ছবি- সংগৃহীত।
প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহের বায়োপিক ‘দ্য অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার’-এর প্রতিবাদ জানিয়ে কংগ্রেস তাকে গুরুত্ব দিতে চায় না। কংগ্রেসের মতে, চলচ্চিত্রটি ‘নিম্ন মানের’। তাই তা নিয়ে আলোচনা করা একেবারেই অর্থহীন। কংগ্রেস নেতা নরেন্দ্র সালুজা শুক্রবার বলেন, ‘‘ওই বায়োপিকটি এতটাই নিম্ন মানের যে, আমরা তা নিয়ে আলোচনা করারই প্রয়োজন বোধ করছি না। বায়োপিকটির প্রতিবাদ করে আমরা অযথা তার প্রচার করতে চাই না।’’
‘দ্য অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার’ ছবির ট্রেলর প্রকাশ পেতেই রাজনৈতিক তরজা শুরু হয়ে গিয়েছে। আসন্ন লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখে বিজেপি যেমন একে প্রচারের হাতিয়ার করেছে, তেমনই ছবির উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে কংগ্রেস। এমনকি, সদ্য দখলে আসা মধ্যপ্রদেশে ছবিটি নিষিদ্ধ করা নিয়েও জল্পনা শুরু হয়ে গিয়েছে। প্রয়োজনীয় কাটছাঁট না করলে মহারাষ্ট্রে ছবির প্রদর্শন করে দেওয়া হবে বলে হুমকি দেওয়া হচ্ছে। দাবি উঠেছে, প্রাক্তন প্রধানমন্ত্রীর ওই বায়োপিকটি নিষিদ্ধ করা হোক। কিন্তু এ দিন সালুজার মন্তব্যের পর স্পষ্ট হয়ে গেল, প্রতিবাদ জানিয়ে বায়োপিকটিকে আদৌ গুরুত্ব দিতে চায় না কংগ্রেস হাইকমান্ড।
ছবিতে তথ্য বিকৃত করার অভিযোগ তুলেছেন একাধিক কংগ্রেস নেতা। দলের মুখপাত্র রণদীপ সুরজেওয়ালা ছবিটিকে লোকসভা নির্বাচনে বিজেপির প্রচারের হাতিয়ার বলে উল্লেখ করেছেন। মুক্তি পাওয়ার আগে ছবিটি তাঁদের দেখাতে হবে এবং প্রয়োজনীয় কাটছাঁট করতে হবে বলে দাবি তোলেন মহারাষ্ট্র যুব কংগ্রেসের সভাপতি সত্যজিত্ তাম্বে পাটিলও।
আরও পড়ুন- ভোটের আগে মনমোহনকে নিয়ে ছবি, ফুঁসছে কংগ্রেস, প্রদর্শন বন্ধের হুমকি
আরও পড়ুন- ‘ছবির গল্প কাল্পনিক’, মনমোহনের হয়ে আসরে প্রাক্তন পরামর্শদাতা
তবে বায়োপিকটি নিয়ে এ দিন তাঁর সুর বদল করেছেন সত্যজিত্। বলেছেন, ‘‘এটা যেহেতু বিজেপির প্রচার, তাই আমরা এটাকে গুরুত্ব দিতে চাই না।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy