Advertisement
২২ ডিসেম্বর ২০২৪
Businessman R Subramanian

আইআইটি-আইআইএমের প্রাক্তনী, একাধিক সংস্থার মালিক! ব্যবসায়ীকে ২০ বছরের জেলের সাজা দেয় আদালত

সুব্রহ্মণ্যমের বিরুদ্ধে শতাধিক বিনিয়োগকারীকে প্রতারণা করার অভিযোগ উঠেছে। পাশাপাশি অভিযোগ, বিনিয়োগকারীদের থেকে পাওয়া টাকা বিভিন্ন ভুয়ো সংস্থার মাধ্যমে হাতবদল করেছেন তিনি।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ৩০ নভেম্বর ২০২৩ ১৬:১৪
Share: Save:
০১ ১৬
All you need to IIT alumni and businessman R Subramanian sentenced to 20 year imprisonment

আর সুব্রহ্মণ্যম। আইআইটি এবং আইআইএমের ডিগ্রিধারী এই উচ্চশিক্ষিত ব্যবসায়ীকে সম্প্রতি ২০ বছরের হাজতবাসের সাজা শুনিয়েছে আদালত।

০২ ১৬
All you need to IIT alumni and businessman R Subramanian sentenced to 20 year imprisonment

সুব্রহ্মণ্যম একটি খুচরো বিক্রেতা সংস্থার প্রতিষ্ঠাতা। সারা ভারত জুড়ে বহু দোকান রয়েছে তাঁর সংস্থার।

০৩ ১৬
All you need to IIT alumni and businessman R Subramanian sentenced to 20 year imprisonment

কেরিয়ারের শুরুতে একটি চিটফান্ড সংস্থা খুলেছিলেন সুব্রহ্মণ্যম। স্বল্পমেয়াদি লাভের প্রতিশ্রুতি দিয়ে বিনিয়োগকারীদের কাছ থেকে কোটি কোটি টাকা তুলেছিলেন তিনি। সেই বিনিয়োগকারীদেরই প্রতারণার অভিযোগ উঠেছে সুব্রহ্মণ্যমের বিরুদ্ধে।

০৪ ১৬
All you need to IIT alumni and businessman R Subramanian sentenced to 20 year imprisonment

সুব্রহ্মণ্যমের বিরুদ্ধে শতাধিক বিনিয়োগকারীকে প্রতারণা করার অভিযোগ উঠেছে। পাশাপাশি অভিযোগ, বিনিয়োগকারীদের থেকে পাওয়া টাকা বিভিন্ন ভুয়ো সংস্থার মাধ্যমে হাতবদল করার।

০৫ ১৬
All you need to IIT alumni and businessman R Subramanian sentenced to 20 year imprisonment

বহু দিন ধরে বিনিয়োগ করা টাকা ফেরত না পাওয়ায় সুব্রহ্মণ্যমের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন বিনিয়োগকারীরা।

০৬ ১৬
All you need to IIT alumni and businessman R Subramanian sentenced to 20 year imprisonment

সুব্রহ্মণ্যমের বিরুদ্ধে ওঠা অভিযোগের ভিত্তিতে শুরু হওয়া তদন্তে উঠে এসেছে, আলাদা করে চার পদ্ধতিতে বিনিয়োগকারীদের থেকে আমানত সংগ্রহ করেছেন সুব্রহ্মণ্যম এবং তাঁর সঙ্গীরা।

০৭ ১৬
All you need to IIT alumni and businessman R Subramanian sentenced to 20 year imprisonment

অভিযোগ, প্রথমে বিনিয়োগকারীদের একটি আর্থিক প্রতিষ্ঠানে বিনিয়োগ করার কথা বলেন সুব্রহ্মণ্যম। প্রতিশ্রুতি দেওয়া হয়, যে টাকা বিনিয়োগ করা হচ্ছে, নির্দিষ্ট সময় পরে তার থেকে অনেক বেশি টাকা বিনিয়োগকারীদের হাতে তুলে দেওয়া হবে।

০৮ ১৬
All you need to IIT alumni and businessman R Subramanian sentenced to 20 year imprisonment

কিন্তু যে সময়ে টাকা ফেরত দেওয়ার কথা ছিল, সুব্রহ্মণ্যম সেই সময়ে তা ফেরত দেননি বলেও অভিযোগ। উল্টে বিনিয়োগকারীদের নতুন করে আবার বিনিয়োগের কথা বলা হয়। স্বল্পমেয়াদি লাভের লোভও দেখানো হয়।

০৯ ১৬
All you need to IIT alumni and businessman R Subramanian sentenced to 20 year imprisonment

বিনিয়োগকারীরা আবার টাকা বিনিয়োগ করার পর সেই টাকাও ফেরত দেওয়া হয়নি বলে অভিযোগ সুব্রহ্মণ্যম এবং তাঁর সঙ্গীদের বিরুদ্ধে।

১০ ১৬
All you need to IIT alumni and businessman R Subramanian sentenced to 20 year imprisonment

এটি সুব্রহ্মণ্যমের প্রথম ব্যবসায়িক উদ্যোগ ছিল। ১৯৯১ সালের মে মাসে তিনি আর্থিক প্রতিষ্ঠান হিসাবে এই সংস্থা তৈরি করেছিলেন। এর ছ’বছর পর, অর্থাৎ ১৯৯৭ সালে অন্য একটি সংস্থা চালু করেন সুব্রহ্মণ্যম।

১১ ১৬
All you need to IIT alumni and businessman R Subramanian sentenced to 20 year imprisonment

অনেক বিনিয়োগকারী সুব্রহ্মণ্যমের সংস্থার প্রকল্পে আকৃষ্ট হয়ে টাকা বিনিয়োগ করেছিলেন। যার মধ্যে বেশির ভাগ বিনিয়োগকারীই সেই টাকা ফেরত পাননি। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এখনও পর্যন্ত ৫৮৭ জন বিনিয়োগকারী টাকা ফেরত পাননি।

১২ ১৬
All you need to IIT alumni and businessman R Subramanian sentenced to 20 year imprisonment

আদালতে সুব্রহ্মণ্যম স্বীকার করেছেন যে, গত ১০ বছর ধরে তিনি বিনিয়োগকারীদের টাকা ফেরত দেননি। তাঁর ঋণের পরিমাণ ১৩৭ কোটির গণ্ডি ছাড়িয়েছে।

১৩ ১৬
All you need to IIT alumni and businessman R Subramanian sentenced to 20 year imprisonment

মামলার শুনানি শেষে গত ২০ নভেম্বর সুব্রহ্মণ্যমকে ২০ বছর কারাদণ্ডের সাজা শুনিয়েছে তামিলনাড়ুর চেন্নাইয়ের বিশেষ আদালত।

১৪ ১৬
All you need to IIT alumni and businessman R Subramanian sentenced to 20 year imprisonment

‘তামিলনাড়ু প্রোটেকশন অফ ইন্টারেস্টস অফ ডিপোজ়িটরস’ আইন অনুযায়ী আদালত সুব্রহ্মণ্যম এবং তাঁর সহযোগীদের দোষী সাব্যস্ত করেছে।

১৫ ১৬
All you need to IIT alumni and businessman R Subramanian sentenced to 20 year imprisonment

২০ বছরের জেলের সাজা শোনানোর পাশাপাশি আদালত সুব্রহ্মণ্যমকে আট কোটি ৯২ লক্ষ টাকা জরিমানা করেছে। পাশাপাশি সুব্রহ্মণ্যমের সঙ্গে যুক্ত সংগঠনগুলির কাছ থেকে মোট ১৯১ কোটি ৯৮ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।

১৬ ১৬
All you need to IIT alumni and businessman R Subramanian sentenced to 20 year imprisonment

এর মধ্যে, ১৮০ কোটি টাকা বিনিয়োগকারীদের ক্ষতিপূরণের বাবদ দেওয়া হবে বলে আদালত জানিয়েছে। প্রয়োজনীয় নথি সংগ্রহ করে সেই টাকা তুলে দেওয়া হবে বিনিয়োগকারীদের হাতে।

—ফাইল চিত্র।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy