Advertisement
২২ ডিসেম্বর ২০২৪
Stone Baby

পেটব্যথা সারাতে এক্স রে করানো হল ৮২ বছরের বৃদ্ধার, রিপোর্ট দেখে চমকে গেলেন চিকিৎসকেরা!

চিকিৎসকদের কাছে বৃদ্ধা জানিয়েছিলেন, তাঁর পাকস্থলীতে কিছু সমস্যা হয়েছে বলে মনে হয়েছিল তাঁর। তবে এক্স রে রিপোর্ট দেখে হতবাক হয়ে যান তিনি।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০২৩ ১৬:৪৪
Share: Save:
০১ ১৮
Representational picture of pregnant woman

তলপেটে অসহ্য যন্ত্রণা নিয়ে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল ৮২ বছরের এক বৃদ্ধাকে। তবে সে উপসর্গের উপশম করাতে গিয়ে জানতে পারলেন, গত ৪০ বছর ধরে তাঁর পেটে রয়েছে একটি আস্ত ‘পাথুরে’ ভ্রূণ।

০২ ১৮
Representational picture of X-ray

কলম্বিয়ার ওই বৃদ্ধার পেটে পাথুরে ভ্রূণের সম্পর্কে সংবাদমাধ্যমে শোরগোল পড়েছিল ২০১৩ সালের ডিসেম্বরে। সংবাদমাধ্যমের দাবি, প্রায় ৪ দশক ধরে এর অস্তিত্ব সম্পর্কে কোনও ধারণাই ছিল না বৃদ্ধার।

০৩ ১৮
Representational picture dead fetus

চিকিৎসকেরা জানিয়েছিলেন, ওই বৃদ্ধার তলপেটের এক্স-রে করানো হলে তাতে ধরা পড়ে ‘লিথোপেডিওন’ হয়েছে তাঁর। চিকিৎসকদের পরিভাষায় যা অতি বিরল ঘটনা। একে ‘স্টোন বেবি’ও বলেন তাঁরা।

০৪ ১৮
Representational picture of operation theatre

চিকিৎসকদের কাছে বৃদ্ধা জানিয়েছিলেন, পাকস্থলীতে কিছু সমস্যা হয়েছে বলে মনে হয়েছিল তাঁর। তবে এক্স রে রিপোর্ট দেখে হতবাক হয়ে যান তিনি। বৃদ্ধার তলপেটে অস্ত্রোপচার করে ওই ভ্রূণটি বার করার তোড়জো়ড় শুরু করে দেন তাঁরা।

০৫ ১৮
Representational picture of doctor

চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে এ ধরনের ঘটনা অতি বিরল বলে জানিয়েছিলেন ক্লিভল্যান্ডের ইউনিভার্সিটি হসপিটালস কেস মেডিক্যাল সেন্টারের চিকি়ৎসক কিম গার্কসি।

০৬ ১৮
Picture of wlderly woman who carried 40-Year-Old 'Stone Baby'

আমেরিকার সংবাদমাধ্যম ‘এবিসি নিউজ়’-এর কাছে গার্কসি জানিয়েছিলেন, ওই বৃদ্ধার পেটে ‘স্টোন বেবি’ ধরা পড়ার আগে সারা বিশ্বে মাত্র ৩০০ বার এমনটা দেখা গিয়েছে।

০৭ ১৮
Picture of dead fetus

চিকিৎসকদের দাবি, মাত্র ০.০০৫৪ শতাংশের ক্ষেত্রে গর্ভের বাইরে ভ্রূণের জন্ম হয়ে তা পাথরে পরিণত হয় বা ‘লিথোপেডিওন’ ধরা পড়ে।

০৮ ১৮
Picture of x-ray

একটি রিপোর্টের দাবি, গর্ভের বাইরে ভ্রূণের জন্মের পর তা ‘লিথোপেডিওন’-এ পরিণত হওয়ার ঘটনা ১.৫ থেকে ১.৮ শতাংশের মধ্যে ধরা পড়েছে।

০৯ ১৮
Picture of wlderly woman who carried 'Stone Baby'

গার্কসি ওই বৃদ্ধার চিকিৎসা করেননি। তবে তিনি জানিয়েছিলেন, জরায়ুর পরিবর্তে তলপেটে ভ্রূণের অবস্থান হলে তা ‘লিথোপেডিওন’-এ পরিণত হতে পারে। ওই ভ্রূণটিতে পর্যাপ্ত রক্ত সঞ্চার না হওয়ায় তা গর্ভেই নষ্ট হয়ে যায়। তবে সাধারণত সেটি তলপেটেই থেকে যায়।

১০ ১৮
Picture of fetus

এই অবস্থার জেরে ভ্রূণটি ‘পাথরে’ পরিণত হয়। চিকিৎসকদের মতে, আসলে ওই ভ্রূণের উপর ক্যালশিয়ামের পরত জমতে থাকে। তাতেই মৃত ভ্রূণটি শক্ত হতে শুরু করে।

১১ ১৮
Picture of wlderly woman who carried 'Stone Baby'

গার্কসি জানিয়েছিলেন, বাইরের কোনও বস্তু দেহের ভিতরে ঢুকলে আমাদের রক্ষাকর্তা হয়ে ওঠে স্বাভাবিক রোগ প্রতিরোধ ক্ষমতা। শরীরকে সুস্থসবল রাখতে ক্রমাগত এই প্রক্রিয়া চলতে থাকে। ওই একই ভাবে মৃত ভ্রূণটিকে ‘পাথরে’ পরিণত করে বৃদ্ধাকে রক্ষা করছিল তাঁর দেহের রোগ প্রতিরোধ ব্যবস্থা।

১২ ১৮
Picture of wlderly woman who carried 'Stone Baby'

বিষয়টি আরও ব্যাখ্যা করেছিলেন গার্কসি। তিনি বলেছিলেন, ‘‘হাঁটুর তরুণাস্থি পুরনো হয়ে গেলে তাতে ক্যালসিয়াম জমতে শুরু করে। এই প্রক্রিয়ার প্রয়োজন রয়েছে। কারণ সে ভাবেই টিস্যুগুলিকে ক্ষয় থেকে বাঁচানো যায়।’’

১৩ ১৮
Picture of pregnant woman

ওই একই ভাবে ভ্রূণের উপর ক্যালসিয়ামের পরত জমতে থাকায় দশকের পর দশক ধরে নিজের তলপেটে ‘স্টোন বেবি’র অস্তিত্ব সম্পর্কে কিছুই বুঝতে পারেননি বৃদ্ধা।

১৪ ১৮
Representational picture of operation theatre

কলম্বিয়ার ওই বৃদ্ধার ঘটনা প্রকাশ্যে আসার আগে ২০০৯ সালে এ ধরনের ঘটনার কথা জানিয়েছিল আমেরিকার সংবাদমাধ্যম। ওই বছর দক্ষিণ চিনের ৯২ বছরের এক মহিলার পেট থেকে ৬০ বছরের একটি মৃত ভ্রূণ অস্ত্রোপচার করে বার করা হয়েছিল।

১৫ ১৮
Representational picture of doctor

এমনই আর একটি ঘটনার কথা শোনা গিয়েছিল ২০১৫ সালে। সে বার চিলির লা বোকা শহরের ৯১ বছরের এক বৃদ্ধার ধারণাই ছিল না যে দীর্ঘ কয়েক দশক ধরে পেটে একটি মৃত ভ্রূণ বয়ে বেড়াচ্ছেন তিনি।

১৬ ১৮
Representational picture of dead fetus

চিকিৎসকদের দাবি, ৬৮ বছরের এক ফরাসি মহিলার দেহে ‘লিথোপেডিওন’-এর কেস প্রথম বার প্রকাশ্যে এসেছিল। ১৫৮২ সালে তাঁর দেহের ময়নাতদন্তে জানা যায়, ২৮ বছর ধরে ‘স্টোন বেবি’ রয়েছে তাঁর তলপেটে।

১৭ ১৮
Representational picture of doctor

গার্কসি বলেন, ‘‘বেশির ভাগ ক্ষেত্রেই এ ধরনের মহিলাদের শরীরের ‘লিথোপেডিওন’ হওয়ার কোনও উপসর্গ ধরা পড়ে না। ফলে এ নিয়ে কিছু করার থাকে না তাঁদের।’’

১৮ ১৮
Picture of wlderly woman who carried 'Stone Baby'

১০,০০০ অন্তঃসত্ত্বার মধ্যে ১ জনের এই ‘অস্বাভাবিক’ অবস্থা হয় বলে মত চিকিৎসকদের। যদিও গার্কসির দাবি, অন্তঃসত্ত্বাদের মধ্যে এই অবস্থাকে সহজেই চিহ্নিত করতে সক্ষম আধুনিক চিকিৎসাশাস্ত্র।

সব ছবি: সংগৃহীত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy