‘আমাদের থেকে উন্নয়ন বুঝে নিন’: ২০১৫ সালের সেপ্টেম্বরে আউশগ্রামে সভা করতে গিয়েছিলেন অনুব্রত। সভায় সরাসরি হুমকি দেন সিপিএমকে। তার পর সাধারণ মানুষের উদ্দেশে বলেন, ‘‘করজোড়ে আবেদন করছি, আমাদের ভোট দিন আর আমাদের কাছ থেকে উন্নয়ন বুঝে নিন। উন্নয়ন করার দায়িত্ব আমাদের। আউশগ্রামকে সুন্দর ভাবে সাজানোর দায়িত্ব আমাদের।’’
‘গলির মোড়ে উন্নয়ন’: ২০১৮ সালের পঞ্চায়েত ভোট। অনুব্রত মণ্ডল হুঁশিয়ারি দিয়েছিলেন, বিরোধীরা মনোনয়ন জমা দিতে গেলে ভুগতে হবে। তাঁর কথায়, ‘‘রাস্তায় বেরোলে দেখবেন গলির মোড়ে উন্নয়ন দাঁড়িয়ে রয়েছে।’’ শেষ পর্যন্ত বীরভূমের ৪২টি জেলা পরিষদের মধ্যে ৪১টিতেই মনোনয়ন দিতে পারেননি বিরোধীরা। এক জন মনোনয়ন দিতে পারলেও শেষ পর্যন্ত প্রত্যাহার করেন। সেই নিয়ে কবিতা লিখেছিলেন শঙ্খ ঘোষ। অনুব্রতর মন্তব্য ছিল, ‘‘কে শঙ্খ ঘোষ?’’
‘বিজেপি ছাগলের মতো চরে বেড়াবে’: ২০২১ সালে বিধানসভা নির্বাচনের আগেই অনুব্রত জানিয়ে দিয়েছিলেন, ফের ক্ষমতায় ফিরবে তৃণমূল। ভোট জয়ের পর ফের স্বকীয় ভঙ্গিতে অনুব্রত বলে ওঠেন, ‘‘বলাবলির কী আছে? মমতা বন্দ্যোপাধ্যায় জয়ী হবেন না, তো কি অন্য কেউ জয়ী হবেন? আমি বলেছিলাম হয়েছে। এ বার বিজেপিকে জিজ্ঞেস করুন, ওরা কী করবে? ঘরে বসে থাকবে না কি ছাগলের মতো চার পায়ে চরে বেড়াবে!’’
‘শুভেন্দু পাগলের বাচ্চা’: ২০২১ সালে বিধানসভা নির্বাচনে তৃণমূলের বিপুল জয়। তার পর সাংবাদিক বৈঠকে অনুব্রত প্রশ্ন তোলেন, ‘‘মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কি কারও তুলনা হয়! বিড়াল, ছাগলের তুলনা হয়! কাল যদি কোর্টের রায় হয়, যে নন্দীগ্রামে আবার গণনা হবে, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় ৫০ থেকে ৬০ হাজার ভোটে জিতবেন।’’ আর শুভেন্দুর প্রসঙ্গে তাঁর সাফ বক্তব্য, ‘‘পাগলের বাচ্চা। মানুষের জায়গায় আছে নাকি!’’
‘ভয়ঙ্কর খেলা খেলে দিয়ে যাব’: ২০২১ সালের সেপ্টেম্বরে আউশগ্রামে খুন হন তৃণমূলের এক কর্মী। সংবাদমাধ্যমের সামনে বক্তব্য রাখতে গিয়ে বিস্ফোরক অনুব্রত। বলেন, ‘‘বিজেপি যদি ভাবে আমি মার্ডার করব, তৃণমূল চুপচাপ থাকলেও অনুব্রত মণ্ডল চুপচাপ থাকবে না। আমি মৃত্যুর ভয় পাই না। ১৫ দিনের মধ্যে আসামী ধরা না পড়লে ভয়ঙ্কর খেলা খেলে দিয়ে যাব। এসপিকে যা বলার বলেছি। কোনও কাহিনি শুনব না। আমি চাই না অশান্তি।’’
‘এখানকার মানুষের পয়সা নেই, মমতার সঙ্গে রয়েছেন’: ২০২১ বিধানসভা ভোটের আগে প্রত্যেক প্রচার সভাতেই জোর গলায় অনুব্রত বলে গিয়েছিলেন, রাজ্যে ফের ভোট জিতে ক্ষমতা আসবেন তাঁর দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর বিরুদ্ধে যোগ্য মুখ্যমন্ত্রী পদপ্রার্থী খুঁজে পায়নি বলে এক হাত নিয়েছিলেন বিজেপিকেও। বলেছিলেন, ‘‘চাল-টাল নয়। কাউকে পাচ্ছে না। ফাঁকাতে চলছিল এত দিন। অনেক পয়সা রয়েছে, পয়সার খেল দেখাচ্ছিল। এখানকার মানুষের পয়সা নেই, তাই তাঁরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রয়েছেন।’’
‘আমার খচ্চর ব্রেন’: বিধানসভা ভোট প্রচারে বার বার বীরভূমের তৃণমূল জেলা সভাপতি বলেছিলেন ‘খেলা হবে’’। সেই প্রসঙ্গ উঠতেই অনুব্রত বলেন, ‘‘আমি ২০১৭ সালে বলেছিলাম। তারিখটা মনে পড়ছে না। তবে আমার ভয়ঙ্কর ব্রেন। খচ্চরের ব্রেন বলে লোকে। সেই ২০১৭ সালে সন্ধ্যা ৬টায় বলেছিলাম, রাত ৯টা থেকে খেলা হবে। এখনও বলছি খেলা হবে।’’
‘যারা নজরবন্দি করতে আসবে, তাদের দিয়েই খেলাব’: ২০২১ সালে বিধানসভা নির্বাচনে বীরভূমে ভোটের আগে নজরবন্দি করা হয় অনুব্রতকে। নির্বাচন কমিশনের নির্দেশে। তারা জানিয়েছিল, অনুব্রতের নামে একগুচ্ছ অভিযোগের পরিপ্রেক্ষিতেই এই সিদ্ধান্ত। সেই প্রসঙ্গে অনুব্রত বলেন, ‘‘ভোট শান্তিপূর্ণ ভাবেই হবে। আমি মনে করি এটা রুটিন। নজরবন্দি থাকার সময়ও খেলা হবে। ভয়ঙ্কর খেলা। ওরা ছায়া দেখেও ভয় পাচ্ছে। বিজেপি ভয় পাচ্ছে। তোমাকে দেখিয়ে দেব, কী সুন্দর খেলা হবে। যারা নজরবন্দি করতে আসবে, তাদের দিয়েই খেলাব। তারাই খেলবে।’’
‘কুমড়োর মতো স্বরাষ্ট্রমন্ত্রী’: রাজ্য বিধানসভা প্রচারে গিয়ে প্রধানমন্ত্রীর পাশাপাশি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দিকেও আঙুল তোলেন তৃণমূল নেতা। বলেন, ‘‘প্রধানমন্ত্রী, তুমি তোমার সঙ্গে রেখেছ আর এক জন স্বরাষ্ট্রমন্ত্রী। অমিত শাহ। বড় বড় কুমড়ো যেমন দেখতে পাওয়া যায়, তেমন। তোমরা ভারতের কথা চিন্তা করো না। মানুষের কথা চিন্তা করো না। আদিবাসীর কথা চিন্তা করো না।’’
‘আমি আছি মরি নাই’: সিবিআই জেরার জন্য ডেকেছিল। অসুস্থ রয়েছেন জানিয়ে যেতে পারেননি। কলকাতার এসএসকেএম হাসপাতালে দীর্ঘ দিন চলেছে চিকিৎসা। এর পর ২০ মে সিবিআইযের দফতরে হাজিরা দেন অনুব্রত। তার পর ফিরে যান বীরভূমে নিজের গড়ে। সেখানে নেতাকে দেখতে ভিড় জমিয়েছিলেন হাজার হাজার মানুষ। তাঁদের দেখে আপ্লুত নেতা বলে ওঠেন, ‘‘আপনাদের আশীর্বাদে আমি সুস্থ। কিন্তু আমাকে বিশ্রাম নিতে হবে। কিছু মনে করবেন না। সেই দূর গ্রাম থেকে এত লোক। আমার থেকে যাঁরা বড়, তাঁরা প্রণাম নেবেন। আমার থেকে যাঁরা ছোট, তাঁরা ভালোবাসা নেবেন। আমি আছি। আমি মরি নাই।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy