Advertisement
২৩ ডিসেম্বর ২০২৪
Asia Cup 2023

বিরাটের প্রেমে পাগল, কোহলির জার্সি পরেই এশিয়া কাপে ভারতের জন্য গলা ফাটাবেন আফগান সুন্দরী

রবিবার এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কার মুখোমুখি ভারত। ফাইনালে রোহিত শর্মা, বিরাট কোহলিদের জন্য আওয়াজ তুলবেন এই আফগান কন্যা।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
নয়াদিল্লি শেষ আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২৩ ১৫:২১
Share: Save:
০১ ১৫
photo of Wazhma Ayoubi

তিনি অন্য দেশের নাগরিক। অথচ বাইশ গজে ভারতের অন্ধ ভক্ত। তাঁর নিজের দেশও ক্রিকেট খেলে। চলতি বছরে এশিয়া কাপে তাঁর দেশ ফাইনালে পৌঁছতে পারেনি। তবে তাঁর সেই মনখারাপ ভুলিয়ে দিয়েছে টিম ইন্ডিয়া। রবিবার এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কার মুখোমুখি ভারত। ফাইনালে রোহিত শর্মা, বিরাট কোহলিদের জন্য আওয়াজ তুলবেন এই আফগান কন্যা।

ছবি: সংগৃহীত।

০২ ১৫
photo of Wazhma Ayoubi

তাঁর নাম ওয়াজমা আয়ুবি। সমাজমাধ্যমে বেশ জনপ্রিয় তিনি। সুন্দরী ওয়াজমা ক্রিকেটের ‘বিরাট’ ভক্ত। সমাজমাধ্যমে তাঁর নানা ছবি দেখলেই বোঝা যায় যে, ক্রিকেটের প্রতি তাঁর কতটা প্রেম।

ছবি: সংগৃহীত।

০৩ ১৫
photo of Wazhma Ayoubi

রবিবার এশিয়া কাপের ফাইনালের আগে আলোচনায় উঠে এসেছেন ওয়াজমা। শুধু টিম ইন্ডিয়ারই ভক্ত তিনি নন। বিরাট কোহলির ‘জাবড়া ফ্যান’ তিনি।

ছবি: সংগৃহীত।

০৪ ১৫
photo of Wazhma Ayoubi

বাইশ গজের অন্যতম সফল ‘খিলাড়ি’ বিরাটের ভক্তের সংখ্যা অগণিত। সেই তালিকায় জুড়ল এক বিদেশিনীর নামও।

ছবি: সংগৃহীত।

০৫ ১৫
photo of Wazhma Ayoubi

টিম ইন্ডিয়ার জার্সি পরে সমাজমাধ্যমে ছবি পোস্ট করেছেন ওই আফগান তরুণী। সেই ছবিই ঝড় তুলেছে। বিদেশি সুন্দরীর পরনে টিম ইন্ডিয়ার জার্সি! এই ছবি ঘিরে আলোচনা শুরু হয়েছে সমাজমাধ্যমে।

ছবি: সংগৃহীত।

০৬ ১৫
photo of Wazhma Ayoubi

যে জার্সিটি পরেছেন ওয়াজমা, সেটি গত বছর এশিয়া কাপে পরেছিলেন স্বয়ং বিরাট। জার্সিতে বিরাটের সইও রয়েছে।

ছবি: সংগৃহীত।

০৭ ১৫
photo of Wazhma Ayoubi

১৮ নম্বর জার্সিতে শুভেচ্ছা জানিয়ে বিরাটের সই রয়েছে। তাতে লেখা রয়েছে, ‘বেস্ট উইশেস’। কোহলির সই করা নীল জার্সি পরে ক্রিকেট জ্বরে কাঁপছেন ওই আফগান তরুণী।

ছবি: সংগৃহীত।

০৮ ১৫
photo of Wazhma Ayoubi

জার্সি পরা ওই ছবি টুইট করে ওয়াজমা লিখেছেন, ‘‘যে জার্সি পরে আমার প্রিয় দল ভারতকে সমর্থন করছি, সেটি গত বছর এশিয়া কাপে ভারত-আফগানিস্তান ম্যাচে পরেছিলেন বিরাট কোহলি।’’

ছবি: সংগৃহীত।

০৯ ১৫
photo of Wazhma Ayoubi

ওয়াজমা আরও জানিয়েছেন, এই জার্সিটি তখনই বদলাবেন, যখন বিরাটের সই করা আরও একটি জার্সি পাবেন।

ছবি: সংগৃহীত।

১০ ১৫
photo of Wazhma Ayoubi

খোলা চুল। পরনে বিরাটের সই করা টিম ইন্ডিয়ার জার্সি। এই অবতারে তাক লাগিয়েছেন ওয়াজমা। টিম ইন্ডিয়ার জার্সিতে আফগান তরুণীকে দেখে মজেছেন অনেকেই।

ছবি: সংগৃহীত।

১১ ১৫
photo of Wazhma Ayoubi

এর আগেও টিম ইন্ডিয়ার জার্সি পরে কয়েকটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন ওয়াজমা। তবে এ বার বিরাটের জার্সি পরে ছবি পোস্ট করে নজর কাড়লেন তিনি।

ছবি: সংগৃহীত।

১২ ১৫
photo of Wazhma Ayoubi

ওয়াজমার দেশ আফগানিস্তান হলেও তিনি বর্তমানে থাকেন দুবাইয়ে। তিনি সমাজমাধ্যম প্রভাবী। ইনস্টাগ্রামে তাঁর ভক্তের সংখ্যা নেহাত কম নয়। তাঁর অনুগামীর সংখ্যা ছয় লক্ষেরও বেশি।

ছবি: সংগৃহীত।

১৩ ১৫
photo of Wazhma Ayoubi

চলতি বছরে এশিয়া কাপে প্রথম থেকেই দুই দেশকে সমর্থন করেছেন ওয়াজমা। ভারত এবং তাঁর নিজের দেশ আফগানিস্তান। নিজের দেশের প্রতি সকলেরই আলাদা ভালবাসা থাকে। সেটাই স্বাভাবিক। ওয়াজমার ক্ষেত্রেও তার ব্যতিক্রম ঘটেনি।

ছবি: সংগৃহীত।

১৪ ১৫
photo of Wazhma Ayoubi

তবে এশিয়া কাপে দ্বিতীয় দেশ হিসাবে ভারতই তাঁর পছন্দ। এশিয়া কাপের দ্বিতীয় রাউন্ডে ছিটকে গিয়েছে আফগানিস্তান। তার পর থেকেই ভারতের জন্য গলা ফাটাচ্ছেন এই আফগান তরুণী।

ছবি: সংগৃহীত।

১৫ ১৫
photo of Wazhma Ayoubi

রবিবার কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি হবে ভারত-শ্রীলঙ্কা। রোহিতদের জন্য আওয়াজ তুলতে তৈরি ওয়াজমা।

ছবি: সংগৃহীত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy