Advertisement
২৩ জানুয়ারি ২০২৫
Lin Laishram

শাহরুখের হাত ধরে কেরিয়ার শুরু, অভিনয় সুপারহিট ছবিতেও! এখন কী করেন রণদীপ হুডার হবু স্ত্রী?

চলতি মাসেই লিনের সঙ্গে গাঁটছড়া বাঁধতে চলেছেন রণদীপ। মায়ানগরী মুম্বইয়ের কোলাহল থেকে দূরে কোথাও সাত পাক ঘুরতে চলেছেন তাঁরা, কানাঘুষোয় এমনটাই শোনা যাচ্ছে।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৭ নভেম্বর ২০২৩ ১২:৪৮
Share: Save:
০১ ২২
আবার সানাইয়ের সুর শোনা যেতে পারে বলিপাড়ায়। এমনটাই কানাঘুষো শোনা যাচ্ছে। বলি অভিনেতা রণদীপ হুডা চলতি মাসেই নাকি সাত পাকে বাঁধা পড়তে চলেছেন তাঁর দীর্ঘকালীন প্রেমিকা লিন লাইশরামের সঙ্গে। মডেলিংয়ের মাধ্যমে কেরিয়ার শুরু করলেও লিনবলিপাড়ায় পা রাখেন বলিউডের ‘বাদশা’ শাহরুখ খানের হাত ধরে। এখন কী করেন এই মডেল-অভিনেত্রী?

আবার সানাইয়ের সুর শোনা যেতে পারে বলিপাড়ায়। এমনটাই কানাঘুষো শোনা যাচ্ছে। বলি অভিনেতা রণদীপ হুডা চলতি মাসেই নাকি সাত পাকে বাঁধা পড়তে চলেছেন তাঁর দীর্ঘকালীন প্রেমিকা লিন লাইশরামের সঙ্গে। মডেলিংয়ের মাধ্যমে কেরিয়ার শুরু করলেও লিনবলিপাড়ায় পা রাখেন বলিউডের ‘বাদশা’ শাহরুখ খানের হাত ধরে। এখন কী করেন এই মডেল-অভিনেত্রী?

০২ ২২
১৯৮৫ সালের ১৯ ডিসেম্বর মণিপুরের ইম্ফলে জন্ম লিনের। তাঁর আসল নাম লিনথোইনগামি লাইশরাম। পরবর্তী কালে তাঁর এক অধ্যাপক লিনকে নাম পরিবর্তনের উপদেশ দেন। এক পুরনো সাক্ষাৎকারে লিন জানিয়েছিলেন, মণিপুরের বাইরে তাঁর যে বন্ধুরা রয়েছেন, লিনের আসল নাম ঠিক মতো উচ্চারণ করতে তাঁদেরঅসুবিধা হত। তাই লিনের এক অধ্যাপক নাম পরিবর্তন করার উপদেশ দিয়েছিলেন।

১৯৮৫ সালের ১৯ ডিসেম্বর মণিপুরের ইম্ফলে জন্ম লিনের। তাঁর আসল নাম লিনথোইনগামি লাইশরাম। পরবর্তী কালে তাঁর এক অধ্যাপক লিনকে নাম পরিবর্তনের উপদেশ দেন। এক পুরনো সাক্ষাৎকারে লিন জানিয়েছিলেন, মণিপুরের বাইরে তাঁর যে বন্ধুরা রয়েছেন, লিনের আসল নাম ঠিক মতো উচ্চারণ করতে তাঁদেরঅসুবিধা হত। তাই লিনের এক অধ্যাপক নাম পরিবর্তন করার উপদেশ দিয়েছিলেন।

০৩ ২২
ইম্ফলে বাবা-মা এবং বোনের সঙ্গে থাকতেন লিন। তাঁর বাবা পেশায় ব্যাঙ্ককর্মী। মা চিকিৎসক। লিনের বাবার খেলাধুলার প্রতিও ঝোঁক ছিল। শৈশব থেকেই তিনি লিনকে বলতেন পড়াশোনা এবং খেলাধুলা নিয়ে কেরিয়ারে এগিয়ে যেতে। অভিনয়ের প্রতি ছোটবেলায় বিশেষ কোনও আগ্রহ ছিল না লিনের।

ইম্ফলে বাবা-মা এবং বোনের সঙ্গে থাকতেন লিন। তাঁর বাবা পেশায় ব্যাঙ্ককর্মী। মা চিকিৎসক। লিনের বাবার খেলাধুলার প্রতিও ঝোঁক ছিল। শৈশব থেকেই তিনি লিনকে বলতেন পড়াশোনা এবং খেলাধুলা নিয়ে কেরিয়ারে এগিয়ে যেতে। অভিনয়ের প্রতি ছোটবেলায় বিশেষ কোনও আগ্রহ ছিল না লিনের।

০৪ ২২
ইম্ফলে স্কুলের পড়াশোনা শেষ করে লিন নাচ নিয়ে কেরিয়ার তৈরির ইচ্ছাপ্রকাশ করেন। কিন্তু তাঁর বাবা-মা তাতে আপত্তি জানান। মুম্বইয়ের একটি কলেজ থেকে সমাজবিদ্যা নিয়ে পড়াশোনা শেষ করেন তিনি।

ইম্ফলে স্কুলের পড়াশোনা শেষ করে লিন নাচ নিয়ে কেরিয়ার তৈরির ইচ্ছাপ্রকাশ করেন। কিন্তু তাঁর বাবা-মা তাতে আপত্তি জানান। মুম্বইয়ের একটি কলেজ থেকে সমাজবিদ্যা নিয়ে পড়াশোনা শেষ করেন তিনি।

০৫ ২২
মুম্বইয়ে সমাজবিদ্যা নিয়ে স্নাতক স্তরের পড়াশোনা শেষ করে জামশেদপুরে ধনুর্বিদ্যার প্রশিক্ষণের জন্য ভর্তি হন লিন। ধনুর্বিদ্যা সংক্রান্ত প্রতিযোগিতায় অংশগ্রহণ করে নিজের পরিচিতি তৈরি করেন তিনি।

মুম্বইয়ে সমাজবিদ্যা নিয়ে স্নাতক স্তরের পড়াশোনা শেষ করে জামশেদপুরে ধনুর্বিদ্যার প্রশিক্ষণের জন্য ভর্তি হন লিন। ধনুর্বিদ্যা সংক্রান্ত প্রতিযোগিতায় অংশগ্রহণ করে নিজের পরিচিতি তৈরি করেন তিনি।

০৬ ২২
২০০৬ সালে নিউ ইয়র্কে চলে যান লিন। সেখানে গিয়ে বিভিন্ন নামী ফ্যাশন শোয়ে অংশ নিতে শুরু করেন তিনি। চার বছরের মধ্যে মডেলিং জগতে জনপ্রিয় হয়ে ওঠেন লিন।

২০০৬ সালে নিউ ইয়র্কে চলে যান লিন। সেখানে গিয়ে বিভিন্ন নামী ফ্যাশন শোয়ে অংশ নিতে শুরু করেন তিনি। চার বছরের মধ্যে মডেলিং জগতে জনপ্রিয় হয়ে ওঠেন লিন।

০৭ ২২
মডেলিংয়ের পাশাপাশি নিউ ইয়র্কের একটি গয়না প্রস্তুতকারী সংস্থার প্রচারের মুখ হিসাবে পরিচিতি পান লিন। অভিনয় নিয়ে প্রশিক্ষণ নেওয়ার জন্য নিউ ইয়র্কের একটি কলেজে ভর্তি হন তিনি।

মডেলিংয়ের পাশাপাশি নিউ ইয়র্কের একটি গয়না প্রস্তুতকারী সংস্থার প্রচারের মুখ হিসাবে পরিচিতি পান লিন। অভিনয় নিয়ে প্রশিক্ষণ নেওয়ার জন্য নিউ ইয়র্কের একটি কলেজে ভর্তি হন তিনি।

