70 percent of total production of Macadamia nuts came from a single tree in Australia dgtl
macadamia nuts
Macadamia nuts: সারা বিশ্বের ৭০ শতাংশ ম্যাসেডেমিয়া বাদাম উৎপাদন একটি গাছ থেকেই!
কুইন্সল্যান্ডের জিম্পি শহরে উনিশ শতকের পুরনো একটি ম্যাসেডেমিয়া গাছই বাদাম উৎপাদনের মূল উৎস।
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৮ জুন ২০২২ ১২:৩০
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১৬
জানেন কি, বিশ্ব জুড়ে যত ধরনের বাদাম পাওয়া যায়, সেই প্রজাতিগুলির মধ্যে ম্যাসেডেমিয়া বাদাম সবচেয়ে মূল্যবান। এমনকি, বিশ্ববাজারে প্রায় ৭০ শতাংশ বাদাম উৎপাদন হয় একটি গাছ থেকেই।
০২১৬
শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। ২০১৮ সালে ম্যাসেডেমিয়া বাদামের উপর গবেষণা করা হয়। শুধু মাত্র অস্ট্রেলিয়ায় নয়, হাওয়াই-এর বিভিন্ন প্রান্ত থেকেও বাদাম সংগ্রহ করা হয়।
০৩১৬
বাদামগুলির ডিএনএ নমুনা নিয়ে পরীক্ষা করে জানা যায়, তাদের ডিএনএ গঠনে অদ্ভুত রকমের সাদৃশ্য খুঁজে পাওয়া গিয়েছে।
০৪১৬
‘প্ল্যান্ট সায়েন্স’-এর এক সমীক্ষায় বলা হয়েছে, অস্ট্রেলিয়ায় কুইন্সল্যান্ড এলাকার জিম্পি নামের একটি ছোট শহরে ১৯ শতকের পুরনো ম্যাসেডেমিয়া গাছ রয়েছে।
০৫১৬
সেই গাছ থেকে যে বাদাম পাওয়া যায়, তার ডিএনএ গঠনের সঙ্গেই সাদৃশ্য রয়েছে ম্যাসেডেমিয়া বাদামের। কুইন্সল্যান্ড বিশ্ববিদ্যালয়ের উদ্যানতত্ত্ববিদ্ ক্রেইগ হার্ডনারের তথ্য অনুযায়ী, ১৮৯৬ সালে রবার্ট জর্ডন নামে এক ব্যক্তি কুইন্সল্যান্ড থেকে এই গাছের বীজ হনলুলুতে নিয়ে যান।
০৬১৬
তাঁর ভাইয়ের বাড়ির পিছন দিকে যে বাগান রয়েছে, সেখানে বীজগুলি পোঁতা হয়েছিল। কিন্তু সেই বীজ থেকে মাত্র ছ’টি গাছ বেড়ে ওঠে। কুইন্সল্যান্ডের গাছ এ ভাবেই হাওয়াই অঞ্চলে পৌঁছয়।
০৭১৬
গবেষকরা জানিয়েছেন, এই গাছের বীজ থেকেই অধিকাংশ বাদাম উৎপাদন করা হয়, তাই উৎপাদনের মূল উৎস হিসাবে এই গাছটিকেই ধরা হয়। এ জন্য এটি ‘ম্যাসেডেমিয়া গাছের চেঙ্গিজ খাঁ’ নামেও প্রসিদ্ধ।
০৮১৬
জানা যায়, কুইন্সল্যান্ডের রাজধানী ব্রিসবেনে অবস্থিত বোটানিক্যাল গার্ডেনে ১৮৫৮ সাল থেকে প্রথম ম্যাসেডেমিয়া বাদামের চাষ শুরু হয়।
০৯১৬
তার ঠিক দু’বছর পর এই বাদামের কেনাবেচা শুরু করেন কিং জ্যাকি। লোগান নদীর তীরে যে সাম্রাজ্য গড়ে উঠেছিল, তার রাজা ছিলেন তিনি।
১০১৬
শুধু মাত্র পুষ্টিগত উপাদানে ভরপুর থাকার জন্য নয়, ম্যাসেডেমিয়া বাদামের দাম বেশি হওয়ার পিছনে কারণ ভিন্ন।
১১১৬
ম্যাসেডেমিয়া গাছ বেড়ে ওঠার জন্য চাই উপযুক্ত পরিবেশ— প্রচুর পরিমাণ বৃষ্টি, প্রয়োজনীয় উপাদান সমৃদ্ধ মাটি এবং উষ্ণ আবহাওয়া।
১২১৬
এ ধরনের আবহাওয়ার মধ্যে প্রায় সাত থেকে দশ বছর সময়কালের ব্যবধানে গাছ বেড়ে উঠতে থাকে।
১৩১৬
কিন্তু সব এলাকার পরিবেশ ম্যাসেডেমিয়া গাছ বেড়ে ওঠার পক্ষে উপযোগী নয়। নির্দিষ্ট কিছু এলাকায় এই বাদাম উৎপাদন হয় বলেই এর দামও বেশি।
১৪১৬
এক পাউন্ড ম্যাসেডেমিয়া বাদামের মূল্য ২৫ আমেরিকান ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় দু’হাজার টাকা)।
১৫১৬
অস্ট্রেলিয়ার ৫০টি বৃহত্তম স্থাপত্যের মধ্যে উমবাইয়ের ‘বিগ ম্যাসেমেডিয়া নাট’ উল্লেখযোগ্য। ১৯৭৮ সালে এই থিম পার্কটি তৈরি করা হয়।
১৬১৬
কুইনসল্যান্ডের পর্যটন কেন্দ্রের মধ্যে এটি ছিল অন্যতম। ম্যাসেডেমিয়া বাদাম উৎপাদনের প্রধান কেন্দ্রস্থল হিসাবে কুইন্সল্যান্ডকে মান্যতা দিতেই এই পার্কটি তৈরি করা হয়েছিল। কিন্তু ২০১৩ সালে এই পার্কটি বন্ধ হয়ে যায়।