All need to know about Wedding Destroyers and their profession dgtl
Wedding Destroyer
দায়িত্ব নিয়ে বিয়ে ভাঙেন, সে থেকেই বহু উপার্জন, মাঝেমধ্যে মারও জোটে! এঁরা ‘ওয়েডিং ডেস্ট্রয়্যার’
পাত্র-পাত্রীর মধ্যে সম্বন্ধ করে দুই হাত এক করেন না তাঁরা। বরং উল্টো কাজটাই করেন। দায়িত্ব নিয়ে ভাংচি দিয়ে আসেন। গাঁটছড়া বাঁধার আগেই বিয়ে ভেঙে দেন। আর এই করে প্রচুর আয়ও করেন।
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতাশেষ আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৪ ১৩:২৬
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১৫
পাত্র-পাত্রীর মধ্যে সম্বন্ধ করে দুই হাত এক করেন না তাঁরা। বরং উল্টো কাজটাই করেন। দায়িত্ব নিয়ে ভাংচি দিয়ে আসেন। গাঁটছড়া বাঁধার আগেই বিয়ে ভেঙে দেন। আর এই করে প্রচুর আয়ও করেন।
০২১৫
কথা হচ্ছে ‘প্রফেশনাল ওয়েডিং ডেস্ট্রয়্যার’দের। ‘ওয়েডিং প্ল্যানার’ নয় কিন্তু, ‘ডেস্ট্রয়্যার’। অর্থাৎ, বিয়ে পণ্ড করেন এমন পেশাদার।
০৩১৫
আর এই পেশা ক্রমশই জনপ্রিয় হচ্ছে স্পেনে। স্পেনের চৌহদ্দি পেরিয়ে ইউরোপের অন্য দেশেও এই পেশা নিয়ে আগ্রহ বৃদ্ধি পাচ্ছে।
০৪১৫
কিন্তু কী এই পেশা? কী ভাবেই বা বিয়ে ভাঙেন সেই পেশাদারেরা?
০৫১৫
বিয়েতে চার হাত করার কাজ করেন ‘ম্যাচমেকার’ বা ঘটকেরা। এর পর ‘ওয়েডিং প্ল্যানার’ সেই বিয়ের যাবতীয় ব্যবস্থাপনার দায়িত্ব নিয়ে নেয়। কোথায় মণ্ডপ বসবে, কী ভাবে সাজানো হবে, অতিথিদের কী ভাবে আপ্যায়ন করা হবে, সবই ঠিক করেন ওই প্ল্যানারেরা।
০৬১৫
কিন্তু ‘ওয়েডিং ডেস্ট্রয়্যার’রা গিয়ে সেই বিয়ে ভেঙে দিয়ে আসেন। তার জন্য টাকাও নেন তাঁরা।
০৭১৫
এই পেশা শুরু হয় একটি ব্যঙ্গাত্মক অনলাইন বিজ্ঞাপনের মাধ্যমে। আর নিছকই মজার উদ্দেশ্যে তৈরি সেই বিজ্ঞাপন থেকে বুদ্ধি নিয়ে রীতিমতো ব্যবসা ফেঁদে বসেন স্পেনের যুবক আর্নেস্টো রেইনারেস ভারিয়া।
০৮১৫
আর্নেস্টো একজন স্বঘোষিত ‘ওয়েডিং ডেস্ট্রয়্যার’ বা বিয়ে পণ্ডকারী। কিছু টাকার বিনিময়ে বিয়ে ভেঙে আসেন তিনি।
০৯১৫
মজার বিষয় হল, পাত্র এবং পাত্রীদের থেকেই বিয়ে ভেস্তে দেওয়ার আর্জি আসে আর্নেস্টোর কাছে। বছরের শুরু থেকে শেষ পর্যন্ত বুকিং থাকে তাঁর।
১০১৫
আর্নেস্টো প্রথম যে বিজ্ঞাপন দেন, তাতে লেখা ছিল, ‘‘যদি আপনার সন্দেহ থাকে বা বিয়ে করতে না চান এবং কী ভাবে প্রত্যাখ্যান করতে হবে জানেন না, তা হলে আর চিন্তা করবেন না, আমি আপনার বিয়ে ভেঙে দিয়ে আসব।’’ সঙ্গে দেওয়া ছিল ফোন নম্বর।
১১১৫
এর পরেই ফোনের পর ফোন আসতে থাকে আর্নেস্টোর কাছে। পাত্র এবং পাত্রীদের কাছ থেকে এত অনুরোধ পেয়ে অবাক হয়ে যান তিনি। দৌড়তে থাকে তাঁর ব্যবসা।
১২১৫
বিয়েতে ভাংচি দেওয়ার কৌশল সহজ। শুধু বিয়ের স্থান এবং সময় জানিয়ে দিতে হয় আর্নেস্টোকে। সময় বুঝে হাজির হয়ে যান তিনি। পাত্র বা পাত্রীকে নিয়ে পালিয়ে যান। কখনও গিয়ে ভাংচি দেন। এর জন্য ভারতীয় মুদ্রায় প্রায় ৪৭ হাজার টাকা করে নেন।
১৩১৫
তবে বিয়ে ভাঙতে গিয়ে কখনও-সখনও মারধরও জোটে আর্নেস্টোর কপালে। তার জন্য কিছু অতিরিক্ত টাকাও নেন তিনি।
১৪১৫
সংবাদমাধ্যমে আর্নেস্টো জানিয়েছেন, ব্যবসার উচ্চ চাহিদার কারণে সারা বছরই এ দিক-ও দিক দৌড়তে হয় তাঁকে। ডিসেম্বর পর্যন্ত বুকিং আছে তাঁর।
১৫১৫
প্রসঙ্গত, আর্নেস্টোর দেখাদেখি স্পেনে অনেকেই এই ব্যবসা শুরু করতে আগ্রহী হয়েছেন। স্পেনের বাইরেও তাঁর ব্যবসার চাহিদা বৃদ্ধি পাচ্ছে ধীরে ধীরে।