Advertisement
২২ নভেম্বর ২০২৪
Lin Laishram

সুইমস্যুট পরে বিতর্কে জড়িয়েছেন, রণদীপের প্রেমে মজলেন এই মডেল অভিনেত্রী

আবার প্রেমে মজেছেন বলিউডের অভিনেতা রণদীপ হুডা। মডেল অভিনেত্রী লিন লাইশরামের সঙ্গে সম্পর্কে রয়েছেন সুস্মিতার প্রাক্তনী।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ০২ নভেম্বর ২০২২ ১১:০১
Share: Save:
০১ ২১
বিয়ের সানাই অনবরত বেজে চলেছে বলিপাড়ায়। নতুন অতিথির আগমনও হয়েছে বহু বলি পরিবারে। একই সঙ্গে প্রেমের মরসুমও চলছে বলিপাড়ায়। রোশন-পুত্র হৃতিকের সঙ্গে সাবার সম্পর্ক নিয়ে যখন বলিউড মাতোয়ারা, তখনই বলি অভিনেতা রণদীপ হুডা প্রেমে মজেছেন মডেল অভিনেত্রী লিন লাইশরামের সঙ্গে।

বিয়ের সানাই অনবরত বেজে চলেছে বলিপাড়ায়। নতুন অতিথির আগমনও হয়েছে বহু বলি পরিবারে। একই সঙ্গে প্রেমের মরসুমও চলছে বলিপাড়ায়। রোশন-পুত্র হৃতিকের সঙ্গে সাবার সম্পর্ক নিয়ে যখন বলিউড মাতোয়ারা, তখনই বলি অভিনেতা রণদীপ হুডা প্রেমে মজেছেন মডেল অভিনেত্রী লিন লাইশরামের সঙ্গে।

০২ ২১
কানাঘুষো শোনা যাচ্ছে, আট মাসেরও বেশি সময় ধরে তাঁরা সম্পর্কে রয়েছেন। আবার অনেকে বলছেন, ২০১৬ সাল থেকেই একে অপরকে ডেট করতেন দুই তারকা। সম্প্রতি দু’জনে তাঁদের সম্পর্কে শিলমোহর দিয়েছেন। একসঙ্গে দীপাবলি উদ্‌যাপন করেছেন দু’জন। সেই ছবি ইনস্টাগ্রামেও দিয়েছেন তাঁরা।

কানাঘুষো শোনা যাচ্ছে, আট মাসেরও বেশি সময় ধরে তাঁরা সম্পর্কে রয়েছেন। আবার অনেকে বলছেন, ২০১৬ সাল থেকেই একে অপরকে ডেট করতেন দুই তারকা। সম্প্রতি দু’জনে তাঁদের সম্পর্কে শিলমোহর দিয়েছেন। একসঙ্গে দীপাবলি উদ্‌যাপন করেছেন দু’জন। সেই ছবি ইনস্টাগ্রামেও দিয়েছেন তাঁরা।

০৩ ২১
সম্পর্ক নিয়ে বরাবর চর্চায় থেকেছেন রণদীপ। ২০০৬ সাল নাগাদ ব্রহ্মাণ্ডসুন্দরী সুস্মিতা সেনের সঙ্গে সম্পর্ক ভাঙে অভিনেতার। বিচ্ছেদের পর নীতু চন্দ্রের সঙ্গে প্রায় তিন বছর সম্পর্কে ছিলেন রণদীপ। তবে সেই সম্পর্কও টেকেনি।

সম্পর্ক নিয়ে বরাবর চর্চায় থেকেছেন রণদীপ। ২০০৬ সাল নাগাদ ব্রহ্মাণ্ডসুন্দরী সুস্মিতা সেনের সঙ্গে সম্পর্ক ভাঙে অভিনেতার। বিচ্ছেদের পর নীতু চন্দ্রের সঙ্গে প্রায় তিন বছর সম্পর্কে ছিলেন রণদীপ। তবে সেই সম্পর্কও টেকেনি।

০৪ ২১
এখন লিনের সঙ্গে তাঁকে দেখা যাচ্ছে সর্বত্র। কয়েক মাস আগে লিনের জন্মদিন পালন করতে তাঁকে নিয়ে মধ্যপ্রদেশে গিয়েছিলেন অভিনেতা।

এখন লিনের সঙ্গে তাঁকে দেখা যাচ্ছে সর্বত্র। কয়েক মাস আগে লিনের জন্মদিন পালন করতে তাঁকে নিয়ে মধ্যপ্রদেশে গিয়েছিলেন অভিনেতা।

০৫ ২১
লিনের জন্ম মণিপুরে। ছোটবেলা থেকেই মডেলিংয়ের প্রতি আগ্রহ তাঁর। বিভিন্ন মডেলিং প্রতিযোগিতায় সেরা হয়েছেন তিনি।

লিনের জন্ম মণিপুরে। ছোটবেলা থেকেই মডেলিংয়ের প্রতি আগ্রহ তাঁর। বিভিন্ন মডেলিং প্রতিযোগিতায় সেরা হয়েছেন তিনি।

০৬ ২১
তবে, লিনকে ঘিরে বিতর্কেরও শেষ নেই। ছোট পর্দায় একটি মডেলিং শোয়ে অংশগ্রহণ করেছিলেন তিনি। সেই শোয়ে একটি সুইমস্যুট পরেছিলেন বলে তাঁকে ঘিরে সমালোচনা শুরু হয়।

তবে, লিনকে ঘিরে বিতর্কেরও শেষ নেই। ছোট পর্দায় একটি মডেলিং শোয়ে অংশগ্রহণ করেছিলেন তিনি। সেই শোয়ে একটি সুইমস্যুট পরেছিলেন বলে তাঁকে ঘিরে সমালোচনা শুরু হয়।

০৭ ২১
মণিপুরের কোনও মেয়েই নাকি এই ধরনের পোশাক পরেন না। তিনিই প্রথম মণিপুরী মডেল যাকে সুইমস্যুট পরে দেখা গিয়েছে। লিন নাকি তাঁর বংশমর্যাদা নষ্ট করছেন, এমন মন্তব্যও করেছিলেন অনেকে।

মণিপুরের কোনও মেয়েই নাকি এই ধরনের পোশাক পরেন না। তিনিই প্রথম মণিপুরী মডেল যাকে সুইমস্যুট পরে দেখা গিয়েছে। লিন নাকি তাঁর বংশমর্যাদা নষ্ট করছেন, এমন মন্তব্যও করেছিলেন অনেকে।

০৮ ২১
কর্মসূত্রে বহু দিন নিউ ইয়র্কে ছিলেন লিন। মডেলিং পেশায় থাকাকালীন বিভিন্ন খ্যাতনামী চিত্রগ্রাহক এবং রূপটানশিল্পীর সঙ্গে কাজ করেছেন তিনি।

কর্মসূত্রে বহু দিন নিউ ইয়র্কে ছিলেন লিন। মডেলিং পেশায় থাকাকালীন বিভিন্ন খ্যাতনামী চিত্রগ্রাহক এবং রূপটানশিল্পীর সঙ্গে কাজ করেছেন তিনি।

০৯ ২১
মডেলিংয়ের পাশাপাশি নিউ ইয়র্কের একটি স্কুলে অভিনয় প্রশিক্ষণের জন্য ভর্তি হয়েছিলেন লিন।

মডেলিংয়ের পাশাপাশি নিউ ইয়র্কের একটি স্কুলে অভিনয় প্রশিক্ষণের জন্য ভর্তি হয়েছিলেন লিন।

১০ ২১
নিউ ইয়র্ক থেকে তিনি আবার মুম্বইয়ে ফিরে যান। মডেলিং ছেড়ে তিনি নাটক করতে শুরু করেন। নাসিরুদ্দিন শাহ, নীরজ কবির মতো নামী তারকাদের সঙ্গে নাটক করেছেন লিন।

নিউ ইয়র্ক থেকে তিনি আবার মুম্বইয়ে ফিরে যান। মডেলিং ছেড়ে তিনি নাটক করতে শুরু করেন। নাসিরুদ্দিন শাহ, নীরজ কবির মতো নামী তারকাদের সঙ্গে নাটক করেছেন লিন।

১১ ২১
মুম্বইয়ের বিখ্যাত ‘পৃথ্বী থিয়েটার’ হলেও নাটক করেছেন লিন। তিন বছর টানা নাটকের সঙ্গে যুক্ত থাকার পর বড় পর্দায় অভিনয়ে নামেন তিনি।

মুম্বইয়ের বিখ্যাত ‘পৃথ্বী থিয়েটার’ হলেও নাটক করেছেন লিন। তিন বছর টানা নাটকের সঙ্গে যুক্ত থাকার পর বড় পর্দায় অভিনয়ে নামেন তিনি।

১২ ২১
লিনকে প্রথম দেখা যায় ‘ওম শান্তি ওম’ ছবিতে। ক্যামিও চরিত্রে অভিনয় করেছিলেন তিনি।

লিনকে প্রথম দেখা যায় ‘ওম শান্তি ওম’ ছবিতে। ক্যামিও চরিত্রে অভিনয় করেছিলেন তিনি।

১৩ ২১
‘মেরি কম’ ছবিতে প্রিয়ঙ্কা চোপড়া জোনাসের সঙ্গে অভিনয় করতে দেখা গিয়েছে তাঁকে।

‘মেরি কম’ ছবিতে প্রিয়ঙ্কা চোপড়া জোনাসের সঙ্গে অভিনয় করতে দেখা গিয়েছে তাঁকে।

১৪ ২১
সইফ আলি খান, শহিদ কপূর এবং কঙ্গনা রানাউতের সঙ্গে ‘রঙ্গুন’ ছবিতেও অভিনয় করেছেন লিন।

সইফ আলি খান, শহিদ কপূর এবং কঙ্গনা রানাউতের সঙ্গে ‘রঙ্গুন’ ছবিতেও অভিনয় করেছেন লিন।

১৫ ২১
এ ছাড়াও বহু শর্ট ফিল্মেও অভিনয় করেছেন তিনি। ‘অ্যাক্সন’ ছবিতেও অভিনয় করতে দেখা গিয়েছে লিনকে।

এ ছাড়াও বহু শর্ট ফিল্মেও অভিনয় করেছেন তিনি। ‘অ্যাক্সন’ ছবিতেও অভিনয় করতে দেখা গিয়েছে লিনকে।

১৬ ২১
বিশাল ভরদ্বাজের পরিচালনায় মুক্তি পায় ‘মটরু কি বিজলী কা মন্ডোলা’। এই ছবিতেও পার্শ্বচরিত্রে অভিনয় করেছেন তিনি।

বিশাল ভরদ্বাজের পরিচালনায় মুক্তি পায় ‘মটরু কি বিজলী কা মন্ডোলা’। এই ছবিতেও পার্শ্বচরিত্রে অভিনয় করেছেন তিনি।

১৭ ২১
শুধু অভিনয় জগতের সঙ্গেই নয়, ব্যবসার সঙ্গেও জড়িত রয়েছেন তিনি।

শুধু অভিনয় জগতের সঙ্গেই নয়, ব্যবসার সঙ্গেও জড়িত রয়েছেন তিনি।

১৮ ২১
২০১৭ সালের মার্চ মাস নাগাদ নিজের একটি গয়না তৈরির সংস্থা তৈরি করেন লিন।

২০১৭ সালের মার্চ মাস নাগাদ নিজের একটি গয়না তৈরির সংস্থা তৈরি করেন লিন।

১৯ ২১
তিরন্দাজিতেও পারদর্শী তিনি। বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে লিন খেতাবও জিতেছেন প্রচুর।

তিরন্দাজিতেও পারদর্শী তিনি। বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে লিন খেতাবও জিতেছেন প্রচুর।

২০ ২১
নিউ ইয়র্কের একটি গয়না তৈরির সংস্থার প্রচারমুখ হয়ে কাজ করেছেন লিন।

নিউ ইয়র্কের একটি গয়না তৈরির সংস্থার প্রচারমুখ হয়ে কাজ করেছেন লিন।

২১ ২১
ইনস্টাগ্রামে লিনের অনুরাগী সংখ্যা ৮৩ হাজারেরও বেশি।

ইনস্টাগ্রামে লিনের অনুরাগী সংখ্যা ৮৩ হাজারেরও বেশি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy