Advertisement
০৩ জানুয়ারি ২০২৫
NDA

কারা আছে এনডিএতে? চন্দ্রবাবু-নীতীশ ছাড়া আর কাদের হাত ধরবে বিজেপি? সরকার গড়ার অঙ্ক কী?

ভোটে জিতে সরকার গড়ার ব্যাপারে মোদীকে বেশ আত্মবিশ্বাসীই দেখিয়েছিল। কবে নতুন সরকারে মোদী প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেবেন তার দিনক্ষণ এখনও স্পষ্ট নয়। শোনা যাচ্ছে, সপ্তাহান্তে শপথ নিতে পারেন তিনি।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৫ জুন ২০২৪ ১৪:৪২
Share: Save:
০১ ৩৪
BJP's alliance strategy, changing equation to form government after lok sabha election results 2024

লোকসভা নির্বাচনের প্রচারে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তথা বিজেপি নেতৃত্ব বার বার দাবি করেছেন, ‘অব কি বার ৪০০ পার’। শুধু তা-ই নয়, মোদী তথা বিজেপি নেতৃত্ব দাবি করেছিলেন, বিজেপি একাই ৩৭০ পেরিয়ে যাবে। এক ধাপ এগিয়ে মোদী সেই দাবি করেছিলেন একেবারে লোকসভার ভিতরে!

০২ ৩৪
BJP's alliance strategy, changing equation to form government after lok sabha election results 2024

কিন্তু সেই লোকসভাতেই এ বার মোদীকে যেতে হবে একক সংখ্যাগরিষ্ঠতা হারিয়ে। ৩৭০ তো নয়ই, বিজেপি একা ২৫০ আসনের গণ্ডিও পার করতে পারেনি। ফলে সরকার গড়তে মোদী-শাহকে তাকিয়ে থাকতে হবে জাতীয় গণতান্ত্রিক জোট বা এনডিএ-র অন্য শরিকদের দিকে।

০৩ ৩৪
BJP's alliance strategy, changing equation to form government after lok sabha election results 2024

যদিও ভোটে জিতে সরকার গড়ার ব্যাপারে মোদীকে বেশ আত্মবিশ্বাসী দেখিয়েছিল। কবে নতুন সরকারে মোদী প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেবেন, তার দিনক্ষণ এখনও স্পষ্ট নয়। শোনা যাচ্ছে, সপ্তাহান্তেই শপথ নিতে পারেন তিনি।

০৪ ৩৪
BJP's alliance strategy, changing equation to form government after lok sabha election results 2024

তবে এনডিএ যে কেন্দ্রে সরকার গড়ছে তা নিশ্চিত করেছেন মোদী। ভোটের ফলপ্রকাশের পর মোদী তাঁর ভাষণে বলেন, ‘‘তৃতীয় বার এনডিএ-র সরকার গঠন নিশ্চিত। মানুষ পূর্ণ বিশ্বাস রেখেছে বিজেপি এবং এনডিএ-র উপর।’’

০৫ ৩৪
BJP's alliance strategy, changing equation to form government after lok sabha election results 2024

আশ্চর্যের বিষয়, মঙ্গলবার রাতে মোদীর আগাগোড়া ভাষণে বিজেপির থেকে বেশি গুরুত্ব পেয়েছে এনডিএ। মোদী বার বার এটাই বোঝাতে চেয়েছেন, শরিকদের নিয়েই সরকার গড়বেন তিনি।

০৬ ৩৪
BJP's alliance strategy, changing equation to form government after lok sabha election results 2024

মোদী তথা বিজেপি নেতৃত্বকে যতটা আত্মবিশ্বাসী দেখাচ্ছে, সরকার গড়ার অঙ্কটা কি এতটাই সহজ? মুখে সরকার গড়ার ব্যাপারে কথা বললেও মোদী-শাহেরা কি একটুও চিন্তিত নন? মঙ্গলবার বিকেলের পর থেকেই সেই সব প্রশ্নই ঘুরছে রাজনৈতিক মহলে।

০৭ ৩৪
BJP's alliance strategy, changing equation to form government after lok sabha election results 2024

বিজেপির বিরুদ্ধে লড়াই করার জন্য ঠিক এক বছর আগে বিরোধীরা জোটবদ্ধ হয়। তৈরি করে ‘ইন্ডিয়া’। ২০২৪ লোকসভা নির্বাচনে সেই জোটই লড়াই করেছিল দেশ জুড়ে। কোনও রাজ্যে আসন সমঝোতা করে লড়েছে, আবার কোনও রাজ্যে একা একাই লড়াই করেছে জোটের শরিকেরা।

০৮ ৩৪
BJP's alliance strategy, changing equation to form government after lok sabha election results 2024

সেই জোটই এ বারের নির্বাচনে ধাক্কা দিয়েছে বিজেপি তথা এনডিএকে। মোদীর ‘৪০০ পারের’ স্বপ্ন ভেঙে চুরমার করে দিয়েছে তারা। ভোটের ফলাফল অনুযায়ী, ‘ইন্ডিয়া’র ঝুলিতে রয়েছে ২৩০-২৩৫টি আসন। অর্থাৎ সরকার গড়ার জাদুসংখ্যা ২৭২-এর থেকে বেশি দূরে নেই তারাও।

০৯ ৩৪
BJP's alliance strategy, changing equation to form government after lok sabha election results 2024

রাজনৈতিক মহলের মতে, ভোটপর্ব মিটতেই শুরু হতে পারে জোট ভাঙানোর খেলা। এনডিএ থেকে যদি ৪০-৪৫ জন সাংসদকে ‘ইন্ডিয়া’তে আনতে পারে, তবে বিরোধীরাই সরকার গড়ার ব্যাপারে এগিয়ে যাবে।

১০ ৩৪
BJP's alliance strategy, changing equation to form government after lok sabha election results 2024

কী অঙ্কে ‘ইন্ডিয়া’র সরকার গড়ার সম্ভাবনা রয়েছে, সেই আলোচনায় যাওয়ার আগে জেনে নেওয়া যাক এনডিএ কী। কোন কোন দল রয়েছে এই জোটে?

১১ ৩৪
BJP's alliance strategy, changing equation to form government after lok sabha election results 2024

১৯৯৮ সালে তৈরি হয় এনডিএ। কংগ্রেস এবং তার সহযোগী দলগুলির বিরুদ্ধে লড়াই করার জন্য তৎকালীন বিজেপি নেতৃত্ব ঠিক করেন জোটবদ্ধ হয়ে লড়বেন। কেন্দ্রের কংগ্রেস নেতৃত্বাধীন সরকারকে গদিচ্যুত করার উদ্দেশ্যে তৈরি হয় এনডিএ।

১২ ৩৪
BJP's alliance strategy, changing equation to form government after lok sabha election results 2024

অটলবিহারী বাজপেয়ীর নেতৃত্ব জোটের সূচনা। এই জোটে বিজেপি সংখ্যাগরিষ্ঠ থাকলেও অন্য ছোট-বড় রাজনৈতিক দলগুলির গুরুত্ব ছিল অপরিসীম। বিশেষত, আঞ্চলিক রাজনৈতিক দলগুলি এনডিএতে বড় ভূমিকা নেয়।

১৩ ৩৪
BJP's alliance strategy, changing equation to form government after lok sabha election results 2024

এনডিএ-র প্রথম সভাপতি বাজপেয়ীই। তাঁর নেতৃত্বে ১৯৯৯ সালে সরকারে আসে এনডিএ। ২০০৪ সাল পর্যন্ত তিনিই এনডিএ-র চেয়ারম্যান ছিলেন। ২০০৪ থেকে ২০১৪ সাল পর্যন্ত সেই দায়িত্ব সামলেছেন লালকৃষ্ণ আডবাণী।

১৪ ৩৪
BJP's alliance strategy, changing equation to form government after lok sabha election results 2024

২০১৪ থেকে এনডিএ-র সভাপতি অমিত শাহ। তবে জোটের নেতা মোদী। তাঁকে সামনে রেখেই ২০১৪ সালে লোকসভা ভোটে জিতে আবারও ক্ষমতায় আসে এনডিএ। এই জোট সে বার ৩৮.৫ শতাংশ ভোট পেয়েছিল।

১৫ ৩৪
BJP's alliance strategy, changing equation to form government after lok sabha election results 2024

২০১৯ সালে এনডিএ-র ভোট শতাংশের হার বৃদ্ধি পায়। ৩৮.৫ শতাংশ থেকে বেড়ে দাঁড়ায় ৪৫.৪৩ শতাংশে। সে বার ৩৫৩ আসন পেয়েছিল এনডিএ। বিজেপি একাই ৩০০ আসনের গণ্ডি পার করে ফেলেছিল।

১৬ ৩৪
BJP's alliance strategy, changing equation to form government after lok sabha election results 2024

তবে ২০২৪ সালে আসনসংখ্যা অনেকটাই কমেছে বিজেপি এবং এনডিএ-র। যে কারণে সরকার গড়ার ব্যাপারে জোটের অন্দরেই শুরু হয়েছে পাটিগণিতের হিসাব।

১৭ ৩৪
BJP's alliance strategy, changing equation to form government after lok sabha election results 2024

এনডিএ-র মধ্যে ভাঙা-গড়ার খেলা লেগেই আছে সেই ১৯৯৮ থেকে। কখনও শরিক দলের সংখ্যা বেড়েছে, আবার কখনও জোটের হাত ছেড়েছে অনেকে। এমনও দল আছে, যারা জোটে এসেছে, আবার জোট থেকে বেরিয়ে গিয়েছে, ফের ফিরে এসেছে।

১৮ ৩৪
BJP's alliance strategy, changing equation to form government after lok sabha election results 2024

তাই নতুন সরকার গড়ার জন্য বিজেপির এখন একটাই কাজ। তা হল, এনডিএ-র শরিকদের জোটবদ্ধ রাখা। পরিসংখ্যান অনুযায়ী, সরকার গড়ার ‘ম্যাজিক ফিগার’ থেকে ২০-২২টি আসন বেশি পেয়েছে এনডিএ।

১৯ ৩৪
BJP's alliance strategy, changing equation to form government after lok sabha election results 2024

এনডিএ শরিক দল হিসাবে বিজেপি এ বারের নির্বাচনে ২৪০টি আসন পেয়েছে। তার পরই রয়েছে অন্ধ্রপ্রদেশের চন্দ্রবাবু নায়ডুর দল তেলুগু দেশম পার্টি (টিডিপি)। তাদের ঝুলিতে রয়েছে ১৩টি আসন। বিহারের নীতীশ কুমারের দল জেডিইউ জিতেছে ১২টি আসন।

২০ ৩৪
BJP's alliance strategy, changing equation to form government after lok sabha election results 2024

এ ছাড়াও লোক জনশক্তি পার্টি (রামবিলাস) পেয়েছে পাঁচটি আসন। একনাথ শিন্ডের শিবসেনা পেয়েছে ৭টি আসন। জোটের বাকি ছোট ছোট আঞ্চলিক দলগুলি একটা-দুটো করে আসন পেয়েছে। সব মিলিয়ে ২৯২ আসন পেয়েছে এনডিএ।

২১ ৩৪
BJP's alliance strategy, changing equation to form government after lok sabha election results 2024

এনডিএ-র বাকি ১০টি দল বাকি ১৬টা আসন পেয়েছে। তাদের মধ্যে জেডিএস, আরএলডি, জেএনপি পেয়েছে ২টি করে আসন। বাকিরা একটি করে আসনে জয় পেয়েছে।

২২ ৩৪
BJP's alliance strategy, changing equation to form government after lok sabha election results 2024

এনডিএ-র অন্যতম প্রধান দুই দল টিডিপি এবং জেডিইউ এখন আলোচনার কেন্দ্রে। এ বারে বিহারে নীতীশ এবং অন্ধ্রপ্রদেশে চন্দ্রবাবুকে পাশে না পেলে টানা তৃতীয় বার মোদীকে প্রধানমন্ত্রী পদে দেখার বিজেপির স্বপ্ন কঠিন হয়ে যাবে।

২৩ ৩৪
BJP's alliance strategy, changing equation to form government after lok sabha election results 2024

কেন স্বপ্নের পথে কাঁটা টিডিপি এবং জেডিইউ? কারণ অতীতে এই দুই দলের প্রধানদেরই ‘পাল্টি’ খাওয়ার উদাহরণ রয়েছে। মোদী ২০১৪ সালে যখন প্রথম দফায় সরকার গড়েছিলেন, এনডিএ-র শরিক ছিলেন চন্দ্রবাবু।

২৪ ৩৪
BJP's alliance strategy, changing equation to form government after lok sabha election results 2024

কিন্তু অন্ধ্রপ্রদেশের জন্য বিশেষ প্যাকেজ না পাওয়ায় ২০১৮ সালে জোট ছেড়ে বেরিয়ে যান। এ বারে ভোটের আগে চন্দ্রবাবুর সঙ্গে হাত মেলায় বিজেপি।

২৫ ৩৪
BJP's alliance strategy, changing equation to form government after lok sabha election results 2024

আবার জেডিইউ-এর জোটে থাকা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। কারণ নীতীশের জোটবদলের ইতিহাস রয়েছে। কখনও বিজেপির সঙ্গে হাত মিলিয়েছেন, আবার কখনও হাত ছেড়েছেন। ২০১৪ সালের লোকসভা নির্বাচনের সময় এনডিএতে থাকলেও ২০১৯-এর লোকসভায় এনডিএ ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন নীতীশ।

২৬ ৩৪
BJP's alliance strategy, changing equation to form government after lok sabha election results 2024

বিজেপি বিরোধী জোট ‘ইন্ডিয়া’ তৈরির ব্যাপারে অন্যতম ভূমিকা নিয়েছিলেন নীতীশ। কিন্তু এ বারের লোকসভা ভোট শুরুর আগেই জোটবদল করেন তিনি। ‘ইন্ডিয়া’ ছেড়ে ‘এনডিএ’তে চলে যান।

২৭ ৩৪
BJP's alliance strategy, changing equation to form government after lok sabha election results 2024

বলা চলে, টিডিপি এবং জেডিইউ-এর সমর্থন না পেলে এনডিএ ‘জাদুসংখ্যা’ ছোঁয়ার আগেই থেমে যাবে। তাই এখন জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছেন চন্দ্রবাবু এবং নীতীশ।

২৮ ৩৪
BJP's alliance strategy, changing equation to form government after lok sabha election results 2024

অন্ধ্রের ভাবী মুখ্যমন্ত্রী চন্দ্রবাবুর সঙ্গে ফোনে কথা হয়েছে মোদী-শাহের। কেন্দ্রে সরকার গড়ার প্রশ্নেও আলোচনা হয়েছে বলেও খবর। সংবাদমাধ্যম সূত্রে খবর, চন্দ্রবাবু কিছু শর্ত দিয়েছেন বিজেপি নেতৃত্বকে। তবে এ-ও জানিয়েছেন যে তিনি এনডিএতেই থাকছেন।

২৯ ৩৪
BJP's alliance strategy, changing equation to form government after lok sabha election results 2024

সেই শর্তের মধ্যে যেমন আছে অন্ধ্রপ্রদেশের জন্য বিশেষ প্যাকেজ, তেমনই রয়েছে কেন্দ্রীয় সরকারে তাঁর দলের গুরুত্ব বৃদ্ধির প্রশ্ন। কিছু মন্ত্রক নিয়েও আলোচনা হয়েছে বলে খবর।

৩০ ৩৪
BJP's alliance strategy, changing equation to form government after lok sabha election results 2024

অন্য দিকে, সরকার গড়ার ব্যাপারে নীতীশের সঙ্গেও একপ্রস্ত আলোচনা সেরে রেখেছেন বিজেপি নেতৃত্ব। দলের একটি অংশের দাবি, প্রয়োজনে নীতীশকে উপপ্রধানমন্ত্রী করার আশ্বাসও দেওয়া হয়েছে।

৩১ ৩৪
BJP's alliance strategy, changing equation to form government after lok sabha election results 2024

এ দিকে, ‘ইন্ডিয়া’ শিবিরও নীতীশ-নায়ডুকে পাশে পেতে পাল্টা তৎপর। যদি তাঁরা এনডিএ ছেড়ে চলে আসেন, তবে মোদীর সরকার গড়া প্রশ্নের মুখে পড়ে যাবে।

৩২ ৩৪
BJP's alliance strategy, changing equation to form government after lok sabha election results 2024

বুধবারই ‘ইন্ডিয়া’ শিবির দিল্লিতে বৈঠকে বসছে। জোটের পরবর্তী পদক্ষেপ কী হবে, তা এই বৈঠকেই স্থির হবে বলে মনে করা হচ্ছে।

৩৩ ৩৪
BJP's alliance strategy, changing equation to form government after lok sabha election results 2024

বুধবার সকালেই বিহার থেকে দিল্লি পাড়ি দিয়েছেন আরজেডি নেতা তেজস্বী যাদব। সেই একই বিমানে ছিলেন নীতীশও। বিমানে তাঁদের আসন ছিল একেবারে পর পর। তার পর থেকেই জাতীয় রাজনীতিতে নীতীশকে নিয়ে গুঞ্জন শুরু হয়েছে।

৩৪ ৩৪
BJP's alliance strategy, changing equation to form government after lok sabha election results 2024

দু’জনই আলাদা আলাদা বৈঠকে যোগ দিতে দিল্লিতে গিয়েছেন। তবে, তার পরেও নীতীশের জোটবদলের সম্ভাবনা একেবারে উড়িয়ে দিচ্ছেন না অনেকেই।

সব ছবি: সংগৃহীত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy