সৈন্যশক্তির নিরিখে বিশ্বের কোন দেশ কতটা শক্তিশালী, ইতিমধ্যেই সেই তালিকা প্রকাশ করেছে ‘গ্লোবাল ফায়ারপাওয়ার ইনডেক্স’। এর পাশাপাশি এশিয়ার দেশগুলির ফৌজি র্যাঙ্কিংও তুলে ধরেছে সংশ্লিষ্ট সমীক্ষক সংস্থা। সেখানে জায়গা পেয়েছে বিশ্বের সবচেয়ে বড় মহাদেশের ৪৫টি রাষ্ট্র। তালিকায় উপরের দিকেই স্থান পেয়েছে ভারত। পাকিস্তানের স্থান বেশ খানিকটা নীচে হলেও নয়াদিল্লির উপরে রয়েছে চিন।
সম্প্রতি ‘এশিয়ান মিলিটারি স্ট্রেন্থ, ২০২৫’ শীর্ষক একটি রিপোর্ট প্রকাশ করে ‘গ্লোবাল ফায়ারপাওয়ার’। সেখানেই রয়েছে বিশ্বের সবচেয়ে বড় মহাদেশের ৪৫টি রাষ্ট্রের ফৌজি র্যাঙ্কিং। মোট ৬০টি আলাদা আলাদা বিষয়কে বিচার-বিশ্লেষণ করে এই তালিকা তৈরি করেছেন সমীক্ষকেরা। র্যাঙ্কিংয়ের সেরা সূচক স্থির করা হয়েছে শূন্যকে। অর্থাৎ, যে দেশ শূন্যের যত কাছে নম্বর পাবে, তাদের সামরিক শক্তি তত ভাল বলে ধরা হবে।