সামরিক ক্ষমতা বাড়িয়েই চলেছে চালবাজ চিন। যা নিয়ে কপালে চিন্তার ভাঁজ পড়েছে আমেরিকার। ভারতের সঙ্গে সীমান্ত সংঘাত মিটিয়ে নেওয়ায় পর বেজিংয়ের পরবর্তী লক্ষ্য কি ওয়াশিংটন? নাকি প্রশান্ত মহাসাগরের দ্বীপরাষ্ট্র তাইওয়ান হাতানোর ছক কষছে ড্রাগনল্যান্ড? সেই আশঙ্কা কুরে কুরে খাচ্ছে আটলান্টিকের পাড়ের মহাশক্তিধর দেশটির ফৌজি জেনারেলদের।
সম্প্রতি, চিন নিয়ে ‘নিউক্লিয়ার চ্যালেঞ্জেস্’ শীর্ষক একটি বিশেষ রিপোর্ট প্রকাশ করে আমেরিকার ‘ডিফেন্স ইনটেলিজেন্স এজেন্সি’ (ডিআইএ)। ৬৪ পাতার ওই রিপোর্টে বলা হয়েছে, মাঝারি পাল্লার ‘ডিএফ-২৬’ ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্রের সংখ্যা বাড়াচ্ছে বেজিং। যার কোড নেম ‘গুয়াম কিলার’ রেখেছে ড্রাগনল্যান্ডের পিপলস্ লিবারেশন আর্মি (পিএলএ)।