কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে খবর, মূলত ছ’রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলে বায়োমেট্রিক তথ্য চুরি করে এই ধরনের প্রতারণার অভিযোগ উঠছে। সেই রাজ্যের বাসিন্দারাই মূলত সাইবার অপরাধীদের ‘সফট টার্গেট’। রাজ্যগুলি হল— রাজস্থান, ঝাড়খণ্ড, বিহার, উত্তরপ্রদেশ, হরিয়ানা, পশ্চিমবঙ্গ। এর পাশাপাশি দিল্লিতেও বেশ কয়েকটি জায়গায় এই ধরনের প্রতারণা সংক্রান্ত অভিযোগ উঠে আসছে।
গ্রাহকদের কাছে সহজে আর্থিক পরিষেবা পৌঁছে দিতে এইপিএস পরিষেবা চালু করেছিল কেন্দ্রীয় সরকার। এতে টাকা জমা দেওয়া এবং তোলার ক্ষেত্রে সুবিধা হওয়ার পাশাপাশি, এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে পাঠানো টাকা এবং অ্যাকাউন্টে জমা টাকার খোঁজও করা যায়। ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশনের (এনপিসিআই) এই পরিষেবা চালু করেছিল।
শনিবার আধার সংক্রান্ত কারচুপি নিয়ে সতর্কতা জারি করেছে কলকাতা পুলিশ। উপরিউক্ত বিষয়গুলির পাশাপাশি, আধার নম্বর যাকে তাকে না দেওয়ার পরামর্শ দিয়েছে কলকাতা পুলিশ। এইপিএস পরিষেবা না ব্যবহার করলে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক করার বিষয়টিও ভেবে দেখার পরামর্শ দিয়েছে তারা। একই সঙ্গে যত্রতত্র আঙুলের ছাপ দেওয়ার বিষয়েও গ্রাহকদের সতর্ক করেছে পুলিশ।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy