তিনসুকিয়ায় চলছে প্রতিবাদ বিক্ষোভ। —নিজস্ব চিত্র
অসমে পাঁচ বাঙালিকে হত্যার ঘটনার পর ব্যাপক তল্লাশি অভিযান শুরু করল সেনাবাহিনী। অসম-অরুণাচল সীমানা বরাবর ইতিমধ্যেই শুরু হয়েছে জঙ্গি বিরোধী অভিযান। মায়ানমার সীমান্তে কড়া নজরদারি চালাচ্ছেন অসম রাইফেলসের জওয়ানরা। তদন্তে নেমে আলফার দুই আলোচনাপন্থী নেতাকে আটক করেছে পুলিশ। অন্য দিকে অসমের বাঙালি সংগঠনগুলির ডাকে তিনসুকিয়ায় চলছে ১২ ঘণ্টার বন্ধ। পশ্চিমবঙ্গে রাজ্য জুড়ে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে তৃণমূল কংগ্রেস।
বৃহস্পতিবার রাত আটটা নাগাদ অসমের তিনসুকিয়ার বাঙালি অধ্যুষিত খেরবাড়ি গ্রামে ঢুকে একটি দোকানের সামনে থেকে পাঁচ জনকে ডেকে নিয়ে গিয়ে গুলি করে খুন করে সন্দেহভাজন আলফা জঙ্গিরা। প্রাথমিক তদন্তে উঠে এসেছে আলফা(স্বাধীন) গোষ্ঠী হামলা চালিয়েছে। যদিও ওই সংগঠনের তরফে বিবৃতি দিয়ে খুনের ঘটনা অস্বীকার করা হয়েছে।
অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের নির্দেশে পুলিশ-প্রশাসনের সর্বোচ্চ কর্তারা বৃহস্পতিবার রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন। এরপর শুক্রবার সকাল থেকেই কার্যত চিরুনি তল্লাশি শুরু করেছেন সেনা জওয়ানরা। সমস্ত চেক পয়েন্টগুলিতে নাকা চেকিং চলছে। আন্তঃরাজ্যের সীমানা ও আন্তর্জাতিক সীমান্তে গাড়ি থামিয়ে তল্লাশি চালাচ্ছেন জওয়ানরা। জঙ্গল এলাকার উপর কড়া নজরদারি রাখা হয়েছে। এর পাশাপাশি সন্দেহজনক সব জায়গায় চলছে ব্যাপক তল্লাশি অভিযান।
অন্যদিকে তদন্ত শুরু করেছে পুলিশও। কিছুদিন আগেই বাঙালি সম্প্রদায়ের যাঁরা সুপ্রিম কোর্টে এনআরসি-র বিরুদ্ধে মামলা দায়ের করেছেন, তাঁদের হুমকি দিয়েছিল আলোচনাপন্থী আলফা নেতারা। সেই সূত্রেই আলোচনাপন্থী দুই নেতা মৃণাল হাজারিকা এবং জিতেন দত্তকে আটক করে জিজ্ঞাসাবাদ করছেন পদস্থ পুলিশ কর্তারা।
আলফা (স্বাধীন) এর বিবৃতি।
আরও পড়ুন: অসমের তিনসুকিয়ায় পাঁচ বাঙালিকে গুলি করে হত্যা, সন্দেহে আলফা জঙ্গিরা
অল অসম বেঙ্গলি ইয়ুথ স্টুডেন্টস ফেডারেশন তিনসুকিয়ায় ১২ ঘণ্টার বন্ধের ডাক দিয়েছে। আরও কয়েকটি সংগঠনের ডাকে তিনসুকিয়ায় স্বতঃস্ফূর্ত বন্ধ চলছে। রাস্তায় চলছে হাতে গোনা যানবাহন। দোকানপাট খোলেনি।
#AssamKillings #AssamKilling
— Geetika Swami (@SwamiGeetika) November 2, 2018
This is how Protesters mourn the loss at Dhola after ULFA(I) killed 5 innocent men in Assam's Tinsukia district.
Mamata Banerjee’s vile malicious blame game has just begun.#ULFA #Assam #Tinsukia pic.twitter.com/eNzPBIr7jx
আরও পড়ুন: ‘তিনসুকিয়ার ঘটনায় আমাদের রক্তে ঠান্ডা স্রোত বয়ে যাচ্ছে’
তিনসুকিয়ার ঘটনায় বৃহস্পতিবারই কড়া প্রতিক্রিয়া জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লিতে বিবৃতি দিয়ে ঘটনার কড়া নিন্দা এবং শোকপ্রকাশ করেন দলের সাংসদ ডেরেক ওব্রায়েন। পাশাপাশি রাজ্য-জুডে় প্রতিবাদ-বিক্ষোভ কর্মসূচির ঘোষণা করেছিল তৃণমূল কংগ্রেস। দলের টুইটার হ্যান্ডলে শুক্রবার জানানো হয়েছে, অসমের খুনের ঘটনার প্রতিবাদে রাজ্য জুড়ে রাস্তায় নেমে প্রতিবাদ করা হবে।
আরও পড়ুন: সরকার ও প্রশাসনে মোদীর মুঠো কি ক্রমশ আলগা হচ্ছে?
পাশাপাশি ঘটনায় শোক প্রকাশ করতে দলের ফেসবুক-টুইটারের ডিসপ্লে পিকচার (ডিপি) কালো করে দেওয়া হয়েছে। কলকাতা, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, নদিয়া-সহ বিভিন্ন জায়গায় প্রতিবাদ-বিক্ষোভ কর্মসূচি পালনের কথা জানানো হয়েছে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy