বলিউড মানেই খান, কপূরদের একচ্ছত্র আধিপত্য। লোকে বলে, ফিল্মি পরিবারের সদস্য না হলে নাকি বলিপাড়ায় পা রাখা দুঃসাধ্য। এ নিয়ে তর্কবিতর্কও নেহাত কম নয়। আবার গায়ে তারকা সন্তানের তকমা না থাকা সত্ত্বেও বলি দুনিয়ায় রাজ করেছেন, এমন উদাহরণও রয়েছে। আবার এমন অনেক তারকা সন্তানই রয়েছেন, যাঁদের সহজেই হাতেখড়ি হয়েছিল বলিপাড়ায়। কিন্তু তাঁরা লম্বা রেসের ঘোড়া হতে পারেননি। ‘বহিরাগত’ অর্থাৎ যাঁদের সঙ্গে চলচ্চিত্র দুনিয়ার কোনও সংযোগই নেই, সেই তাঁরা নাকি বলিউডে পা রাখতে হিমশিম খান। আর এ জন্য নাকি ‘নেপোটিজম’ বা ‘ফেভারিটজম’ (স্বজনপোষণ) দায়ী।