Advertisement
০৫ নভেম্বর ২০২৪
Hyundai

আঙুলের ছাপই এ বার গাড়ির দরজা খোলার চাবি?

আর চাবির দরকার পড়বে না; এবার আঙুলের ছাপের সাহায্যেই খোলা যাবে গাড়ির দরজা। এমনটাই দাবি জাপানি গাড়ি প্রস্তুতকারী সংস্থা হুন্ডাই-এর।

প্রতীকি চিত্র।

প্রতীকি চিত্র।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০৩ জানুয়ারি ২০১৯ ১৩:৪০
Share: Save:

আর চাবির দরকার পড়বে না; এবার আঙুলের ছাপের সাহায্যেই খোলা যাবে গাড়ির দরজা। এমনটাই দাবি জাপানি গাড়ি প্রস্তুতকারী সংস্থা হুন্ডাই-এর।

সম্প্রতি দক্ষিন কোরিয়ার গাড়ি প্রস্তুতকারী সংস্থা হুন্ডাই জানিয়েছে যে তাদের কিছু বিশেষ মডেলের গাড়িতে এই সুবিধা চালু করতে চলেছে তারা। এর ফলে গাড়ির সুরক্ষা ব্যবস্থা আরো জোরদার হবে বলে দাবি তাদের।

২০১৯ এর শুরুতেই তাদের সান্তা ফে এসিউভি গাড়িতে এই সুবিধা পাওয়া যাবে বলে মনে করা হচ্ছে। গাড়ির দরজার হ্যান্ডলে এই সেন্সর থাকবে। শুধুমাত্র রেজিস্ট্রার করা আঙুলের ছাপ পেলেই খুলবে গাড়ির দরজা। স্মার্ট কি-র থেকেও বেশি সুরক্ষিত হবে এই ব্যবস্থা। এ ছাড়াও এই ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তি ব্যবহার করে গাড়ির সিট ঠিক করা, সাইড-ভিউ মিররের দিক বদল করা যাবে খুব সহজেই।

হুন্ডাইয়ের রিসার্চ ও ডেভেলপমেন্ট শাখার প্রধান অ্যালবার্ট বিয়েরম্যান জানিয়েছেন, এর পরে গাড়ির ভিতরের তাপমাত্রা নিয়ন্ত্রণ থেকে শুরু করে স্টিয়ারিং হুইল বদলের মতো নানা ধরনের কাজও এই উন্নত প্রযুক্তিতে করা যাবে।

আরও পড়ুন: এক স্মার্ট ফোনে ৬ ক্যামেরা! আনছে নোকিয়া

আরও পড়ুন: এই মোবাইলগুলিতে আর ব্যবহার করা যাবেনা হোয়াটসঅ্যাপ

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE