌশল। তবে এই সুখের সময়েও তাঁকে নিশানা করেছেন অনেকে। বছর দুয়েক আগে একটি ছবির শ্যুটিংয়ের সময় ভিকি বলেছিলেন, ‘‘প্রাসাদের মতো হোটেল দেখলেই আমি সত্যিই ভয় পেয়ে যাই। যে সমস্ত হেরিটেজ হোটেল বা প্রাসাদের ইতিহাস রয়েছে, সেগুলি দেখে তো সিঁটিয়ে থাকি।’’

সম্প্রতি ক্যাটরিনা কইফের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন ভিকি কৌশল। তবে এই সুখের সময়েও তাঁকে নিশানা করেছেন অনেকে। বছর দুয়েক আগে একটি ছবির শ্যুটিংয়ের সময় ভিকি বলেছিলেন, ‘‘প্রাসাদের মতো হোটেল দেখলেই আমি সত্যিই ভয় পেয়ে যাই। যে সমস্ত হেরিটেজ হোটেল বা প্রাসাদের ইতিহাস রয়েছে, সেগুলি দেখে তো সিঁটিয়ে থাকি।’’

ছবি: সংগৃহীত।

১১ ১৯
কাকতালীয় ভাবে, ক্যাটের সঙ্গে বিয়েটাও সেই প্রাসাদোপম হোটেলেই সেরেছেন ভিকি। আর যান কোথায় ভিকি! চতুর্দিক থেকেই তির ছুটে এসেছে তাঁর দিকে।

কাকতালীয় ভাবে, ক্যাটের সঙ্গে বিয়েটাও সেই প্রাসাদোপম হোটেলেই সেরেছেন ভিকি। আর যান কোথায় ভিকি! চতুর্দিক থেকেই তির ছুটে এসেছে তাঁর দিকে।

ছবি: সংগৃহীত।

১২ ১৯
রণবীর কপূরের উপর নাকি বেশ চটে গিয়েছিলেন তাঁর এক ভক্ত। এক বার রণবীরের মতোই ‘আওয়ারা’ লেখা ট্যাটু করিয়েছিলেন তিনি। তা দেখাতে রণবীরের কাছে ছুটেও গিয়েছিলেন। তবে তা দেখে নাকি রণবীর বলে উঠেছিলেন, ‘এ তো একেবারে সেঁটে রয়েছে!’ ওই ভক্তের দাবি, রণবীরের দেখাদেখি ওই ট্যাটু করালেও তা আসল নয়। এমনই বলতে চেয়েছেন রণবীর।

রণবীর কপূরের উপর নাকি বেশ চটে গিয়েছিলেন তাঁর এক ভক্ত। এক বার রণবীরের মতোই ‘আওয়ারা’ লেখা ট্যাটু করিয়েছিলেন তিনি। তা দেখাতে রণবীরের কাছে ছুটেও গিয়েছিলেন। তবে তা দেখে নাকি রণবীর বলে উঠেছিলেন, ‘এ তো একেবারে সেঁটে রয়েছে!’ ওই ভক্তের দাবি, রণবীরের দেখাদেখি ওই ট্যাটু করালেও তা আসল নয়। এমনই বলতে চেয়েছেন রণবীর।

ছবি: সংগৃহীত।

১৩ ১৯
রণবীরের ভক্ত জানিয়েছিলেন যে ওই ট্যাটুটা আসল। এবং ঋষি-পুত্রের জন্যই তা করেছেন। এ কথা শুনে ভক্তের বুড়ো আঙুল তুলে বাহবা দিয়েছিলেন রণবীর। নেটমাধ্যমে সে ছবি দেখে ক্ষেপে ওঠেন এক দল। তাঁদের মতে, ওই ভক্তের সঙ্গে উদ্ধত আচরণ করেছেন রণবীর।

রণবীরের ভক্ত জানিয়েছিলেন যে ওই ট্যাটুটা আসল। এবং ঋষি-পুত্রের জন্যই তা করেছেন। এ কথা শুনে ভক্তের বুড়ো আঙুল তুলে বাহবা দিয়েছিলেন রণবীর। নেটমাধ্যমে সে ছবি দেখে ক্ষেপে ওঠেন এক দল। তাঁদের মতে, ওই ভক্তের সঙ্গে উদ্ধত আচরণ করেছেন রণবীর।

ছবি: সংগৃহীত।

১৪ ১৯
সম্প্রতি করিনা কপূরের বিরুদ্ধে বাঁকা কথা বলতে ছাড়েননি নেটব্যবহারকারীদের একাংশ। বুধবার মুম্বইয়ের একটি রেস্তরাঁয় গিয়েছিলেন তিনি। পরনে ছিল গোলাপি জগার্সের সঙ্গে কালো ট্যাঙ্ক টপ।

সম্প্রতি করিনা কপূরের বিরুদ্ধে বাঁকা কথা বলতে ছাড়েননি নেটব্যবহারকারীদের একাংশ। বুধবার মুম্বইয়ের একটি রেস্তরাঁয় গিয়েছিলেন তিনি। পরনে ছিল গোলাপি জগার্সের সঙ্গে কালো ট্যাঙ্ক টপ।

ছবি: সংগৃহীত।

১৫ ১৯
ওই পোশাকে করিনার বেশি ওজন বোঝা যাচ্ছে বলে অনেকেরই মত প্রকাশ করেছেন। অনেকে আবার তাঁকে বাড়তি ওজন ঝরানোর জন্য ব্যায়াম করা পরামর্শ দিয়েছেন।

ওই পোশাকে করিনার বেশি ওজন বোঝা যাচ্ছে বলে অনেকেরই মত প্রকাশ করেছেন। অনেকে আবার তাঁকে বাড়তি ওজন ঝরানোর জন্য ব্যায়াম করা পরামর্শ দিয়েছেন।

ছবি: সংগৃহীত।

১৬ ১৯
আচ্ছা, ‘গেহরাইয়াঁ’-র সফল না অসফল? অনেকেই বিভ্রান্ত। ছবির নায়িকা দীপিকার দাবি, তা তুমুল সফল। তা উদ্‌যাপনে একটি পার্টিও দিয়েছিলেন তিনি। পার্টিতে সিদ্ধান্ত চতুর্বেদী, অনন্যা পাণ্ডের মতো ‘গেহরাইয়াঁ’-র অন্য অভিনেতারাও উপস্থিত। তবে এতেও আপত্তি তুলেছেন অনেকে।

আচ্ছা, ‘গেহরাইয়াঁ’-র সফল না অসফল? অনেকেই বিভ্রান্ত। ছবির নায়িকা দীপিকার দাবি, তা তুমুল সফল। তা উদ্‌যাপনে একটি পার্টিও দিয়েছিলেন তিনি। পার্টিতে সিদ্ধান্ত চতুর্বেদী, অনন্যা পাণ্ডের মতো ‘গেহরাইয়াঁ’-র অন্য অভিনেতারাও উপস্থিত। তবে এতেও আপত্তি তুলেছেন অনেকে।

ছবি: সংগৃহীত।

১৭ ১৯
অনেকের মতে, ‘গেহরাইয়াঁ’ তো একেবারেই চলেনি। তা হলে ওই ছবিকে সফল বলে উদ্‌যাপন করছেন কেন? সম্প্রতি দীপিকার দিকে এ ধরনের প্রশ্নই ছুড়ে দিয়েছেন অনেকে। এ নিয়ে একের পর এক কটাক্ষও ধেয়ে এসেছে দীপিকার দিকে।

অনেকের মতে, ‘গেহরাইয়াঁ’ তো একেবারেই চলেনি। তা হলে ওই ছবিকে সফল বলে উদ্‌যাপন করছেন কেন? সম্প্রতি দীপিকার দিকে এ ধরনের প্রশ্নই ছুড়ে দিয়েছেন অনেকে। এ নিয়ে একের পর এক কটাক্ষও ধেয়ে এসেছে দীপিকার দিকে।

ছবি: সংগৃহীত।

১৮ ১৯
এই কিছু দিন আগেই বিতর্কে ঝড়ে পড়েছিলেন শাহরুখ খান। দিলীপ কুমার সবে প্রয়াত হয়েছেন। তাঁর অন্ত্যেষ্টিক্রিয়ায় অন্য বলি-তারকাদের মতো শাহরুখও হাজির হয়েছিলেন। কালো রোদচশমায় চোখঢাকা শাহরুখের তুমুল কটাক্ষ করেছেন অনেকে।

এই কিছু দিন আগেই বিতর্কে ঝড়ে পড়েছিলেন শাহরুখ খান। দিলীপ কুমার সবে প্রয়াত হয়েছেন। তাঁর অন্ত্যেষ্টিক্রিয়ায় অন্য বলি-তারকাদের মতো শাহরুখও হাজির হয়েছিলেন। কালো রোদচশমায় চোখঢাকা শাহরুখের তুমুল কটাক্ষ করেছেন অনেকে।

ছবি: সংগৃহীত।

১৯ ১৯
দিলীপ কুমারের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে এসে দামি রোদচশমা পরেছেন কেন? আপনার সাজপোশাকও একটু বাড়াবাড়ি রকমের হয়েছে না! নেটমাধ্যমে এ ধরনের কথাই শুনতে হয়েছে শাহরুখকে।

দিলীপ কুমারের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে এসে দামি রোদচশমা পরেছেন কেন? আপনার সাজপোশাকও একটু বাড়াবাড়ি রকমের হয়েছে না! নেটমাধ্যমে এ ধরনের কথাই শুনতে হয়েছে শাহরুখকে।

ছবি: সংগৃহীত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy