Advertisement
০৫ নভেম্বর ২০২৪
Presents
gold

সোনা কিনুন আবার সুদও ঘরে তুলুন

সোনা কিনে সুদ? ভাবছেন এ আবার কেমন কথা? শুনতে অদ্ভুত লাগলেও ব্যাপারটা কিন্তু সত্যি। চোখ রাখা যাক এর বৈশিষ্ঠের উপর।

প্রতীকী চিত্র

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ০৪ মার্চ ২০২১ ১৯:০০
Share: Save:

সোনা কিনে সুদ? ভাবছেন এ আবার কেমন কথা? শুনতে অদ্ভুত লাগলেও ব্যাপারটা কিন্তু সত্যি। কেন্দ্রীয় সরকার বাজারে ছেড়েছে সভেরেইন গোল্ড বন্ড সিরিজ ১২। কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে ৫ মার্চ। তাই কিনতে হলে দ্রুত যোগাযোগ করুন নিজের ব্যাঙ্কের সঙ্গে। রাষ্ট্রায়ত্ত অনেক ব্যাঙ্ক থেকেই আপনি কিনতে পারবেন এই ঋণ পত্র। চোখ রাখা যাক এর বৈশিষ্টের উপর।

·একটি ঋণপত্রের মূল্য হবে ১ গ্রাম ৯৯.৯ শতাংশ খাঁটি সোনার দামের সমান

·ঋণপত্র পিছু দাম ধরা হয়েছে ৪৬১২ টাকা (১ গ্রাম সোনার দাম)

·খুচরো ক্রেতারা ১ গ্রাম থেকে ৪ কেজি সোনার সমমূল্যের ঋণপত্র কিনতে পারবেন।

·সুদের হার ঠিক হয়েছে ২.৫ শতাংশ

·বিক্রি করতে চাইলে বাজারে বিক্রি করতে হবে

·৮ বছরের জন্য ছাড়া এই ঋণপত্র অবশ্য পাঁচ বছর বাদে ‘রিডিম’ বা ভাঙানো যাবে

·সোনার দামের সঙ্গে ঋণপত্রের দাম মিলিয়ে বাজার দর ঠিক হবে

·ধার নেওয়ার জন্য বন্ধক দেওয়া যাবে

·এক তো সুদ তার উপর বাজারে মূল্যস্ফীতির বিমা হিসাবেও কাজ করবে, ঠিক যে ভাবে সোনা করে।

·হাতে সোনা রাখার ঝুঁকি থেকে নিখরচায় সোনা রাখার সমান।

·সুদ কর-যোগ্য। কিন্তু ক্যাপিটাল গেনস করে ছাড় মিলতে পারে।

·অনলাইনও কিনতে পারেন। কিন্তু ৫ মার্চ বন্ধ হয়ে যাবে এই ঋণপত্র বিক্রি।

অন্য বিষয়গুলি:

Interest savings gold
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE