গুলি করার মুহূর্ত। ছবি: ভিডিয়ো থেকে।
বাল্মীকি জয়ন্তীর অনুষ্ঠানে তখন মঞ্চে নাচে মাতোয়ারা স্থানীয় মানুষজন। হঠাৎ গুলির আওয়াজে সচকিত হয়ে উঠলেন উপস্থিত দর্শক। আতঙ্কে দৌড় দিলেন অনেকে। ততক্ষণে লুটিয়ে পড়েছেন বছর কুড়ির নৃত্য প্রশিক্ষক অবিনাশ সঙ্গোয়ান। বুধবার রাতে ঘটনাটি ঘটে দিল্লির মন্দির মার্গ এলাকায়। এক ব্যক্তির নাচ নিয়ে ব্যঙ্গ করায় তাঁকে সকলের সামনেই গুলি করে ওই ব্যক্তি।
অবিনাশের বন্ধু নিখিল জানিয়েছেন, অনুষ্ঠানে আর পাঁচ জনের মতো মেতে উঠেছিলেন তাঁরাও। অবিনাশের নাচের ছবি তুলেতে ব্যস্ত ছিলেন তিনি। ওই মঞ্চে অন্য যারা নাচছিলেন তাদেরই এক জনের বেতালা নাচ নিয়ে হাসহাসি করেছিলেন অবিনাশ। আর তার কিছুক্ষণ পরেই বন্ধু অবিনাশ সঙ্গওয়ান মাটিতে লুটিয়ে পড়ায় সবাই হকচকিত হয়ে পড়েন। ছবি তোলা থামিয়ে বন্ধুর কাছে ছুটে আসেন বন্ধু নিখিল সঙ্গওয়ান। ততক্ষণে রক্তে ভেসে যাচ্ছিল অবিনাশের গোটা শরীর। বছর কুড়ির অবিনাশের বুকে গুলি করা হয়েছে। গুরুতর অবস্থায় তাকে লোহিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। গুলি সরাসারি বুকে লাগার জন্যই মৃত্যু হয় ওই যুবকের।
অবিনাশ এবং নিখিল দু’জনেই নৃত্য প্রশিক্ষক। নিখিল পুলিশকে জানিয়েছেন, অবিনাশ হাসহাসি করার পর আধ ঘণ্টার জন্য অদৃশ্য হয়ে যান ওই ব্যক্তি। তার পর ফের দুই বন্ধুকে নিয়ে ফিরে আসেন তিনি। ফের যোগ দেন নাচের অনুষ্ঠানেও। হঠাৎ ভিড়ের মধ্যে থেকে অবিনাশকে গুলি করে পালিয়ে যান ওই ব্যক্তি। চম্পট দেয় তার সাগরেদরাও।
আরও পড়ুন: বাঘে-মানুষে লড়াই, তবে শেষরক্ষা হল না
আরও পড়ুন: ‘ছেলে ভুল করেছে, ওকে ছেড়ে দিন’, মার খেয়েও এ ভাবে থানায় আসেন বাবা
নিখিলের অভিযোগের প্রেক্ষিতে তদন্ত শুরু করেছে পুলিশ। হামলাকারী ওই ব্যক্তির স্কেচ তৈরি করা হয়েছে।
(কাশ্মীর থেকে কন্যাকুমারী, গুজরাত থেকে মণিপুর - দেশের সব রাজ্যের গুরুত্বপূর্ণ খবর জানতে আমাদের দেশ বিভাগে ক্লিক করুন।)
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy