ভারতের সবচেয়ে কঠিন চাকরির পরীক্ষাগুলির মধ্যে অন্যতম ইউপিএসসি। কেউ কেউ আবার ইউপিএসসিকে ভারতের ‘সবচেয়ে’ কঠিন পরীক্ষা বলেও মনে করেন। প্রতি বছর লক্ষ লক্ষ পরীক্ষার্থী ইউপিএসসি পরীক্ষায় বসেন। তার মধ্যে আইপিএস, আইএএস হতে পারেন স্বল্প সংখ্যক ব্যক্তি। যে কারণে কেউ ইউপিএসসির লেখা পরীক্ষা এবং ইন্টারভিউয়ে পাশ করলে, তাঁকে নিয়ে রীতিমতো হইচই পড়ে যায়।
ইউপিএসসি অন্যতম কঠিন পরীক্ষা হওয়ার পাশাপাশি জীবন পরিবর্তনের পরীক্ষাও বটে। এই পরীক্ষায় বসে সফল হওয়া চাট্টিখানি কথা নয়! তবে ইউপিএসসিতে পাশ করা অসম্ভবও নয়। একাগ্রতা, অধ্যবসায় আর পরিশ্রম— এই তিন মন্ত্রেই লক্ষ্যপূরণ করতে পারেন পরীক্ষার্থীরা। কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হয়ে জীবনে সফল হয়েছেন, এমন ইউপিএসসি পরীক্ষার্থীদের সংখ্যাও নেহাত কম না।