Advertisement
২৩ ডিসেম্বর ২০২৪
Karan Johar

মাথা থেকে হাত তুলে নেন কর্ণ, বিপদের দিনে বলি পরিচালকের পাশে দাঁড়ান ‘বহিরাগত’ তারকা

২০০৮ সালে কর্ণ জোহর প্রযোজিত ছবি ‘দোস্তানা’ বক্স অফিসে সাড়া ফেলে দেয়। অভিষেক বচ্চন, জন আব্রাহাম এবং প্রিয়ঙ্কা চোপড়া অভিনীত এই ছবি পরিচালনা করে রাতারাতি বিখ্যাত হন তরুণ মনসুখানি।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ০৫ জুলাই ২০২৩ ১৪:০৯
Share: Save:
০১ ১৭
All you need to know about director Tarun Mansukhani and the next film he is going to direct

বার বার স্বজনপোষণের অভিযোগ উঠেছে বলিউডের পরিচালক-প্রযোজক কর্ণ জোহরের বিরুদ্ধে। বেশির ভাগ ক্ষেত্রে তাঁর বিরুদ্ধে এই অভিযোগ এনেছেন সেই তারকারা, যাঁরা কোনও পরিচিতি ছাড়়া বলিউডে নিজেদের প্রতিষ্ঠিত করেছেন।

০২ ১৭
All you need to know about director Tarun Mansukhani and the next film he is going to direct

কর্ণের বিরুদ্ধে এই অভিযোগ তীব্র হয়, বলি অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর পর। সুশান্তের অনুরাগীদের অভিযোগ ছিল, অভিনেতার কেরিয়ার নষ্ট করার নেপথ্যে হাত ছিল কর্ণের।

০৩ ১৭
All you need to know about director Tarun Mansukhani and the next film he is going to direct

কর্ণের বিরুদ্ধে এই অভিযোগ এনেছিলেন কঙ্গনা রানাউতও। অভিনেত্রীর দাবি ছিল, কর্ণ বলিউডের অন্যতম স্বজনপোষক। তাঁকে ‘বলিউডে স্বজনপোষণের পথপ্রদর্শক’ বলেও আক্রমণ করেছিলেন তিনি।

০৪ ১৭
All you need to know about director Tarun Mansukhani and the next film he is going to direct

কর্ণের বিরুদ্ধে একই অভিযোগ আনেন অভিনেতা কার্তিক আরিয়ানের অনুরাগীরাও। কর্ণের প্রযোজনায় ‘দোস্তানা-২’ ছবিতে অভিনয়ের কথা ছিল কার্তিকের। কিন্তু দু’জনের মধ্যে কোনও অজানা কারণে ঝামেলা হওয়ার পর কার্তিককে ছবি থেকে বাদ দেন কর্ণ।

০৫ ১৭
All you need to know about director Tarun Mansukhani and the next film he is going to direct

এখন আরও এক বলি পরিচালকের কেরিয়ার শেষ করার চেষ্টার অভিযোগ উঠেছে কর্ণের বিরুদ্ধে।

০৬ ১৭
All you need to know about director Tarun Mansukhani and the next film he is going to direct

যদিও ‘চেষ্টা’ করেও নাকি সেই বলি পরিচালকের ক্ষতি করতে পারেননি কর্ণ। কারণ ওই পরিচালকের পরিত্রাতা হিসাবে তাঁর পাশে এসে দাঁড়িয়েছেন বলিউডের এক ‘বহিরাগত’ জনপ্রিয় তারকা।

০৭ ১৭
All you need to know about director Tarun Mansukhani and the next film he is going to direct

বলিউডের ওই পরিচালকের নাম তরুণ মনসুখানি। আর তাঁর রক্ষক তারকা অভিনেতার নাম ‌অক্ষয় কুমার।

০৮ ১৭
All you need to know about director Tarun Mansukhani and the next film he is going to direct

কর্ণের সঙ্গে অতীতে অনেকগুলি কাজ করার অভিজ্ঞতা রয়েছে তরুণের। প্রাথমিক ভাবে কর্ণের ছবিতে সহকারী পরিচালকের কাজ করতেন তরুণ।

০৯ ১৭
All you need to know about director Tarun Mansukhani and the next film he is going to direct

২০০৮ সালে কর্ণ প্রযোজিত ছবি ‘দোস্তানা’ বক্স অফিসে সাড়া ফেলে দেয়। সেই ছবি পরিচালনার দায়িত্বে ছিলেন তরুণ। অভিষেক বচ্চন, জন আব্রাহাম এবং প্রিয়ঙ্কা চোপড়া অভিনীত এই ছবি পরিচালনা করে রাতারাতি বিখ্যাত হন তরুণ।

১০ ১৭
All you need to know about director Tarun Mansukhani and the next film he is going to direct

এর পর দীর্ঘ দিন কোনও ছবি পরিচালনা করেননি তরুণ। ২০১৯ সালে আবার তাঁর ছবি ‘ড্রাইভ’ মুক্তি পেয়েছিল। এই ছবিতে অভিনয় করেছিলেন প্রয়াত অভিনেতা সুশান্ত সিংহ রাজপুত এবং জ্যাকলিন ফার্নান্দেজ়।

১১ ১৭
All you need to know about director Tarun Mansukhani and the next film he is going to direct

কিন্তু এই ছবি প্রেক্ষাগৃহে মুক্তি না পেয়ে ওটিটিতে মুক্তি পেয়েছিল। অভিযোগ উঠেছিল, সুশান্তের কেরিয়ার ‘নষ্ট’ করতেই নাকি এমন সিদ্ধান্ত নেন কর্ণ।

১২ ১৭
All you need to know about director Tarun Mansukhani and the next film he is going to direct

সুশান্তের পাশাপাশি ক্ষতির মুখে পড়েন তরুণও। অনেক দিন পরে ছবি পরিচালনার কাজে হাত লাগিয়েও সেই ছবি প্রেক্ষাগৃহে মুক্তি না পাওয়ায় তিনি নাকি হতাশ হয়ে যান।

১৩ ১৭
All you need to know about director Tarun Mansukhani and the next film he is going to direct

সেই দুঃখ ভুলে আবার কর্ণের প্রযোজনায় ‘দোস্তানা-২’ ছবির জন্য গল্প লিখতে শুরু করেছিলেন তরুণ। কিন্তু কার্তিকের সঙ্গে ঝামেলার কারণে সেই ছবির কাজও বন্ধ হয়ে যায়।

১৪ ১৭
All you need to know about director Tarun Mansukhani and the next film he is going to direct

আবার ক্ষতির মুখে পড়েন তরুণ। ঠিক এই সময় তরুণের কেরিয়ার বাঁচাতে তাঁর হাত ধরেন অক্ষয়।

১৫ ১৭
All you need to know about director Tarun Mansukhani and the next film he is going to direct

অক্ষয়ের হাত ধরে আসন্ন ‘হাউসফুল ৫’ ছবি পরিচালনার দায়িত্ব পেয়েছেন তরুণ। সাজিদ নাদিয়াদওয়ালা প্রযোজিত ‘হাউসফুল’ ছবির সিরিজ় জনপ্রিয়। সেই সিরিজ়েরই আসন্ন ছবি পরিচালনার দায়িত্ব পেয়েছেন তরুণ।

১৬ ১৭
All you need to know about director Tarun Mansukhani and the next film he is going to direct

অক্ষয় এবং তরুণ— উভয়েই কেরিয়ার গড়তে বলিউডে এসেছিলেন কোনও পরিচিতি ছাড়াই। এই মুহূর্তে অক্ষয়কে বলিউডের অন্যতম তারকা বলে মনে করা হয়।

১৭ ১৭
All you need to know about director Tarun Mansukhani and the next film he is going to direct

এমনও শোনা যায়, যাঁরা বলিউডে কোনও পরিচিতি ছাড়া আসেন, তাঁদের প্রতি বিশেষ সহানুভূতি রয়েছে অক্ষয়ের। তাঁদের বিপদে সব সময়ই তিনি সাহায্যের হাত বাড়িয়ে দেন। আর সেই কারণেই নাকি তরুণের মাথা থেকে কর্ণের হাত উঠে যাওয়ার পর তাঁর পাশে এসে দাঁড়িয়েছেন অক্ষয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy