ভারতের শেয়ার বাজারের মতো আমেরিকারও শেয়ার বাজার রয়েছে। আমেরিকার শেয়ার বাজার সম্পর্কে কথা বললেই সাধারণ ভাবে যা মনে আসে তা হল নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ এবং নাসডাক। এই দু’টি এক্সচেঞ্জ উত্তর আমেরিকা-সহ সারা বিশ্বের বেশির ভাগ স্টক ট্রেডিংয়ের জন্য কাজে লাগে। এই এক্সচেঞ্জগুলির, কোনও বিনিয়োগকারীর কাছে থাকা সূচকের ভিত্তিতে স্টক মার্কেটের কর্মক্ষমতা পরিমাপ করা হয়।