Bollywood movies that collected huge money on the first two days like Pathaan dgtl
Bollywood Movie Pathaan
শুধু দেশেই ১২৫ কোটি পার দু’দিনে! পাঠানের কাছাকাছি নজির রয়েছে আর কোন বলিউড ছবির?
৫৭ বছর বয়সে নায়করূপে শাহরুখের চেনা ক্যারিশমা দেখতে হলে হলে ভিড় উপচে পড়েছে। দেশ-বিদেশে সমস্ত নজির ছাপিয়ে যাচ্ছে ‘পাঠান’। দেশে প্রথম দু’দিনে ১২৫ কোটি টাকার বেশি আয় করেছে এই ছবি।
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৭ জানুয়ারি ২০২৩ ১১:২৯
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১৬
চার বছর পর বড় পর্দায় ফিরেছেন বলিউড ‘বাদশা’ শাহরুখ খান। তাঁর প্রত্যাবর্তন যে রাজকীয় হবে, তা নিয়ে বিশেষ সন্দেহ ছিল না। কিন্তু ‘পাঠান’ প্রত্যাশা ছাপিয়ে গিয়েছে। এমনটাই উঠে আসছে সংবাদমাধ্যমের রিপোর্টে।
০২১৬
বলিউডে করোনা অতিমারির পর থেকে বক্স অফিসের সাফল্য হাতেগোনা। প্রায় নেই বললেও চলে। ফিকে হয়ে আসা সেই বলিউডপ্রীতি দর্শকের মনে জাগিয়ে তুলেছেন শাহরুখ। তাঁর ছবির প্রথম দিনের রোজগার থেকেই তা পরিষ্কার।
০৩১৬
প্রথম দিনে দেশের বক্স অফিসে প্রায় ৫৫ কোটি টাকার ব্যবসা করেছিল ‘পাঠান’। শাহরুখের ছবি নিয়ে দর্শকদের উন্মাদনায় ইঙ্গিত মিলেছিল, দ্বিতীয় দিনে ১০০ কোটি ছুঁয়ে ফেলতে পারে এই ছবি।
০৪১৬
তবে প্রত্যাশার মাত্রা অনেক আগেই ছাড়িয়ে গিয়েছে ‘পাঠান’। ছবিটি দ্বিতীয় দিনে ৭০ কোটি টাকার ব্যবসা করেছে। একে প্রজাতন্ত্র দিবসের ছুটি, তার উপর বাংলায় সরস্বতী পুজো, দলে দলে শাহরুখ, দীপিকা আর জন আব্রাহামের অ্যাকশন দেখতে গিয়েছেন মানুষ।
০৫১৬
সংবাদমাধ্যমে প্রকাশ, দ্বিতীয় দিনের শেষে দেশে ‘পাঠান’ ছবির মোট রোজগার ১২৫ কোটি টাকার বেশি। কিং খানের হাত ধরেই বলিউডের ছবি দেখতে আবার হলমুখী হলেন জনতা।
০৬১৬
করোনা অতিমারির পর বক্স অফিসে একচেটিয়া সাফল্য পাচ্ছিল দক্ষিণী ছবি। ‘পুষ্পা: দ্য রাইস’, ‘আরআরআর’, ‘কেজিএফ ২’ নজির গড়েছিল বক্স অফিসে। বলিউডের ছবি আর হলে গিয়ে দেখছিলেন না অনেকেই।
০৭১৬
তবে ৫৭ বছর বয়সে নায়করূপে শাহরুখের চেনা ক্যারিশমা দেখতে সিনেমা হলে ভিড় উপচে পড়েছে। দেশ-বিদেশে সমস্ত নজির ছাপিয়ে যাচ্ছে ‘পাঠান’। সাফল্যের ঘোড়া ছুটছে অপ্রতিরোধ্য গতিতে।
০৮১৬
‘পাঠান’-এর মতো আর কোন হিন্দি ছবি দেখতে দর্শক এত ভিড় করেছিলেন? আর কোন কোন ছবি প্রেক্ষাগৃহে নজির গড়েছিল? প্রথম দু’দিনেই ১২৫ কোটি পার করার মতো নজির আর কোনও ছবিতে আছে কি?
০৯১৬
পরিসংখ্যান ঘাঁটলে দেখা যাচ্ছে, এখনও পর্যন্ত ভারতে মুক্তিপ্রাপ্ত হিন্দি ছবিগুলির মধ্যে ‘পাঠান’-এর প্রথম দু’দিনের রোজগারই সবচেয়ে বেশি। মাত্র দু’দিনে ১২৫ কোটির গণ্ডি ছোঁয়ার নজির আর কোনও হিন্দি ছবির নেই।
১০১৬
দক্ষিণী ছবির ব্যবসায়িক আয়কেও ছাপিয়ে গিয়েছে ‘পাঠান’। গত বছর মুক্তি পেয়েছিল ‘কেজিএফ ২’। এত দিন পর্যন্ত ভারতীয় ছবির প্রথম দিনের ব্যবসার নিরিখে শীর্ষে ছিল এই ছবি। প্রথম এবং দ্বিতীয়, দু’দিনেই ‘কেজিএফ ২’-কে হারিয়ে দিয়েছে ‘পাঠান’।
১১১৬
প্রথম দু’দিনের আয়ের নিরিখে হিন্দি ছবির তালিকায় শীর্ষে ছিল হৃতিক রোশন এবং টাইগার শ্রফ অভিনীত ‘ওয়ার’। ২০১৯ সালের এই ছবি প্রথম দিনে ৫৩ কোটি, দ্বিতীয় দিনে ২৩ কোটি টাকার ব্যবসা করেছিল । দু’দিনের মোট আয় হয়েছিল প্রায় ৭৫ কোটি টাকা।
১২১৬
২০১৮ সালে অমিতাভ বচ্চন, আমির খান অভিনীত ‘ঠাগস্ অফ হিন্দুস্তান’ ছবিটিও বক্স অফিসে জমিয়ে ব্যবসা করেছিল। মুক্তির দিনেই এই ছবির আয় ছিল ৫২ কোটি ২৫ লক্ষ টাকা। দ্বিতীয় দিনে ২৯ কোটি ২৫ লক্ষ টাকা রোজগারের পর দু’দিনের মোট আয় গিয়ে দাঁড়ায় ৮১ কোটি ৫০ লক্ষ টাকা।
১৩১৬
২০১৪ সালে মুক্তি পায় ‘হ্যাপি নিউ ইয়ার’। শাহরুখ খান, দীপিকা পাডুকোন, অভিষেক বচ্চন অভিনীত ছবিটি প্রথম দিনে ৪৪ কোটি ৯৭ লক্ষ টাকার ব্যবসা করেছিল। দ্বিতীয় দিনে এই ছবি বক্স অফিস থেকে রোজগার করে ৩১ কোটি টাকা। দু’দিনের মোট আয় ৭৬ কোটি টাকার বেশি।
১৪১৬
২০১৯ সালে সলমন খান, ক্যাটরিনা কইফ অভিনীত ‘ভারত’ ছবিটিও বক্স অফিসে ভাল ব্যবসা করেছিল। ছবিটি প্রথম দিনে ৪২ কোটি ৩০ লক্ষ টাকার ব্যবসা করে। দ্বিতীয় দিনে ‘ভারত’-এর আয় ছিল ৩১ কোটি টাকা। দু’দিনে ছবিটির মোট আয় ৭৩ কোটি ৩০ লক্ষ টাকা।
১৫১৬
দক্ষিণের ‘বাহুবলী ২’ বক্স অফিসে নজির গড়েছিল। তবে ‘পাঠান’-এর আয়ের ধারেকাছে নেই সেই ছবির রোজগার। দু’দিনে ‘বাহুবলী ২’ মোট ৮৭ কোটি টাকার ব্যবসা করেছিল।
১৬১৬
ব্যবসার নিরিখে একের পর এক বলিউড ছবিকে ছাপিয়ে গিয়েছে ‘পাঠান’। কিং খানের ‘রাজকীয়’ প্রত্যাবর্তন ফিকে করে দিয়েছে দক্ষিণী ছবির সাফল্যকেও। প্রথম দু’দিনের রোজগার দেখে অনেকে আন্দাজ করছেন, এই ছবি প্রথম সপ্তাহের শেষে ২৬০ কোটি টাকার ব্যবসা করে ফেলতে পারে।