০৮ ২২
এক পুরনো সাক্ষাৎকারে লিন বলেছিলেন, ‘‘মণিপুরে কখনও অভিনয়কে পেশা হিসাবে গুরুত্ব দিয়ে ভাবা হয় না। তাই অভিনয়ের প্রতি আমার বিশেষ আগ্রহও ছিল না।’’

এক পুরনো সাক্ষাৎকারে লিন বলেছিলেন, ‘‘মণিপুরে কখনও অভিনয়কে পেশা হিসাবে গুরুত্ব দিয়ে ভাবা হয় না। তাই অভিনয়ের প্রতি আমার বিশেষ আগ্রহও ছিল না।’’

০৯ ২২
মডেলিংজগতে পা রাখা প্রসঙ্গে নিজের অভিজ্ঞতা ভাগ করেছিলেন লিন। এক পুরনো সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ‘‘কলেজে পড়াকালীন এক নামী সংস্থার নজরে পড়েছিলাম আমি। এক জনপ্রিয় পত্রিকার ফোটোশুটের জন্য এমন মেয়েদের প্রয়োজন ছিল যাঁদের চুল লম্বা। এক বার ফোটোশুট করানোর পর আমার কাজ তাদের পছন্দ হয়ে যায় এবং আমাকে নিজের পোর্টফোলিয়ো তৈরি করতে বলেন।’’

মডেলিংজগতে পা রাখা প্রসঙ্গে নিজের অভিজ্ঞতা ভাগ করেছিলেন লিন। এক পুরনো সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ‘‘কলেজে পড়াকালীন এক নামী সংস্থার নজরে পড়েছিলাম আমি। এক জনপ্রিয় পত্রিকার ফোটোশুটের জন্য এমন মেয়েদের প্রয়োজন ছিল যাঁদের চুল লম্বা। এক বার ফোটোশুট করানোর পর আমার কাজ তাদের পছন্দ হয়ে যায় এবং আমাকে নিজের পোর্টফোলিয়ো তৈরি করতে বলেন।’’

১০ ২২
মডেলিংয়ের সূত্রে বহু নামী চিত্রগ্রাহকশিল্পী, রূপটানশিল্পীদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা সঞ্চয় করেছেন লিন। নিউ ইয়র্কে বেশ কয়েক বছর থাকার পর মুম্বই ফিরে যান তিনি। সেখানে টানা তিন বছর থিয়েটারের সঙ্গে যুক্ত ছিলেন লিন। নাসিরুদ্দিন শাহ এবং নীরজ কবির মতো দক্ষ অভিনেতাদের সঙ্গে এক মঞ্চে অভিনয়ের সুযোগ পান তিনি।

মডেলিংয়ের সূত্রে বহু নামী চিত্রগ্রাহকশিল্পী, রূপটানশিল্পীদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা সঞ্চয় করেছেন লিন। নিউ ইয়র্কে বেশ কয়েক বছর থাকার পর মুম্বই ফিরে যান তিনি। সেখানে টানা তিন বছর থিয়েটারের সঙ্গে যুক্ত ছিলেন লিন। নাসিরুদ্দিন শাহ এবং নীরজ কবির মতো দক্ষ অভিনেতাদের সঙ্গে এক মঞ্চে অভিনয়ের সুযোগ পান তিনি।

১১ ২২
নাটকের সঙ্গে বহু বছর যুক্ত থাকার পর বড় পর্দায় নামেন লিন। ২০০৭ সালে মুক্তিপ্রাপ্ত শাহরুখের ছবি ‘ওম শান্তি ওম’-এ প্রথম অভিনয়ের সুযোগ পান লিন। এই ছবিতে একটি ক্যামিয়ো চরিত্রে অভিনয় করতে দেখা যায় লিনকে।

নাটকের সঙ্গে বহু বছর যুক্ত থাকার পর বড় পর্দায় নামেন লিন। ২০০৭ সালে মুক্তিপ্রাপ্ত শাহরুখের ছবি ‘ওম শান্তি ওম’-এ প্রথম অভিনয়ের সুযোগ পান লিন। এই ছবিতে একটি ক্যামিয়ো চরিত্রে অভিনয় করতে দেখা যায় লিনকে।

১২ ২২
২০০৭ সালে মুক্তিপ্রাপ্ত স্পোর্টস ড্রামা ঘরানার ছবি ‘হ্যাটট্রিক’-এ ক্যামিয়ো চরিত্রে অভিনয় করেন লিন। তার পর ‘মটরু কি বিজলি কা মন্ডোলা’, ‘মেরি কম’, ‘আমরিকা’, ‘রঙ্গুন’, ‘কয়েদি ব্যান্ড’ এবং ‘অ্যাক্সন’ ছবিতেও অভিনয় করতে দেখা যায় তাঁকে।

২০০৭ সালে মুক্তিপ্রাপ্ত স্পোর্টস ড্রামা ঘরানার ছবি ‘হ্যাটট্রিক’-এ ক্যামিয়ো চরিত্রে অভিনয় করেন লিন। তার পর ‘মটরু কি বিজলি কা মন্ডোলা’, ‘মেরি কম’, ‘আমরিকা’, ‘রঙ্গুন’, ‘কয়েদি ব্যান্ড’ এবং ‘অ্যাক্সন’ ছবিতেও অভিনয় করতে দেখা যায় তাঁকে।

১৩ ২২
২০১২ সালে ছোট পর্দার একটি রিয়্যালিটি শোয়ে অংশগ্রহণ করেন লিন। সেই শোয়ে তাঁকে সুইমস্যুট পরে দেখা যায়। তার পরেই লিনকে ঘিরে বিতর্ক শুরু হয়। তিনিই মণিপুরের প্রথম মডেল যাঁকে খোলামেলা পোশাক পরতে দেখা গিয়েছে। মণিপুরের কোনও মহিলাই নাকি এই ধরনের পোশাক পরেন না। বংশমর্যাদা নষ্ট করছেন লিন, এমন মন্তব্যও করেছিলেন অনেকে।

২০১২ সালে ছোট পর্দার একটি রিয়্যালিটি শোয়ে অংশগ্রহণ করেন লিন। সেই শোয়ে তাঁকে সুইমস্যুট পরে দেখা যায়। তার পরেই লিনকে ঘিরে বিতর্ক শুরু হয়। তিনিই মণিপুরের প্রথম মডেল যাঁকে খোলামেলা পোশাক পরতে দেখা গিয়েছে। মণিপুরের কোনও মহিলাই নাকি এই ধরনের পোশাক পরেন না। বংশমর্যাদা নষ্ট করছেন লিন, এমন মন্তব্যও করেছিলেন অনেকে।

১৪ ২২
সম্প্রতি নেটফ্লিক্স ওটিটি প্ল্যাটফর্মে মুক্তিপ্রাপ্ত ‘জানে জান’ ছবিতে করিনা কপূর খানের সঙ্গে অভিনয় করতে দেখা যায় লিনকে। অভিনয়ের পাশাপাশি ব্যবসার সঙ্গেও যুক্ত রয়েছেন তিনি।

সম্প্রতি নেটফ্লিক্স ওটিটি প্ল্যাটফর্মে মুক্তিপ্রাপ্ত ‘জানে জান’ ছবিতে করিনা কপূর খানের সঙ্গে অভিনয় করতে দেখা যায় লিনকে। অভিনয়ের পাশাপাশি ব্যবসার সঙ্গেও যুক্ত রয়েছেন তিনি।

১৫ ২২
২০১৭ সালে গয়না প্রস্তুতকারী নিজস্ব একটি সংস্থা গড়ে তোলেন লিন। এক পুরনো সাক্ষাৎকারে লিন জানিয়েছিলেন, নিজের হাতে প্রথমে মায়ের জন্য গয়না তৈরি করেছিলেন। লিনের মা-ই প্রথম তাঁকে গয়না তৈরির ব্যবসায় উৎসাহ দিয়েছিলেন বলে জানান অভিনেত্রী।

২০১৭ সালে গয়না প্রস্তুতকারী নিজস্ব একটি সংস্থা গড়ে তোলেন লিন। এক পুরনো সাক্ষাৎকারে লিন জানিয়েছিলেন, নিজের হাতে প্রথমে মায়ের জন্য গয়না তৈরি করেছিলেন। লিনের মা-ই প্রথম তাঁকে গয়না তৈরির ব্যবসায় উৎসাহ দিয়েছিলেন বলে জানান অভিনেত্রী।

১৬ ২২
‘উই আর মহিন্দ্র’, ‘আভে মারিয়া’ নামের দু’টি শর্ট ফিল্মে অভিনয় করেন লিন। ২০২২ সালে অ্যামাজন প্রাইম ভিডিয়ো ওটিটি প্ল্যাটফর্মে মুক্তিপ্রাপ্ত ‘মডার্ন লভ মুম্বই’ ওয়েব সিরিজ়ে অভিনয় করতে দেখা যায় তাঁকে।

‘উই আর মহিন্দ্র’, ‘আভে মারিয়া’ নামের দু’টি শর্ট ফিল্মে অভিনয় করেন লিন। ২০২২ সালে অ্যামাজন প্রাইম ভিডিয়ো ওটিটি প্ল্যাটফর্মে মুক্তিপ্রাপ্ত ‘মডার্ন লভ মুম্বই’ ওয়েব সিরিজ়ে অভিনয় করতে দেখা যায় তাঁকে।

১৭ ২২
এক পুরনো সাক্ষাৎকারে লিন দাবি করেছিলেন, উত্তর-পূর্ব ভারতের বাসিন্দাদের বলিউডে যথাযথ মর্যাদা দেওয়া হয় না। অভিনেত্রীর দাবি, সবারই বিভিন্ন রাজ্যের ঐতিহ্য এবং সংস্কৃতি সম্পর্কে ধারণা থাকা প্রয়োজন। লিন বলেছিলেন, ‘‘আমাদেরও ভারতের বাকি অংশ সম্পর্কে ধারণা রাখা উচিত। আবার আমাদের সম্পর্কেও অন্যদের জানা দরকার। আমার আগে মণিপুর থেকে কোনও মহিলা অভিনয়ে আসেননি। আমিই প্রথম।’’

এক পুরনো সাক্ষাৎকারে লিন দাবি করেছিলেন, উত্তর-পূর্ব ভারতের বাসিন্দাদের বলিউডে যথাযথ মর্যাদা দেওয়া হয় না। অভিনেত্রীর দাবি, সবারই বিভিন্ন রাজ্যের ঐতিহ্য এবং সংস্কৃতি সম্পর্কে ধারণা থাকা প্রয়োজন। লিন বলেছিলেন, ‘‘আমাদেরও ভারতের বাকি অংশ সম্পর্কে ধারণা রাখা উচিত। আবার আমাদের সম্পর্কেও অন্যদের জানা দরকার। আমার আগে মণিপুর থেকে কোনও মহিলা অভিনয়ে আসেননি। আমিই প্রথম।’’

১৮ ২২
লিন এক পুরনো সাক্ষাৎকারে দাবি করেছিলেন বলিউডের চেয়ে ফ্যাশন ইন্ডাস্ট্রিতে উত্তর-পূর্ব ভারতের বাসিন্দারা বেশি অভ্যর্থনা পান। অভিনেত্রী বলেছিলেন, ‘‘যখন কোনও চিনের বাসিন্দার চরিত্রে অভিনয়ের প্রয়োজন হত তখন আমার ডাক পড়ত। আমাদের মতো মেয়েরা ‘স্পা গার্ল’, দেহ ব্যবসায়ী অথবা খাবার সরবরাহকারী কর্মীর চরিত্র ছাড়া অন্য কিছু পায় না।’’

লিন এক পুরনো সাক্ষাৎকারে দাবি করেছিলেন বলিউডের চেয়ে ফ্যাশন ইন্ডাস্ট্রিতে উত্তর-পূর্ব ভারতের বাসিন্দারা বেশি অভ্যর্থনা পান। অভিনেত্রী বলেছিলেন, ‘‘যখন কোনও চিনের বাসিন্দার চরিত্রে অভিনয়ের প্রয়োজন হত তখন আমার ডাক পড়ত। আমাদের মতো মেয়েরা ‘স্পা গার্ল’, দেহ ব্যবসায়ী অথবা খাবার সরবরাহকারী কর্মীর চরিত্র ছাড়া অন্য কিছু পায় না।’’

১৯ ২২
কানাঘুষো শোনা যায়, ২০১৬ সাল থেকেই নাকি রণদীপের সঙ্গে সম্পর্কে রয়েছেন লিন। ২০২২ সালে সমাজমাধ্যমের পাতায় দীপাবলি উদ্‌যাপনের ছবি পোস্ট করে তাঁদের সম্পর্কে শিলমোহর দেন অভিনেতা। তার পর থেকে সর্বত্রই একসঙ্গে দেখা যায় দুই তারকাকে।

কানাঘুষো শোনা যায়, ২০১৬ সাল থেকেই নাকি রণদীপের সঙ্গে সম্পর্কে রয়েছেন লিন। ২০২২ সালে সমাজমাধ্যমের পাতায় দীপাবলি উদ্‌যাপনের ছবি পোস্ট করে তাঁদের সম্পর্কে শিলমোহর দেন অভিনেতা। তার পর থেকে সর্বত্রই একসঙ্গে দেখা যায় দুই তারকাকে।

২০ ২২
বলিপাড়ার অন্দরমহল সূত্রে খবর, চলতি মাসেই লিনের সঙ্গে গাঁটছড়া বাঁধতে চলেছেন রণদীপ। মায়ানগরী মুম্বইয়ের কোলাহল থেকে দূরে কোথাও সাত পাক ঘুরতে চলেছেন তাঁরা, কানাঘুষোয় এমনটাই শোনা যাচ্ছে। তবে দুই তারকার কেউই এখনও আনুষ্ঠানিক ভাবে কিছু ঘোষণা করেননি।

বলিপাড়ার অন্দরমহল সূত্রে খবর, চলতি মাসেই লিনের সঙ্গে গাঁটছড়া বাঁধতে চলেছেন রণদীপ। মায়ানগরী মুম্বইয়ের কোলাহল থেকে দূরে কোথাও সাত পাক ঘুরতে চলেছেন তাঁরা, কানাঘুষোয় এমনটাই শোনা যাচ্ছে। তবে দুই তারকার কেউই এখনও আনুষ্ঠানিক ভাবে কিছু ঘোষণা করেননি।

২১ ২২
ইতিমধ্যে সমাজমাধ্যমে নিজস্ব অনুরাগী মহল তৈরি করেছেন লিন। এখনও পর্যন্ত ইনস্টাগ্রামে তাঁর অনুরাগীর সংখ্যা ৮৭ হাজারের গণ্ডি পার করে ফেলেছে।

ইতিমধ্যে সমাজমাধ্যমে নিজস্ব অনুরাগী মহল তৈরি করেছেন লিন। এখনও পর্যন্ত ইনস্টাগ্রামে তাঁর অনুরাগীর সংখ্যা ৮৭ হাজারের গণ্ডি পার করে ফেলেছে।

২২ ২২
চলতি বছরের শেষের দিকে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা ‘স্বতন্ত্র বীর সাভরকর’ ছবিটির। এই ছবিতে মুখ্যচরিত্রে অভিনয় করতে দেখা যাবে রণদীপকে। বলিপাড়া সূত্রে খবর, এই ছবিতে অভিনয়ের জন্য ২৬ কেজি ওজন ঝরিয়েছেন অভিনেতা।

চলতি বছরের শেষের দিকে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা ‘স্বতন্ত্র বীর সাভরকর’ ছবিটির। এই ছবিতে মুখ্যচরিত্রে অভিনয় করতে দেখা যাবে রণদীপকে। বলিপাড়া সূত্রে খবর, এই ছবিতে অভিনয়ের জন্য ২৬ কেজি ওজন ঝরিয়েছেন অভিনেতা।

সকল ছবি সংগৃহীত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy